বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

দেখা গেল উড়ন্ত সাপ

দেখা গেল উড়ন্ত সাপ

171আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিসগড়ে দেখা মিলল মহাভারত যুগের উড়ন্ত সাপের। ইংরেজিতে বৈজ্ঞানিক নাম, ক্রাইসোপিলিয়া। খুবই বিষাক্ত। ছোট-খাটো দূরত্ব উড়েই অতিক্রম করতে সক্ষম। মাটি থেকে ৩০-৪০ ফুট উঁচুতে ‘এস আকৃতিতে’ অনায়াসে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়তে পারে কয়েক ফুট লম্বা তক্ষক প্রজাতির এই সাপ। এই উড়ুক্কু সাপের সন্ধান মিলেছে ছত্তিসগড়ের বস্তার জেলার বাইলাডিলার দুর্গম পাহাড়ে।

বাংলাদেশ চলচ্চিত্র ও অডিও-ভিডিও প্রকাশনা সমাধান

ক্যাপশন যুক্ত করুন


বাংলাদেশ চলচ্চিত্র ও অডিও-ভিডিও প্রকাশনা সমাধান
       
একটা প্রবাদ আছে যে ,বাংলাদেশে কৃষক এর চেয়ে সংগীত শিল্পি বেশী । আসলে সেটা সত্যি কথাই ছিল । এ
ছাড়াও ছিল হাজার হাজার গীতিকার ও সুরকার । আজ তারা কালের শ্রোতে দিন দিন অতল গভীরে তলিয়ে যাচ্ছে ।