শনিবার, ১ মার্চ, ২০১৪

ঢাকা বারে আ.লীগ সমর্থকদের ভরাডুবি : সভাপতি মহসীন মিয়া, সম্পাদক মোসলেহ উদ্দিন

স্টাফ রিপোর্টার
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নীল প্যানেল।
সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যেই আইনজীবীদের এ নির্বাচনে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের। কেবল ছয়টি সদস্য পদে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী অ্যাডভোকেট সাইদুর রহমান মানিককে হারিয়ে ঢাকা বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) অ্যাডভোকেট মহসীন মিয়া।
আর সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম হারিয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট মোশাররফ হোসেনকে।
২০১৩-১৪ সালের নির্বাচনে ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জাতীয়তাবাদী-ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আইনজীবীরা এবং সভাপতিসহ ১২টি পদে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল বিজয়ী হয়েছিল।
এবার কোষাধ্যক্ষ পদে সাদা প্যানেলের প্রার্থী ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলায় শনিবার আবারও গণনা করে
ফল ঘোষণা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সবুর জানান। বুধবার সকাল ৯টা থেকে দু’দিন ভোটগ্রহণের পর গতকাল দুপুরে গণনা শেষে ফল ঘোষণা করেন তিনি।
সমিতির ২৫টি পদের বিপরীতে এবার রেকর্ড ৭১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ১৪ হাজার ৩১০ জন ভোটারের মধ্যে আট হাজার ১৭৫ জন ভোট দিয়েছেন অর্থাত্ ভোট পড়েছে ৫৭ শতাংশের কিছু বেশি।
সভাপতি পদে বিজয়ী মহসীন পেয়েছেন ৪ হাজার ৩৮৮ ভোট আর মানিক পেয়েছেন ৩ হাজার ১৯০ ভোট। আর সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জসীম জয় পেয়েছেন মাত্র দশ ভোটে। তার ৩ হাজার ৬ ২৬ ভোটের বিপরীতে পরাজিত প্রার্থী মোশাররফ পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট।
সমিতির সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল করিম নিজাম, সহ-সভাপতি পদে জহির রায়হান জসিম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদের আবু ইউসুফ সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান রঞ্জু, লাইব্রেরি সম্পাদক পদে আহমদ উল্যাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আলম লাকী ও দফতর সম্পাদক পদে শহীদ গাজী জয়ী হয়েছেন।
তারা সবাই জাতীয়বাদী-ইসলামী মূল্যবোধ সমর্থিত নীল প্যানেলের প্রার্থী। কোষাধ্যক্ষ পদেও নীল প্যানেলের মো. শামসুজ্জামান সাদা প্যানেলের মকবুল হোসেনের চেয়ে এগিয়ে আছেন। ১৫টি সদস্য পদের মধ্যে ৯টিতে বিজয়ী হয়েছেন জাতীয়বাদী সমর্থকরা। বাকি ৬টি পদে আওয়ামী লীগ সমর্থকরা জয়ী হয়েছেন।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন