বুধবার, ১৯ মার্চ, ২০১৪

নগ্ন হলেন লোপেজ

নগ্ন হলেন লোপেজ বিনোদন ডেস্ক | গানের বাইরে অভিনয়ের মাধ্যমেও এরই মধ্যে দারুণভাবে প্রশংসিত হয়েছেন বিশ্বনন্দিত পপ তারকা জেনিফার লোপেজ। তার অভিনীত ছবিগুলো সব সময়ই দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল সৃষ্টি করে। রোমান্টিক, কমেডি, অ্যাকশনÑ সব ধরনের দৃশ্যেই কাজ করা হয়েছে তার। তবে গত এক বছরে স্টেজে নিয়মিত গান করে গেলেও নতুন কোন ছবিতে পাওয়া যায়নি লোপেজকে। নতুন কোন মিউজিক ভিডিও প্রকাশ পায়নি তার। মূলত সংসারকেন্দ্রিক ব্যস্ততা আগের চেয়ে বাড়ার কারণেই অভিনয়ে পাওয়া যায়নি তাকে। তবে লোপেজ ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগিরই আবারও বড়পর্দায় তাকে দেখা যাবে। এরই মধ্যে একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে লোপেজের চরিত্রকে কেন্দ্র করেই। এখানে একজন ড্রাগ সেবনকারী গায়িকার চরিত্রে কাজ করতে দেখা যাবে তাকে, যে কিনা তিলে তিলে নিঃশেষ হয়ে যান। এ অবস্থা থেকে বের হয়ে আসার অনেক চেষ্টা করলেও তাতে বার বার ব্যর্থ হতে থাকেন তিনি। ছবিটির শুটিংয়ে এখন নিয়মিত অংশ নিচ্ছেন লোপেজ। নতুন খবর হচ্ছে, এ ছবিতে অভিনয় করতে গিয়ে একজন তরুণ অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন লোপেজ, তাও আবার নগ্ন হয়ে। ঘনিষ্ঠ এ দৃশ্যটি করার সময় কোন ধরনের পোশাকই পরেননি লোপেজ। পেছন থেকে তার পুরো নগ্ন দেহই ছবিতে দেখা যাবে। বিষয়টি নিয়ে বেশ মুখরোচক সংবাদ ইতিমধ্যে প্রকাশ করছে স্থানীয় গণমাধ্যমগুলো। তবে ্এ নিয়ে বিব্রত নন লোপেজ। বরং ছবিটি নিয়ে দারুণ এক্সাইটেড তিনি। টুইটারেও এ ছবিটি নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেছেন লোপেজ। সেখানে তিনি লিখেছেন, এই ছবি আমার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। একজন সংগীত তারকার জীবন কিভাবে তিলে তিলে শেষ হতে পারে তাই দেখানো হবে এখানে। ছবিটি করতে গিয়ে বেশ কিছু আবেনদময়ী দৃশ্যে কাজ করেছি আমি। আমার বেশ ভাল লাগছে ছবিটির কাজ করতে। আশা করছি সবার ভাল লাগবে।

রবিবার, ২ মার্চ, ২০১৪

সুখী জীবনের জন্য জরুরী ১০টি অভ্যাস

সুখী জীবনের জন্য জরুরী ১০টি অভ্যাস

315একজন সুখী ও আশাবাদী মানুষ যেকোনো পরিস্থিতিতে সাহস ধরে রেখে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার যোগ্যতা রাখেন। যেকোনো ক্ষেত্রেই পজেটিভ দিকটায় মনোনিবেশ করা সাফল্যের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা রাখে। তবে সবসময় নিজের ভেতর সুখ ধরে রাখাটাও বড় ধরণের একটা চ্যালেঞ্জ। আসুন জেনে নেই, জীবনে সুখী হতে গেলে যে অভ্যাস গুলো রপ্ত করতে হবে আপনাকে!

কৃতজ্ঞ থাকুন:

জীবনে যা পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞ থাকুন। জীবনের যা কিছু অর্জন, তা শুধুই আপনার কারণে। আপনি যদি আপনার অবস্থানের প্রতি সন্তুষ্ট না থাকেন, তাহলে আপনার কাজই বাধাগ্রস্ত হবে। ফলে ধীরে ধীরে পিছিয়ে পড়বেন আপনি। কাজেই নিজ অবস্থানকে ভালোবাসুন, কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন নিজের প্রতি।

আপনার গল্প শেয়ার করুন:

প্রেম করে বিয়ে করলে নিন কী কী ভুল হতে পারে আপনার?

প্রেম করে বিয়ে করলে নিন কী কী ভুল হতে পারে আপনার?

sunset loveএকটা সময়ে আমাদের রক্ষণশীল দেশে প্রেম করে বিয়ে করার ব্যাপারটাই ছিলো অস্বাভাবিক। কিন্তু এখন সমাজ এবং আমাদের দৃষ্টিভঙ্গি দুই ই পাল্টে গেছে। বর্তমান আধুনিক সময়ে বেশিরভাগ মানুষই প্রেম করে বিয়ে করতে চায়। এমনকি ব্যাপারটা এমন হয়ে গেছে যে প্রেম করেনি, এমন কারো ব্যাপারে আমাদের অনুভূতি হয়ে থাকে সহানুভূতি থেকে শুরু করে তাচ্ছিল্য পর্যন্ত। কারণ তাদের সবারই বিশ্বাস, শুধুমাত্র ভালোবাসার জন্যই বিয়ে করা উচিত। কিন্তু আসলে কি তাই?
বাস্তবতা এতো সহজ নয়। যুক্তি দিয়ে চিন্তা করলে আমরা বুঝতে পারি, প্রেম একটি বিলাসিতা বই কিছু নয়। মানুষ তখনই প্রেম করে বিয়ে করে যখন তার জীবনের অন্য সব চাহিদা পূরণ হয়ে যায়। এ কারণেই বিয়ের পরে কোনো রকম সমস্যা দেখা গেলেই প্রেমের মাঝে ভাঁটা পড়ে, আর অনেক সময়েই দেখা যায় বিবাহবিচ্ছেদ। আধুনিক সময়ে মানুষ সংসার টিকিয়ে রাখার চাইতে নিজের ব্যক্তিগত সুখের কথা চিন্তা করে এবং সে কারণেও প্রেমের মোহ কেটে গেলে সঙ্গীকে ছেড়ে যাওয়াটাও সহজ হয়ে গেছে।

শনিবার, ১ মার্চ, ২০১৪

মোবাইলে প্রেম, পরে প্রেমিক ও তার বন্ধুদের রাতভর গণধর্ষণ : গোপালগঞ্জে ধর্ষিত শিশু, পরিবারকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট




মোবাইলে প্রেম হয় ঝালকাঠির তরুণীর সঙ্গে নারায়ণগঞ্জের এক বখাটের। একপর্যায়ে প্রেমের টানে ঘর ছেড়ে তরুণীটি নারায়ণগঞ্জ গেলে প্রেমিক ও তার বন্ধুদের হাতে রাতভর ধর্ষণের শিকার হয় সে। ঘটনা জানজানি হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় শহর জুড়ে।
এ ঘটনার বাইরে গোপালগঞ্জে ধর্ষিত হয়েছে এক শিশু। ধর্ষণের পর ঘটনা মীমাংসার দাবিতে উল্টো ধর্ষিতার পরিবারকেই হত্যার হুমকি দিয়েছে ধর্ষকের পরিবার।
বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
গোপালগঞ্জ : গোপালগঞ্জে ধর্ষিত এক শিশুর পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে মীমাংসা করার নির্দেশ দিয়েছে ধর্ষকের এক স্বজন। গতকাল শুক্রবার বিকালে শিশুটির বাড়ি গিয়ে এ হুমকি দেয়া হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে একই গ্রামের সেকেন্দার শেখের ছেলে সোহাগ শেখ (২০)। মেয়েটি এখন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন আছে। মেয়েটির মায়ের অভিযোগ,
সেকেন্দার শেখের ছেলে সোহাগ শেখ নির্জন পুকুর পাড়ে নিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। ঘটনার পরই তাদের প্রতিবেশী ইসনাস মোল্লা ধর্ষক সোহাগ শেখকে আটক করে।

চট্টগ্রামে এ্যাবের সমাবেশে আমির খসরু : স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মাহমুদুর রহমান ইতিহাস হয়ে থাকবেন চট্টগ্রাম ব্যুরো





বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রহসনের নির্বাচনের পর রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা ছাড়া আওয়ামী লীগের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। জনসম্পৃক্ততা না থাকায় আওয়ামী লীগ দেশের মানুষের ওপর জুলুম নির্যাতন আগের চেয়ে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিয়েছে, এই অত্যাচার নির্যাতনের ভারেই তাদের পতন ঘটবে।
বর্তমান সরকার ও সংসদকে অবৈধ আর মন্ত্রী এমপিদের সামাজিকভাবে বিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন, অবৈধ সরকার বাতিল না হওয়া পর্যন্ত আগের চেয়ে আরও জোরালো ও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীন ভূমিকার জন্য মাহমুদুর রহমান শুধু বাংলাদেশ নয়, এতদঞ্চলের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। তিনি একদিকে শাসক গোষ্ঠীর নিপীড়নের শিকার অন্যদিকে অনেক সাংবাদিকের ঈর্ষারও শিকার হয়েছেন ।
গণতন্ত্র হত্যা, ফ্যাসিবাদী কায়দায় নির্যাতনের প্রতিবাদ এবং নির্ভীক কলম যোদ্ধা মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে গতকাল শুক্রবার বিকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (অ্যাব) চিটাগং চ্যাপ্টার আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার কেএম সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. হাসান মোহাম্মদ, নগর বিএনপি সহ-সভাপতি আবু সুফিয়ান, মহিলা দল সভাপতি মনোয়ারা বেগম মনি, দৈনিক আমার দেশ চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক মো. শাহনওয়াজ।
আমির খসরু তার বক্তব্যে বলেন, প্রহসনের নির্বাচন বর্জনের যে সিদ্ধান্ত বিএনপি নিয়েছিলো তা সঠিক ছিল। কেননা শুধু আওয়ামী লীগ বা হাসিনা নয়, বরং একটি বিরাট শক্তি আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলো। এ ধরনের নির্বাচন বর্জন করে বিএনপি দেশের মানুষের আস্থা অর্জন করেছে আর আওয়ামী লীগ আস্থা হারিয়েছে। তারা আর কোনোদিন দেশের মানুষের কাছে ফিরে যেতে পারবে না। নতুন জেনারেশন যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদি ও বাকশালী চরিত্র জানতো না, তারা দেখেছে এই দলটি কতোটা ভয়ঙ্কর হতে পারে।
তিনি বলেন, আওয়ামী লীগ নির্যাতন নিপীড়নের সব সীমা অতিক্রম করেছে, যে কোন সময় দেশে জনবিস্ফোরণের মাধ্যমে তাদের পতন ঘটবে।
আমির খসরু বলেন, বাংলাদেশে সাংবাদিকতায় মাহমুদুর রহমানের মতো সুশিক্ষিত মানুষ আর নেই। তার লেখনী শক্তি ও গুণাবলী এতো বেশি বিস্তৃত যে, তিনি যে কোনো বিষয় নিয়েই অনর্গল লিখে যেতে পারেন, যা অন্য অনেক সম্পাদক পারেন না। এ কারণে তিনি অনেক সাংবাদিকেরও ঈর্ষার শিকার।
তিনি বলেন, মাহমুদুর রহমান দেখিয়ে দিয়েছেন কিভাবে রাষ্ট্রীয় নির্যাতনের মুখেও একজন ব্যক্তি তার সততা আর সাহস নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কতোটা দৃঢ় অবস্থানে থাকতে পারেন। তাই তিনি এই অঞ্চলের ইতিহাসের এক উজ্জল চরিত্র হয়ে থাকবেন।
বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ এদেশে জঙ্গিবাদের জন্মদাতা। তারা এখন গুম খুন আর নির্যাতনের মাধ্যমে দেশে নব্য বাকশাল কায়েম করেছে। আবারও ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।
তিনি বলেন, শুধু সত্য কথা বলার জন্য নির্ভীক কলম সৈনিক মাহমুদুর রহমানকে জেলে যেতে হয়েছে। আমরা হাসিনা সরকারের কাছে তার জামিন চাই না। কারণ, ফ্যাসিবাদ নির্মূল করতে গিয়েই তিনি জেলে গেছেন। ফ্যাসিবাদী সরকার তাকে মুক্তি দিবে এমন আশাও আমরা করি না। দেশের মানুষ তার সঙ্গে আছে। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মাহমুদুর রহমান আবার ফিরে আসবেন।
প্রফেসর ড. হাসান মোহাম্মদ বলেন, নািস জামানায় হিটলার বলতেন এক নেতা এক দেশ, আর একইভাবে আমাদের দেশে ’৭২ সালের দিকে বলা হতো এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ।
আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে।
তিনি বলেন, ভারত জানে আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে দিয়ে তারা তাদের কায়েমি স্বার্থরক্ষা করতে পারবে না। তাই গণতন্ত্র ধ্বংস করে তারা এই দলকে ক্ষমতায় রাখতে চায়।
সমাবেশে আরো বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী জেলী চৌধুরী, প্রকৌশলী অছিউর রহমান, লায়ন ফজলুল হক, বিএনপি নেতা আবদুল আজিজ, এফএম সাইফুল আলম প্রমুখ।

ঢাকা বারে আ.লীগ সমর্থকদের ভরাডুবি : সভাপতি মহসীন মিয়া, সম্পাদক মোসলেহ উদ্দিন

স্টাফ রিপোর্টার
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নীল প্যানেল।
সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যেই আইনজীবীদের এ নির্বাচনে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের। কেবল ছয়টি সদস্য পদে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী অ্যাডভোকেট সাইদুর রহমান মানিককে হারিয়ে ঢাকা বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) অ্যাডভোকেট মহসীন মিয়া।
আর সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম হারিয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট মোশাররফ হোসেনকে।
২০১৩-১৪ সালের নির্বাচনে ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জাতীয়তাবাদী-ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আইনজীবীরা এবং সভাপতিসহ ১২টি পদে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল বিজয়ী হয়েছিল।
এবার কোষাধ্যক্ষ পদে সাদা প্যানেলের প্রার্থী ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলায় শনিবার আবারও গণনা করে
ফল ঘোষণা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সবুর জানান। বুধবার সকাল ৯টা থেকে দু’দিন ভোটগ্রহণের পর গতকাল দুপুরে গণনা শেষে ফল ঘোষণা করেন তিনি।
সমিতির ২৫টি পদের বিপরীতে এবার রেকর্ড ৭১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ১৪ হাজার ৩১০ জন ভোটারের মধ্যে আট হাজার ১৭৫ জন ভোট দিয়েছেন অর্থাত্ ভোট পড়েছে ৫৭ শতাংশের কিছু বেশি।
সভাপতি পদে বিজয়ী মহসীন পেয়েছেন ৪ হাজার ৩৮৮ ভোট আর মানিক পেয়েছেন ৩ হাজার ১৯০ ভোট। আর সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জসীম জয় পেয়েছেন মাত্র দশ ভোটে। তার ৩ হাজার ৬ ২৬ ভোটের বিপরীতে পরাজিত প্রার্থী মোশাররফ পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট।
সমিতির সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল করিম নিজাম, সহ-সভাপতি পদে জহির রায়হান জসিম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদের আবু ইউসুফ সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান রঞ্জু, লাইব্রেরি সম্পাদক পদে আহমদ উল্যাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আলম লাকী ও দফতর সম্পাদক পদে শহীদ গাজী জয়ী হয়েছেন।
তারা সবাই জাতীয়বাদী-ইসলামী মূল্যবোধ সমর্থিত নীল প্যানেলের প্রার্থী। কোষাধ্যক্ষ পদেও নীল প্যানেলের মো. শামসুজ্জামান সাদা প্যানেলের মকবুল হোসেনের চেয়ে এগিয়ে আছেন। ১৫টি সদস্য পদের মধ্যে ৯টিতে বিজয়ী হয়েছেন জাতীয়বাদী সমর্থকরা। বাকি ৬টি পদে আওয়ামী লীগ সমর্থকরা জয়ী হয়েছেন।

কারাগারে থেকেই পুনরায় উপজেলা চেয়ারম্যান

শেরপুর প্রতিনিধি
ক্যাপশন যুক্ত করুন
দ্বিতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম বাদশা। তিনি বর্তমানে দুদকের দায়ের করা মামলায় জেলা কারাগারে আটক রয়েছেন। ভোট গণনা শেষে দেখা গেছে, উপজেলার বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ৩২ হাজার ৪২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেছ নাঈম পেয়েছেন ২৭ হাজার ৩৮৬ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আমিরুল ইসলাম মক্কু ১৬ হাজার ৬৫৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী লাইলি বেগম ২০ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে
banglanews26.com
ছেন।

আদর্শ পুত্রবধূ হতে চান? জেনে নিন অবশ্যই করণীয় ৫টি কাজ

আদর্শ পুত্রবধূ হতে চান? জেনে নিন অবশ্যই করণীয় ৫টি কাজ

wedding girlনিউজ ডেস্ক : বিবাহিত জীবনে বর্তমান সময়ে এমন সুখী মানুষ কমই পাওয়া যায়। কেউ নিজের বউ নিয়ে অসুখী, আবার কেউ নিজের স্বামীকে নিয়ে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা দেখা দেয় যখন বউ-শাশুড়ির মধ্যে মনোমালিন্য হয়। বউ-শাশুড়ির মধ্যে কিছুটা মানসিক দূরত্ব থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেই মানসিক দূরত্বটা যদি রীতিমতো ঝগড়াঝাঁটির কারণ হয়ে দাঁড়ায় তাহলে তা সৃষ্টি করে সাংসারিক অশান্তি। অনেক সময় এসব কারণে স্বামী স্ত্রীর মধ্যেও শুরু হয় দাম্পত্য কলহ। এইসব সমস্যার কারণে অনেক সময় বিবাহ বিচ্ছেদও ঘটে থাকে।

১২ ধরনের মেয়ে থেকে সাবধান!

১২ ধরনের মেয়ে থেকে সাবধান!

140ডেস্কঃ সম্পর্কে জড়ানোর আগে পৃথিবীর সব পুরুষদের সাবধান করছেন মনোবিজ্ঞানী আর গবেষকরা। তাঁদের গবেষণায় ১২ রকমের মেয়েদের খুঁজে পাওয়া গেছে যাদের সাথে সম্পর্ক গড়া তো দূরের কথা, এক দিনের জন্যে ডেটিংয়ে যাওয়াটাই বড় ভুল বলে গণ্য হবে আপনার জীবনে। এই ১২ ধরনের মেয়েদের সম্পর্কে আপনাদের ধারণা দেয়া যাক।
১. আমিই সর্বেসর্বা: এ জাতীয় মেয়েরা সবকিছুর নিয়ন্ত্রণ পেতে ব্যাপক আগ্রহী। তারা বোঝাতে চান যে, আমরাই সর্বশ্রেষ্ঠ। বড় কোনো বিষয়ে তো বটেই, এমনকি ছোটখাট ব্যাপার যেমন- ঘুরতে যাওয়া বা রেস্টুরেন্টে বসে খাওয়া থেকে শুরু করে সবকিছুতেই এ মেয়েরা ওস্তাদি ফলাতে তৎপর থাকেন। তাই এমন মেয়েদের থেকে ১০০ হত দূরে থাকুন।
২. আপনার টাকা খসাতে পটু: এমন আচরণ দিন-দুপুরে ডাকাতির সমতুল্য। আপনার সাথে ডেটিংয়ের দিনটিতে তার একমাত্র কাজই হবে নিজের পছন্দের গিফট কেনা, প্রিয় খাবার গোগ্রাসে গেলা, সিনেমা দেখতে যাওয়া আর সম্ভব হলে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় দুনিয়ার তাবৎ জিনিস কিনে বাসায় ফেরা। আপনার প্রিয়তমা কী এমন করেন?
৩. বন্ধুপ্রাণ চরিত্র: সে আপনার কাছে শুধুই তার যতো বেস্ট ফ্রেন্ডদের গল্প বলতে অস্থির থাকবে। তার জন্মদিনের পার্টিতে আপনি না আসলে হবেই না- এমন ভাব দেখাবে। কিন্তু গিয়ে দেখবেন সে সারাক্ষণ তার বেস্ট ফ্রেন্ডদের চারপাশে ঘুরঘুর করছে। আপনি যে সেখানে আছেন, তা যেন সে জানেই না।
৪. তার মনজুড়ে আছে অন্য কেউ: আপনার সাথে বেশ খাতির হয়েছে মেয়েটির। কাছে বসে গল্প করে, প্রায়ই ফোনে কথা বলেন। আপনি হয়ত বেজায় খুশি এমন একটি মেয়ের সাথে ভাব হয়ে। আর আপনার চালচলনে যদি এমন ভাব থাকে যে, তোমার ইচ্ছাই আমার কর্ম; তাহলেই আপনি ফেঁসেছেন। এমন মানসিকতার কারণেই সে আপনার সাথে সম্পর্ক রেখেছে। আদেশ-নিষেধের কাজটি সে আপনার ওপর ফলাতে মজা পায়। মূলত: এমন মেয়েরা কোনো ছেলের প্রতিই দুর্বল নয়। এমনও হতে দেখা গেছে, সে আপনার সাথে ভাব জমিয়েছে আসলে আপনার বন্ধুটিকে পাওয়ার জন্যে।
৫. সে তো আকাশের তারা: আপনার অবস্থা শোচনীয় হবে যদি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা এলাকার সেরা সুন্দরীকে আপনি প্রেমিকা হিসেবে পেতে চান। এই সুন্দরীর প্রতি অন্য ছেলেদের নিবদ্ধ দৃষ্টিতে আপনি হয়ে পড়বেন অসহায়। আর প্রেমিকার অহংকার হতে থাকবে আকাশচুম্বী। সুদর্শন সুপুরুষ হলেও এ পরিস্থিতিতে আপনি তার কাছে অনেকের মধ্যে একজনমাত্র। কারণ সে তো মহাসুন্দরী আফ্রোদিতি। এ মেয়ের ছায়ায় কি আপনি থাকতে চান?
৬. তুলনার জালে জর্জরিত আপনি: মেয়েটিকে ভালবেসে আপনি হয়ত আপনার অন্তরের সবটুকু উজাড় করে দিয়েছেন। দেখাতে চান, আমিই তোমার জীবনে সেরা পুরুষ। এ কাজটা নিতান্তই উলু বনে মুক্তো ছড়ানোর মতো। আপনার সকল প্রচেষ্টাই বিফলে যাবে যখন সে যেকোনো কাজে অন্যের সাথে আপনার তুলনা করবে। তার অন্য বান্ধবীর প্রেমিকা কী কী করেন বা তার আগের প্রেমিক কী করতো এসব গল্পের খই ফুটবে তার মুখে। কাজেই এমন বৃথা চেষ্টায় ক্ষান্ত দিন আর এমন প্রেমিকার সঙ্গ ত্যাগ করুন।
৭. অভিযোগের তীরে আপাদমস্তক বিদ্ধ আপনি: আপনার আত্মনির্ভরশীলতা খোয়াতে এমন একটি মেয়েই যথেষ্ট। তার কাজই হলো আপনার সব কাজে ভুল ধরা, তা ভুল বা ঠিক যাই হোক না কেনো। তার একটিই অভিযোগ, আপনি একটি কাজও ঠিক মতো করতে পারেন না। আপনাকে দিয়ে কিচ্ছু হবে না ইত্যাদি ইত্যাদি।
৮. মিস হিংসুটে: সম্পর্কের পর আপনার সবচেয়ে কাছের বন্ধুটি হবে তার জীবনের সবচেয়ে বড় শত্রু । তার প্রথম কাজই হবে বন্ধুর সাথে আপনার সম্পর্কের ইতি ঘটানো। বন্ধুর সাথে আপনি আড্ডা দিচ্ছেন বা সিনেমা দেখতে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন- এ সব কাজেই বাধা হয়ে দাঁড়াবে আপনার প্রেমিকার হিংসাভাব। সে আপনাকে কোনো সুযোগই দিতে চাইবে না। এমন হিংসা ভারাক্রান্ত মনের সাথে মন না মেলানোই উত্তম।
৯. মূর্তিমান বিভীষিকা: মিষ্টি প্রেমিকার মধ্যে কুৎসিত বিভীষিকা দেখবেন যখন সে আপনার মোবাইলে আপনারই কোনো মেয়ে বন্ধুর নম্বর থেকে ফোন আসতে দেখবে। কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কই সে মেনে নেবে না। অবধারিতভাবে সে আপনার মোবাইলের কললিস্ট ঘেঁটে দেখবে এবং মেসেজ দেখার জন্যে তোলপাড় করবে। এমনকি সে তার একটি বান্ধবীর সাথেও আপনার দেখা করাবে না।
১০. আচরণ বড়ই বিভ্রান্তিকর: চেনাজানা সুন্দরী মেয়েটা আপনাকে ভালবাসি কথাটা বলে ফেলল। স্বপ্নের ঘোরে আবিষ্ট হয়ে দিন কাটে আপনার। কিছুদিন একসাথে ঘোরাঘুরির পর বুঝলেন আপনি আসলে তার বডিগার্ড টাইপের কেউ। কষ্ট পাবেন না। বুঝে ফেলেছেন যখন, মানে মানে কেটে পড়ুন।
১১. আবেগের বলী: মাত্র এক মাস বা মাস কয়েকের সস্পর্কেই আপনাকে বিয়ে করার জন্যে পাগল হয়ে গেলো মেয়েটি। কতটাই না ভালবাসে আপনাকে! আবেগতাড়িত হয়ে তাকে পাওয়ার জন্যে আপনিও পাগলপ্রায়। এই পরিস্থিতিতে একটু ভাবুন, এ অল্প সময়ে দুজন দুজনের ব্যাপারে কতটুকুই বা জানেন। এ আবেগ গড়াতে দিন, তাকে জানুন। সত্যিকার অর্থে মেয়েটি আপনাকে ভালবেসে থাকলে তাকে আপনি কিছুদিন পরে হলেও পাবেন। আর ভেজাল থাকলে, মেয়েটির উদ্দেশ্য আসলে আপনাকে আবেগ দিয়ে ঘায়েল করে বিয়ের কাজটা সেরে ফেলা।
১২. কট্টোর নারীবাদী: তার কথাবার্তায় আর ভাব-ভঙ্গিতে মনে হয় যেনো এ দুনিয়ায় তার আবির্ভাব ঘটেছে পুরুষতান্ত্রিক সমাজ থেকে মেয়েদের রক্ষার জন্যে। ছেলেদের প্রতি তার কোনো সম্মানবোধ নেই। আপনার সাথে সম্পর্কে জড়ালেও ‘তোমরা ছেলেরা এমন কিভাবে হতে পারো’ এ মন্তব্যটি প্রায়ই শুনতে হয় আপনাকে। এমন মেয়েদের অন্য মেয়েরাই পছন্দ করে না। এমনকি এ ধরনের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ালে অন্য মেয়েরাই আপনাকে ভিন্ন দৃষ্টিতে দেখবে। কাজেই এমন কট্টরপন্থী নারীবাদীকে দূরেই রাখুন

প্রেমিককে যেসব কথা বলা উচিত নয় মেয়েদের

প্রেমিককে যেসব কথা বলা উচিত নয় মেয়েদের

298স্বভাবতই মেয়েরা একটু বেশি কথা বলে থাকে। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সকল ধরণের কথার ফুলঝুরি তৈরিই থাকে মেয়েদের কাছে। নিজের প্রেমিকের কাছে কোন কথা বলা উচিৎ এবং কোন কথা বলা উচিৎ নয় এই নিয়ে প্রেমিকাকে মোটেই চিন্তা করতে দেখা যায় না। কিন্তু এই ব্যাপারটি অবশ্যই জানা উচিৎ প্রত্যেক মেয়ের। কারণ মুখ থেকে বের হওয়া সামান্য কথা সম্পর্কে আনতে পারে অন্যরকম মোড়।

বলিউড স্টার কে কত রুপি নেন?

বলিউড স্টার কে কত রুপি নেন?

295ঢাকা : বলিউডের প্রিয় তারকা-অভিনেতাদের আয় সম্পর্কে জানার জন্য সবারই কম বেশি আগ্রহ থাকে। তাই এক দিন, মাস কিংবা বছরে নামী-দামী তারকারা কত আয় করেন, তা নিয়ে জরিপেরও শেষ নেই।
এমনি একটি জরিপের তথ্য শেয়ারনিউজ পাঠকদের জন্য উপস্থাপন করা হলো:-
শাহরুখ খান
প্রতি ছবিতে কিং খান ৪০ কোটি রুপি করে নেন। এর সঙ্গে আবার ছবির মুনাফাও যোগ হয়। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন তিন কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই দুই কোটি রুপি আয় করেন তিনি।
হৃত্বিক রোশন
প্রতি ছবিতে ২৫ কোটি রুপি নেন বলিউডের এই ‘কৃষ’ তারকা। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন দুই কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই দেড় কোটি রুপি।
ক্যাটরিনা কাইফ
ছবির জন্য ছয় কোটি রুপি করে নেন। বিয়ে ও স্টেজ শোর জন্য ক্যাটরিনা নেন আড়াই কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই এক কোটি রুপি।
প্রিয়াঙ্কা চোপড়া
ছবিতে সাত কোটি রুপি করে নেন। বিয়ে ও স্টেজ শোর জন্য নেন আড়াই কোটি রুপি করে। অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই এক কোটি রুপি।
অক্ষয় কুমার
ছবিতে ৩৫ কোটি রুপি। বিয়ে ও স্টেজ শোর জন্য নেন আড়াই কোটি রুপি। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই দেড় কোটি রুপি।
রনবীর সিং
ছবিতে ১০ কোটি রুপি। বিয়ে ও স্টেজ শোর জন্য নেন এক কোটি রুপি। চেহারা দেখিয়েই ৭০ লাখ রুপি।
আনুশকা শর্মা
ছবিতে ছয় কোটি রুপি। বিয়ে ও স্টেজ শোর জন্য নেন ৭০ লাখ রুপি। একবার চেহারা দেখিয়েই ৫০ লাখ রুপি।
কারিনা কাপুর খান
ছবিতে কারিনা নেন আট কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ৬০ লাখ রুপি।
দীপিকা পাড়ুকোন
ছবিতে আট কোটি রুপি। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই এক কোটি রুপি।
রনবীর কাপুর
ছবিতে ২০ কোটি রুপি। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই দুই কোটি রুপি।
http://banglanews26.com/মনি
http://shapnopuron.blogspot.com/

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

গৌরনদীতে শিশু ধর্ষণ করে মোবাইলে ধারণ : ধর্ষক কিশোর গ্রেফতার : না.গঞ্জে ধর্ষণের বিচার চাওয়ায় স্বামীসহ ধর্ষিতাকে পিটুনি

ডেস্ক রিপোর্ট
ক্যাপশন যুক্ত করুন
গৌরনদীতে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে চিত্র মোবাইল ধারণ করায় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নারায়ণঞ্জ বন্দরে স্ত্রীকে ধর্ষণের বিচার চাওয়ায় স্বামীসহ ধর্ষিতাকে পিটিয়ে আহত করা হয়েছে।
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের গৌরনদী পৌরসভার বড় কসবা গুচ্ছ গ্রামের দুস্থ এক বাক-প্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণ ও ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করার অভিযোগে পুলিশ গতকালের সকালে বেল্লাল হাওলাদার (১৪) নামের এক কিশোর ধর্ষককে গ্রেফতার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতা শিশুকে গতকাল দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বড়কসবা গ্রামের বেল্লাল হাওলাদারের নেতৃত্বে ৩ বখাটে কিশোর গত ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে দুস্থ বাক-প্রতিবন্ধী শিশুকে (১১) ফুসলিয়ে উপজেলার বড় কসবা গুচ্ছগ্রামের পার্শ্ববর্তী সোবাহান তালুকদারের পাকা ছাদবিহীন একটি ঘরের মধ্যে নেয়। সেখানে কিশোর বেল্লাল হাওলাদার প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে।
এ সময় তার সহযোগী পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের কিশোর রাসেল সরদার, বেল্লাল হোসেন ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও করে। পরদিন ধর্ষক ও তার সহযোগীরা ধর্ষণের ভিডিও চিত্র ধর্ষিতার বাবা মাকে দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক ও তার ২ সহযোগীসহ ৪ জনকে আসামি করে গতকাল সকালে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা করে।

রাষ্ট্র ও দলীয় শক্তির নির্লজ্জ প্রয়োগ তবু ভরাডুবি আ.লীগের

স্টাফ রিপোর্টার
ক্যাপশন যুক্ত করুন
প্রথম দফা উপজেলা নির্বাচনে ব্যাপক কারচুপির পরও ভরাডুবি ঠেকাতে পারেনি আওয়ামী লীগ। ফলে দ্বিতীয় দফায় জয় পেতে মরিয়া হয়ে ওঠে দলটি। এজন্য উচ্চপর্যায়ের বৈঠকে যে কোনো মূল্যে জয় ছিনিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। যেই সিদ্ধান্ত সেই কাজ। আওয়ামী লীগের জয় নিশ্চিত করার জন্য ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রশক্তি। এর সঙ্গে যোগ হয় আওয়ামী লীগের পেশিশক্তিও।
ক্যাপশন যুক্ত করুন

শুধু নারীরাই নয়, যৌন নির্যাতনের শিকার হয় ছেলেরাও

শুধু নারীরাই নয়, যৌন নির্যাতনের শিকার হয় ছেলেরাও

290ঢাকা: শুধু নারীরাই নয়, যৌন নির্যাতনের শিকার হয় ছেলেরাও। তবে এ বিষয়টি তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। এক পরিসংখ্যানে উঠে এসেছে যুক্তরাজ্যে মোট ধর্ষণের শিকারদের মধ্যে ১২ ভাগই পুরুষ। এ বিষয়ে এক প্রতিবেদনে প্রকাশ করেছে টেলিগ্রাফ।যুক্তরাজ্যের পরিসংখ্যানে দেখা যায়, সেখানে প্রতি বছর ৭৮ হাজার ব্যক্তি ধর্ষণ বা ধর্ষণচেষ্টার শিকার হয়। তাদের মধ্যে প্রায় নয় হাজার পুরুষ। তবে এসব যৌন অপরাধের খুব সামান্যই পুলিশের কাছে অভিযোগ করা হয়।২০১১-১২ সালে মাত্র ১ হাজার ২৫০টি পুরুষ নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয় যুক্তরাজ্যে। কিছুদিন আগেই এ বিষয়টি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়।সাইকোথেরাপিস্ট ডানকান ক্রেগ ধর্ষণের শিকারদের নিয়ে কাজ করেন। ধর্ষণের ক্ষেত্রে শুধু নারীদের বিষয়টিই বিবেচনা করা হয়। পুরুষ ভিক্টিমদের বিষয়টি গুরুত্ব দেওয়া হয় না প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চিন্তা করছি, বালক বা পুরুষদের কি হবে? ক্রেগ আরো বলেন, ‘বহু পুরুষ যৌন নির্যাতনের শিকার হয়। কিন্তু বাস্তবে নারী ও কন্যাশিশুদেরই গুরুত্ব দেয়া হয়। ফলে তাদের মধ্যে বঞ্চনাবোধ তৈরি হয়। তারা মনে করে, এ বিষয়ে কথা বলা যাবে না
ক্যাপশন যুক্ত করুন

ক্যাপশন যুক্ত করুন

৬ ধরণের পুরুষকে এড়িয়ে চলে মেয়েরা

৬ ধরণের পুরুষকে এড়িয়ে চলে মেয়েরা

292নারীর মন দেবতারা জানুক বা না জানুক, নারী কিন্তু নিজের চাওয়া-পাওয়ার ব্যাপারটা বেশ ভালো করেই জানেন। বিশেষ করে প্রেম-ভালোবাসার ক্ষেত্রে তাঁদের পছন্দ আরও অনেক বেশি তীক্ষ্ণ। অনেক পুরুষই মনে মনে ভাবেন, কোনো নারী তাঁকে কেন পছন্দ করে না? বেশ, তাহলে জেনে রাখুন সম্পর্কের ক্ষেত্রে কোন কোন ধরণের পুরুষদেরকে এড়িয়ে চলেন নারীরা। আর মিলিয়ে নিন, আপনার মাঝে সেই দোষখানা নেই তো!

পরিবর্তনশীল:

কিছু মানুষ থাকে যারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত বদলে ফেলে। এদের মানসিক অবস্থাও দ্রুত পরিবর্তিত হয়ে যায়। এধরণের মানুষের সাথে তাল মিলিয়ে চলা বা এদের মন রক্ষা করা সত্যিই বড্ড কঠিন। এই এরা হাস্যোজ্জল, তো এই অগ্নিমূর্তি। এধরণের পরিবর্তনশীল পুরুষকে মেয়েরা সাধারণত এড়িয়েই চলে।

‘আমি, আমার’ ধরণের পুরুষ:

ধরুন, আপনি একজনের সাথে রেস্টুরেন্টে গেছেন। সঙ্গী পুরুষটি আপনাকে মেন্যু চেক করতে দিলেও খাবার অর্ডার করল নিজ পছন্দে। এরপর ধরুন, আপনি তার সাথে ফোনে কথা বলছেন। তিনি তার দিন কেমন গেল, নিজের কী অবস্থা দিয়ে শুরু করল কথা এবং শেষও করল নিজের কথা দিয়েই। যদি আপনি মনে মনে প্রত্যাশা করেন, তার সাথে বসুন্ধরা সিনেপ্লেক্সে ছবি দেখবেন, তার ইচ্ছার কারণে আপনাকে গিয়ে বসে থাকতে হল কোনো রেস্টুরেন্টে। এক কথায় বলে দেওয়া যায়, এই লোক প্রচন্ড স্বার্থপর। মেয়েরা এধরণের পুরুষদেরকে সবসময়ই এড়িয়ে চলতে চায়।

‘আমি তো বাচ্চা’ পুরুষ:

এধরণের মানুষ কখনোই বড় হয় না। আপনি যতই চেষ্টা করেন না কেন, এদেরকে মানসিকভাবে বাস্তববাদী করতে, এরা হবে না। নিজেকে শিশু মনে করেই এরা সুখী এবং সবসময়ই শিশুই থেকে যেতে চায়। আচরণও এদের শিশুসুলভ। এধরণের ছেলেদের সাধারণত বাস্তববাদী যেকোনো মেয়েই এড়িয়ে যায়।

ফ্লার্টকারী:

যে ছেলে যেকোনো মেয়ের সাথেই ফ্লার্ট করে, তাদেরকে সাধারণত সব মেয়েই এড়িয়ে চলে। এদের হাত থেকে সমাজের উচ্চ থেকে নিন্ম কোনো শ্রেণীর মেয়েই রক্ষা পায় না। এধরণের ছেলের জীবন ইতিহাসও তেমন গ্রহণযোগ্য কিছু হয় না। তার সম্পর্কে একটা কথাই বলা যায়- সে কারোর ব্যাপারেই কখনো গভীরভাবে ভাববে না।

‘তোমাকে আমার খুব দরকার’ টাইপ ছেলে:

এধরণের মানুষ খুব দ্বিধাগ্রস্ত হয় এবং নিরাপত্তাহীনতায় ভোগে সবসময়। সে হৃদয়জুড়ে যেমন আবেগ নিয়ে আপনার দ্বারে হাজির হবে, ঠিক একইভাবে দ্বিধাদ্বন্দ্বকেও বিনামূল্যে বয়ে নিয়ে আসবে আপনার জীবনে। তার আগমনে আপনার জীবনে শুধুই জটিলতারই সৃষ্টি হবে। এধরণের পুরুষদের থেকেও নিজেকে দূরে রাখে মেয়েরা।

খুব সহজেই আন্দাজ করা যায় যাদের:

এধরণের পুরুষ থেকেও মেয়েরা দূরে থাকে। কারণ এদের মাঝে কোনো নতুনত্ব থাকে না। কোনো কিছু করতে গেলেই বা ভাবলেই বোঝা যায়। কোনোরকম চমকে দেওয়ার ক্ষমতাহীন এসব পুরুষের চেয়ে মেয়েরা একা থাকতেই বেশি ভালোবাসে।
http://banglanews26.com/ঢাকা/কু/রাহিম


দইয়ের যতো গুন!

দইয়ের যতো গুন!

Yogurt-sbবাংলা নিউজ  ডেস্ক: ভ্যাজাইনাল থ্রাস্ট বা যোনি প্রদাহ ঘটিত রোগ একেবারে সাধারন একটি সমস্যা৷ মূলত ইস্টের সংক্রমণের ফলেই এটি হয়ে থাকে। তবে গবেষকেরা এই সমস্যার সমাধান করে ফেলেছেন৷ তারা এক প্রোবায়োটিক ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন যা এই ধরণের সংক্রমণ দূর করতে সক্ষম৷ ইটালির ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ের ক্রিশ্চিনা ভারডেনেল্লি জানিয়েছেন, এ বিষয়ে দই খুব ভাল কাজ করে৷ দইয়ে এক ধরণের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা যোনির সংক্রমণকে প্রতিহত করতে সক্ষম৷ গবেষক দল সবচেয়ে সাধারন যোনির সংক্রমণের ক্ষেত্রে দইয়ে উপস্থিত লাক্টোব্যাসিলির অ্যান্টিমাইক্রোবায়াল ক্ষমতা পরিদর্শনের জন্য দইয়ের পাঁচটি স্তরে পরীক্ষা করেন৷ পাঁচটি পর্যায়ে পরীক্ষা করে দেখা যায় সিনবায়ো সূত্রের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সামগ্রিক বৈশিষ্ট রয়েছে যা মানবকোষে জন্ম নেওয়া এই ধরণের সংক্রমণ ও ইস্টের সংক্রমণকে বাধা দিতে সাহায্য করে৷
যদিও সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি থেকে প্রকাশিত অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি জার্নালে বলা হয়েছে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের ক্রমবর্ধমান সমস্যার সঙ্গে এই ধরণের সংক্রমণের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিকল্প পদ্ধতি বিবেচনা করাও অত্যাবশ্যক৷ সূত্র : ইন্টারনেট।

আজকের রাশিফল: ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

আজকের রাশিফল: ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

rashifol-sbআজ ২৮ ফেব্রুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—লাল, বেগুনি, ধূসর। শুভ রত্ন—অ্যামিথিস্ট, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—এ বি এম মুসা, গীতিকার মনিরুজ্জামান মনির, ড. মফিজুল্লাহ কবির। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): আপনি কাজপাগল মানুষ। কিন্তু আজ সকাল থেকেই জেঁকে বসা আলসেমি উপভোগ করুন। জোর করে কোনো কাজে হাত দেবেন না। কয়েক ঘণ্টা অন্তত নিজেকে সময় দিন। নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চাইলে চাই বাড়তি শক্তি। নক্ষত্র বলছে, আজ আপনার প্রিয়জনের সঙ্গে বেশ ভালো সময় কাটবে। আপনি কর্মক্ষেত্রে বিভিন্ন তথ্যের জন্য অন্যের ওপর নির্ভর করেন। আজ এই নির্ভরতা কমানোর চেষ্টা করুন। কারণ, যতই নির্ভরশীল হবেন ততই খুঁতখুঁতে সহকর্মীরা পেয়ে বসবে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০): দীর্ঘদিন ধরে আপনি ফেলে আসা কোনো এক আপনজনকে খুঁজে বেড়াচ্ছেন। আজ তার খবর পেলেও পেতে পারেন। অফিসের বসকে প্রভাবিত করতে নতুন নতুন ফন্দি আঁটছেন মনে মনে, কিন্তু কাজ হচ্ছে না। সব ফন্দি ফিকির মাথা থেকে ঝেরে ফেলুন। নিজের কাজ আর পরিকল্পনা নিয়ে সোজাসুজি হাজির হোন বসের সামনে। নিজের সাহসকে মূল্যায়ন করুন। অফিসে আজ বেতন নাও হতে পারে, তবে অন্য কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।
মিথুন (মে ২১- জুন ২০): কথায় আছে- দুঃসংবাদ বাতাসের আগে ধায়। তেমনি প্রতিবেশীর সঙ্গে আপনার বিবাদের বিষয়টিও ছড়িয়ে গেছে। তাই বলে নিজেকে ঘরের মধ্যে বেঁধে ফেলবেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা দিন আর প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। আপনার স্মৃতিশক্তি খুব ভালো। কিন্তু তাই বলে পরীক্ষার আগের রাতে পড়ে হাত-পা ভেঙে লাভ হবে না। নিয়ম করে পড়ার অভ্যাসটা ঝালিয়ে নিন। আর যদি চাকরিজীবী হোন তাহলে প্রতিদিনকার অফিসের কাজ অফিসেই সেরে আসুন, বাসায় বয়ে আনবেন না। আজ মাথার কথা না শুনে মনের কথা শুনুন। আপনি বড্ড মাথার কথা শোনেন বলেই প্রিয়জনের দেখা পাননি। অন্তত আজকের দিনটিতে যাকে ভালোবাসেন তাকে মনের কথাটা বলুন।
কর্কট (জুন ২১- জুলাই ২২): শেষমেষ জীবনের লক্ষ্যস্থির করতে চলেছেন আপনি। আপনার জন্য খুবই সুসংবাদ, কিন্তু ভেবে দেখবেন যা করার সাধ্য আছে তাই করতে চাচ্ছেন তো, নাকি সাধ্যের বাইরে সাধ নিয়ে ব্যস্ত। বেশি কাজ করে ব্যর্থ হয়ে হতাশ হওয়ার চেয়ে ভেবেচিন্তে কাজ করে সচল থাকা ভালো নয় কি? তবে আজ আপনার নক্ষত্র বলছে নতুন করে সম্পর্কে জড়াতে যাচ্ছেন। এবার আর আগের মতো একগুঁয়েমি করে সম্পর্ক নষ্ট করবেন না। সন্ধ্যায় একসঙ্গে কোথাও খেতে যান।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): আইনজীবী, ব্যাংকার আর শেয়ারহোল্ডাররা আজ সাবধান! কর্মস্থলে আজ ঝামেলা হতে পারে কিন্তু নিজের সততার জায়গা থেকে সরে দাঁড়াবেন না একচুলও। এতোদিনের শান দেয়া বুদ্ধি আজ কর্মক্ষেত্রে খাটান। আর বেশি কষ্ট করতে না চাইলে কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানে নিজের অলস টাকা বিনিয়োগ করুন। যদি আপনাকে কেউ বুঝতে পারে তবেই আপনার কপালে ভালোবাসা নামক আরাধ্য বস্তুটি ধরা দেবে। কারণ আপনি যেমন নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন তেমনি এও ভাবেন যে, কেউ আপনাকে বুঝে নেবে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): অফিসে ঢোকার সঙ্গে সঙ্গেই সহকর্মীদের বিভিন্ন কথার সামনে পড়বেন। মুহূর্তেই দিশেহারা হয়ে যেতে পারেন। কিন্তু নিজের সহজাত প্রবৃত্তিকে কাজে লাগান এবং চুপচাপ নিজের কাজটুকু করতে সোজা ডেস্কে চলে যান। আর যদি ব্যবসায়ী হোন তাহলে আজ শুধু হিসাব মেলান, লেনদেন আগামীকাল করলেও চলবে। প্রিয়জন সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আপনার যেমন আছে কাজ করার স্পৃহা, তেমনি আছে নতুন কাজের উদ্যোগ নেয়ার চেষ্টা। নিজের নতুন নতুন পরিকল্পনা খাতায় লিখে ফেলুন। পরে পরিকল্পনামাফিক কাজে নেমে যান। ব্যক্তিত্বের কারণেই আপনার ভালোবাসার সম্পর্ক নিয়ে নেই কোনো অহেতুক ঝামেলা। আপনার নক্ষত্রের গতিবিধি বলছে আজ বিয়ে বিষয়টি সম্পর্কের মাঝে চলে আসবে। নিজের খরুচে স্বভাবের জন্য আজ একটু টানাপোড়েনে থাকবেন যদিও দিনের শেষে অর্থপ্রাপ্তির সম্ভাবনা।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): পরিবারের কেউ আপনার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে মনোকষ্টে ভুগছেন। হুট করে রেগে যাওয়ার প্রবণতা কমাতে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। অত্যধিক কাজের চাপে আপনার জেরবার অবস্থা। এমনি প্রিয়জনের সঙ্গেও আজ ঝামেলা হতে পারে- ওই একই কারণে। তবে কর্মক্ষেত্রে আজ আপনার পদোন্নতি ঘটতে পারে। আপনি যে সেক্টরে ভালো, সেই সেক্টরেই আপনাকে কাজের জন্য পদোন্নতি করা হতে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): অন্যের সমস্যা কাঁধে নিয়ে ঝামেলা মেটাতে আপনার জুড়ি নেই। কিন্তু আজ অন্তত তা না করে নিজেকে একটু সময় দিন। কারণ আপনার ধৈর্য্য আর মেধাশক্তির কারণে কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। দীর্ঘদিনের কাজের চাপে আপনি শারীরিক এবং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। তাই প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে সেই বিপর্যস্ততা কমাতে চেষ্টা করুন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আপনাকে ঘিরেই সবসময় নানান গল্প চালু হয় চারপাশে। তারমানে আপনি খুব সহজেই অন্যের গল্পে পরিণত হন। আজ অন্যকে সুযোগ না দিয়ে নিজের মনোবলের ওপর সাহস রাখুন আর কর্মক্ষেত্রে সাহসিকতার সাথে কাজ করুন। কারণ আজ নক্ষত্র আপনার পক্ষে। নক্ষত্রই আপনাকে একান্ত সম্পর্কের বেড়াজাল থেকে বের করে নিয়ে আসবে। মন যা চায় তা-ই বলুন আজ। সারাজীবন মনে এক মুখে এক কথা নিয়ে সংসার করার চেয়ে এখনই মনের কথাটা বলে ফেলুন। অফিসে আপনার কাজের সমালোচনাকারীরা আজ চুপচাপ থাকবে। এই সুযোগে নিজের সর্বোচ্চ কাজটি নিয়ে বসের সঙ্গে দেখা করতে পারেন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আর্থিক টানাপোড়েনে অনেকদিন ধরেই ভুগছেন। সেই আর্থিক অবস্থা আজ আরো খারাপ হওয়ার সুযোগ রয়েছে। ব্যাংক থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে হতাশ না হয়ে যাচাই করে দেখবেন, কারণ ব্যাংকও ভুল করতে পারে। বিবাহিত হয়ে থাকলে আজ সঙ্গীকে নিয়ে রোমান্সের দিন। নিজেদের ফেলে আসা সোনালী দিনের কথা ভেবে নস্টালজিয়ায় ভুগতেই পারেন। সঙ্গীকে ভালো রাখতে এমন কিছু করেন যা এর আগে কখনো করেননি।
মিন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আজকের দিনটা শুরুই হবে গুমোট একটা আবহাওয়ার মধ্য দিয়ে। দিনের শুরুতে দু’একটা ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। পরিবারকে সময় দিন। অনাকাঙ্ক্ষিত সত্যি না এড়িয়ে মুখোমুখি দাঁড়ানোই ভালো। কর্মক্ষেত্রে আপনার রুটিন বদলে যাবে আজ। অবশ্য এতে আপনার ভালোই হবে। সময়সূচি পরিবর্তন করার যে কথাটা দীর্ঘদিন ধরে বসকে বলতে পারছিলেন না, তা না চাইতেই হয়ে যাবে।
https://www.facebook.com/profile.php?id=100003916133092
http://shapnopuron.blogspot.com/
https://www.facebook.com/banglanews26?skip_nax_wizard=true

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪

চর দখলের মতো ভোটকেন্দ্র ‘দখল’ হয়েছে: ফখরুল

উপজেলা নির্বাচনের প্রথম পর্বে এগিয়ে থাকা বিএনপি দ্বিতীয় পর্বের ভোট নিয়ে ব্যাপক অসন্তোষ জানিয়েছে।


বৃহস্পতিবার ১১৫টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে এই প্রতিক্রিয়া জানান।তিনি বলেন, “উপজেলা নির্বাচনে আজকে ভোটকেন্দ্র দখলের ঘটনার মাধ্যমে আওয়ামী লীগের স্বরূপ উন্মোচিত হয়েছে। তারা চর দখলের মতো স্থানীয় সরকারের একটি নির্বাচনকেও জবর দখল করেছে।”

বৃহস্পতিবারের নির্বাচনে ‘দখল’ হওয়া কেন্দ্রগুলোতে নতুন করে ভোট গ্রহণের দাবি জানান দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির মুখপাত্র।
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম পর্বে ৯৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্যেও অনিয়মের অভিযোগ তুলেছিল বিএনপি। ওই উপজেলাগুলোর মধ্যে ৪৫টিতে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়।
ফখরুল নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, ভোটকেন্দ্র ‘দখলের’ পরও আজ্ঞাবহ নির্বাচন কমিশন কার্যকর কোনো ভূমিকা গ্রহণ করছে না। আইনশৃঙ্খলা বাহিনীও নিরব দর্শকের ভূমিকায়।
“আমরা মনে করি, ভোটারবিহীন নির্বাচনে গঠিত অবৈধ সরকারেরর অধীনে কেবল জাতীয় নির্বাচনই নয়, কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।”
অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচনের দাবি তুলে ধরে ফখরুল বলেন, “অতিদ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আজ আমরা শহীদ জিয়ার মাজারে শপথ গ্রহণ করেছি, দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাব।”
দলের ভাইস চেয়ারম্যান সদ্য কারামুক্ত হাফিজ উদ্দিন আহমেদকে নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেয়ার পর নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।
হাফিজ তার জেলা ভোলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন উপজেলায় ভোটগ্রহণের অনিয়মের অভিযোগ জানান।
“সকাল থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী এক হয়ে ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। বিরোধী দলের সমর্থিত প্রার্থীর নেতা-কর্মী-সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেয়া হয়নি।”
 


যে সাতটি খাবার যৌন সক্ষমতা বাড়াবে


যে সাতটি খাবার যৌন সক্ষমতা বাড়াবে

http//banglanews26.com


sex-food-sbবাংলা নিউজ26 ডেস্ক :  এক পরিসংখ্যানে দেখা গিয়েছে মানুষ তার স্বাভাবিক জীবন যাপনে যে বিষয়গুলো নিয়ে বেশি চিন্তিত এবং হতাশ থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যৌনতা বিষয়ক ভাবনা। শারীরিক সুস্থতার যেমন দরকার আছে তার সাথে মানসিক সুস্থতাও প্রয়োজন। 

প্রভার ভিডিও আবার ইন্টারনেটে

প্রভার ভিডিও আবার ইন্টারনেটে

provaঅনেকদিন ধরেই অনেকটা পর্দার আড়ালে ছিলেন একসময়ের জনপ্রিয় টিভি অভিনত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় থেকে দুরে সরে ব্যস্ত ছিলেন স্বামী-সংসার নিয়ে। কিন্তু বেশিদিন আর আড়ালে থাকতে পারলেন না তিনি। আবারও আলোচনায় এসেছেন বিতর্কীত এই অভিনেত্রী।
ক্যারিয়ারের শুরুতেই নগ্ন ভিডিও প্রকাশ পেলে সর্বত্র ব্যাপক সমালোচনার মুখে পরেন প্রভা। এবার আরেকটি নগ্ন ভিডিও দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। নতুন এ ভিডিওটিতে মডেল প্রভার ড্রেস খোলার নতুন সিক্রেট ভিডিও ফাঁস হয়ে গেছে।
জানা যায়, প্রভার নতুন আরেকটি ভিডিও প্রকাশ করেছে ইউটিউব। তবে এটি ঠিক কবে রেকর্ড করা তা পরিষ্কার বুঝা যাচ্ছে না। এটি আপলোড করা হয়েছে কিছুদিন আগে। এতে দেখা যাচ্ছে- প্রভা একে একে তার পরনের শাড়ী খুলছেন।
প্রভার এ ভিডিও নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে। এর আগেই এ কান্ড ঘটানো প্রভা কথা দিয়েছিলেন এমন ভুল আর হবে না। এমনকি এক টকশোতে মা সহ হাজির হয়ে সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। এরই পরই প্রভার নতুন ভিডিও ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
banglanews26.com/ঢাকা/pintu

ক্যাম্পাসে সিনেমার অশ্লীল শ্যুটিং!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের সামনে বাণিজ্যিক সিনেমার শ্যুটিং নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে। ক্যাম্পাসের কার্জন হলে সিনেমার শ্যুটিং নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন।শিক্ষার্থীদের দাবি, পরীক্ষা চলাকালে হলের ঠিক সামনেই শ্যুটিংটি চলছিল এবং অশ্লীল গানের দৃশ্যায়নও করা হচ্ছিল। এটা শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্ন করবে।
জানা যায়,গত শনিবার সকালে বাণিজ্যিক ধারার ‘বন্ধু যে তুমি’ চলচ্চিত্রের কয়েকটি মারপিটের দৃশ্য ও গানের শুট নেয়া হয়। এক পর্যায়ে পরীক্ষার হলে দায়িত্বরত এক শিক্ষক এসে তাদের বাঁধা দেন। এ সময় কথাকাটাকাটি হলে ছাত্রদের তোপের মুখে তারা সরে যেতে বাধ্য হন। পরে ছাত্ররা এক পর্যায়ে কার্জন হলের সামনে করা সকল দৃশ্য মুছে ফেলার দাবিও জানান।

বাগেরহাটে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে পিটুনি, গৌরনদীতে প্রতিবন্ধীকে ধর্ষণ : কুবিতে ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
বাগেরহাটের চিতলমারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও মোবাইলে ছবি তোলার প্রতিবাদ করায় ছাত্রী ও তার ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত ওই স্কুলছাত্রী ও তার ভাইকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বরিশালের গৌরনদীতে এক মানসিক প্রতিবন্ধীকে বখাটেদের ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের জের ধরে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা। আমার দেশ-এর প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর :
কুমিল্লা (উত্তর) : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের জের ধরে অবস্থান ধর্মঘট করে কুবির শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ৯টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ কোটবাড়ীতে অবস্থান ধর্মঘট শুরু করে। এ সময় তারা কোটবাড়ী সড়কে যান চলাচল বন্ধ রাখে এবং কোটবাড়ী জাদুঘর মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সিএনজি চালকের বিচার ও ভাড়া কমানোর দাবিতে তাদের এই আন্দোলন। শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘটের প্রতিবাদে চাঙ্গিনী মোড়ে অবস্থান করে পাল্টা কর্মসূচি পালন করে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। দু’পক্ষের অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আইনুল হকের নেতৃত্বে প্রক্টোরিয়াল বডির সব সদস্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর দক্ষিণ থানার ওসি, ছাত্রনেতা মাহমুদুর রহমান মাসুমসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে সিএনজি মালিক সমিতির সভাপতি, স্থানীয় কাউন্সিলর ও ড্রাইভারদের উপস্থিতিতে ছাত্রদের দাবির প্রেক্ষিতে টমছম ব্রিজ-কোটবাড়ী রাস্তার ভাড়া ১৫ থেকে কমিয়ে ১২ টাকা, কোটবাড়ী থেকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া ১০ থেকে কমিয়ে ৫ টাকা করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে কুবির এক ছাত্রীর সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভার অশোভন আচরণ করাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি সিএনজি ভাংচুর করে।
বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও মোবাইলে ছবি তোলার প্রতিবাদ করায় ছাত্রী ও তার ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত ওই স্কুলছাত্রী ও তার ভাইকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর খালা রাহিলা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাঠিপাড়া গ্রামের মানসিক প্রতিবন্ধী হাসিনা বেগমের মেয়ে মিনারা (১৪) ও ছেলে রাসেল (১৮) দরিদ্রতার কারণে খালার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছে। মিনারা স্থানীয় নবপল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী (রোল নং-১)। একই গ্রামের এলেম উদ্দিন শেখের ছেলে হারেজ শেখ তাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েকবার সালিশি বৈঠকও হয়। এর জের ধরে বুধবার সকাল সাড়ে ৭টায় মিনারা স্কুলে যাওয়ার পথে কাঠিপাড়া ব্রিজের ওপর জোরপূর্বক হারেজ মোবাইলে তার ছবি তুলতে যায়। এতে মিনারা বাধা দিলে তাকে বেধড়ক মারপিট করে মাটিতে ফেলে দেয়া হয়। মিনারার চিত্কারে তার ভাই রাসেল ছুটে এলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় ভাই-বোন গুরুতর আহত হয়। আহত দুজনকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একটি প্রভাবশালী মহল ন্যক্কারজনক এ ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে এবং অভিযোগ না করতে নানা হুমকি দিচ্ছে বলে মিনারার পরিবার জানিয়েছে।
নবপল্লী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী হাজরা জানান, ঘটনার খবর শুনে তাত্ক্ষণিক তিনি আহত ছাত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান। নিন্দনীয় এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল পরিচালনা পর্ষদ জরুরি সভা আহবান করেছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য কাজী মাহাতাব হোসেন চান্নু জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।
তবে চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামে মঙ্গলবার রাতের আঁধারে অজ্ঞাত এক পাগলী (২৫)-কে ধর্ষণকালে হাতেনাতে ধরে ইউনুস হাওলাদার (৫৫) নামের এক বৃদ্ধকে গণধোলাই দিয়েছে জনতা। ঘটনা ভিন্নখাতে প্রবাহের জন্য গ্রামের একাধিক যুবকের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় গ্রামপুলিশ সরোয়ার হাওলাদার, মোকসেদ মীর, আবুল হাসানাতসহ একাধিক ব্যক্তি জানান, ওইদিন মধ্যরাতে স্থানীয় একটি কলই ক্ষেতে (খেসারির ক্ষেত) নিয়ে শাহজিরা গ্রামের বখাটে ইউনুস হাওলাদার অজ্ঞাত এক পাগলীকে ধর্ষণ করে। এ সময় গ্রামবাসী তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে স্থানীয়দের অনুরোধে ২০ বার কানধরে ওঠবস করিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ওই এলাকার একটি কুচক্রী মহল ইউনুস হাওলদারকে হাসপাতালে ভর্তি করে এলাকার একাধিক যুবকের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেতে গ্রামবাসী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

চরফ্যাশনে ৫০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ


 
 
 
 
 
 
 
 
 
ডেস্ক রিপোর্ট

ভোলার চরফ্যাশন উপজেলায় ৫০টি কেন্দ্র থেকে ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন আলমগীর মালতিয়া।

তিনি বলেন, বৃহস্ত্রতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরম্নর পুর্বেই চরফ্যাশনের ১১০টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে যেতে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বাধা দেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা। ৫০টি কেন্দ্রে এজেন্ট দিতে পারলেও এক ঘণ্টার মধ্যে সকল কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়।

জানা গেছে, আওয়ামী লীগ কর্মীরা কেন্দ্রের আশপাশের সড়কে পাহারা বসিয়ে ভোটারদের ভোট কেন্দ্রের প্রবেশ পথে ঢুকতে বাধা দিচ্ছে। তাদের হামলায় আহমদপুর, আবু বকরপুর, নীলকমল, জাহানপুর, আছলামপুরের আবুগঞ্জ, রসুলপুর, হাজারীগঞ্জ, চরকলমী, নজরম্নল নগর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

মাথাব্যথা দূর করুন মাত্র ৫ মিনিটে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে

মাথাব্যথা দূর করুন মাত্র ৫ মিনিটে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে


যারা নিয়মিত মাথাব্যথার সমস্যায় ভোগেন তারাই জানেন মাথাব্যথা কতোটা দুর্বিষহ যন্ত্রণার। একটি দিন মাথাব্যথা নিয়ে কাটানো অনেক বেশি কষ্টদায়ক। যারা এই যন্ত্রণা নিয়মিত সহ্য করেন তাদের কষ্ট বলে বোঝানো যাবে না। মাথাব্যথা যে কোনো কারণে হতে পারে। সাধারণত ঠাণ্ডা লাগলে কিংবা জ্বর হলে মাথাব্যথা হয়। আবার অনেকে মাইগ্রেনের সমস্যার কারণে মাথাব্যথায় ভুগে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় রোদ সরাসরি মাথায় পড়লে, টিপটিপ বৃষ্টি মাথায় পড়লে, অতিরিক্ত শব্দের কারণে, ঘুম কম বা বেশি হলে মাথাব্যথা শুরু হয়।

কেমন আছেন,কোথায় আছেন শ্রাবস্তী দত্ত তিন্নি?

কেমন আছেন,কোথায় আছেন শ্রাবস্তী দত্ত তিন্নি?

tinniএক ঝলমলে নক্ষত্রের মতন মিডিয়া জগতে প্রবেশ, রাতারাতি বনে যাওয়া দর্শকের হৃদয়ের রানী। রাতারাতি তারকা হয়ে যাওয়া তিন্নি কি বেসামাল হয়ে পড়েছিলেন নিজের তারকা খ্যাতিতেই? সমালোচকদের ধারণা তেমনই। আকাশচুম্বী জনপ্রিয়তা, ছোট পর্দা হতে বড় পর্দায় প্রবেশ, নেশায় আসক্তি, হিল্লোলের সাথে ডিভোর্স… শ্রাবস্তী দত্ত তিন্নির ক্ষেত্রে এইসবই এখন পুরনো সংবাদ। বহুকাল যাবত মিডিয়ার চোখের আড়ালে আছেন এই তারকা। কোথায় আছেন? আর কেমন আছেন?
শেষবার তিন্নির দেখা মিলেছিল ফেসবুকে। লম্বা বিরতি ভেঙে ২ও১৩ সালে ফেসবুকে নিজের একটি ছবি প্রকাশ করে ব্যাপকভাবে আলোচনায় আসেন শ্রাবস্তী দত্ত তিন্নি। ফেসবুকে তাঁর কঙ্কালসার ছবিটি সারাদেশে ভক্ত-দর্শক-সমালোচকদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছিল সে সময়ে। এখনও তাঁর ফেসবুক টাইমলাইনে সেই ছবিটিই দেখা যায়।