শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪

জেনেনিন প্রেমে সফল হওয়ার টিপস

জেনেনিন প্রেমে সফল হওয়ার টিপস

love_tipa-sbডেস্কঃ বাধা মানে না প্রেম, প্রেম মানে না কোনো দিক নির্দেশনা, মানে না কোনো উচুতে-নিচুতে ভেদাভেদ। আর এই ভালোবাসা পাওয়ার জন্য যতো যুদ্ধ! আর এই যুদ্ধ জয়ে আপনাকে জানতে হবে কিছু কৌশল।

বসন্তে মনের মানুষের মনযোগ আকর্ষণের উপায়

বসন্তে মনের মানুষের মনযোগ আকর্ষণের উপায়

187ঢাকা: বসন্তের আগমনে বন্ধুরা যখন রঙিন, তখন কি আপনার চোখে সে রং ধরা দিচ্ছে না? আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে হিসাব কষে দেখলেন, অন্যদের তুলনায় আপনি খারাপ নন কোনোমতেই। ছেলে হিসেবে আপনি যথেষ্ট হ্যান্ডসাম বলেই মনে করেন নিজেকে। কিন্তু সে তুলনায় বিশেষ মানুষের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ। তাহলে মনের মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন কিভাবে? এ লেখায় দেওয়া ১৩টি পয়েন্ট ধরে অগ্রসর হোন। এবার বসন্তেই দৃষ্টি আকর্ষণ করুন আপনার মনের মানুষের।
১. সতর্ক পদক্ষেপে কাছে যাওয়া
দৃষ্টি আকর্ষণের জন্য সতর্ক পদক্ষেপ ও সম্মান প্রকাশ করে তার কাছে যেতে হবে। কখনোই তার সামনে লাফিয়ে গিয়ে তাকে ডাকনাম বা বেবি, সেক্সি ইত্যাদি উপনামে ডাকা যাবে না। তাকে কোনো কথা বলার আগে কিছুক্ষণ চিন্তা করে নিন, আপনি কি বলতে চাইছেন, এর ফলাফলই বা কি হতে পারে।
২. চোখে চোখ রাখতে ভুলবেন না
যখন আপনার প্রিয় সেই মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন, তখন অবশ্যই তার চোখে চোখ রাখবেন। এটা শুধু তার প্রতি আপনার আকর্ষণই প্রকাশ করবে না, এটা তার সঙ্গে যোগাযোগও ঘটিতে দেবে। এমনকি অনেক দূর থেকেও এটা কাজে লাগতে পারে।
৩. আপনার হাসি
আপনার হাসি কোনো নারীকে আপনার রসবোধ সম্পর্কে ধারণা দিতে পারে। অনেক সাক্ষাৎকারে দেখা গেছে, নারীরা হাসি পছন্দ করে। এ ছাড়া যারা তাদের হাসাতে পারে তারাও নারীদের প্রিয় হয়।
৪. নজর কাড়বে আপনার পোশাক
আপনার পোশাকের দিকে কিছুটা মনযোগ দিলে তা নিঃসন্দেহে প্রিয় মানুষের নজর কাড়বে। আপনি কতটা রুচিসম্মত পোশাক পরতে পারেন তা কিন্তু অনেকেরই পর্যবেক্ষণের বিষয়।
৫. স্বাতন্ত্র বজায় রাখুন
সবাই যেমন করে, ঠিক সেভাবেই যে আপনাকে মনের ভাব প্রকাশ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি স্বাতন্ত্র বজায় রেখে নিজের মতো করে কোনো অনন্য উপায়ে তাকে ভালোবাসার কথা জানাতে পারেন, তাহলে তা অবশ্যই যোগ করবে নতুন মাত্রা।
৬. স্পর্শে সতর্কতা অবলম্বন করুন
এ বিষয়টা নির্ভর করে আপনি তার ওপর কতটা স্বাচ্ছন্দ্য। যদি স্বাচ্ছন্দ্য না হন, তাহলে এদিকে অগ্রসর না হওয়াই ভালো।
৭. তার দিকে বিশেষ মনযোগ দিন
অনেক মানুষের সঙ্গে আপনি ভালো হলেও তার প্রতি বিশেষ মনযোগ দিন। তার প্রতি আপনি কতটা মনযোগ দিচ্ছেন এটা মেয়েরা ঠিকই বুঝতে পারে।
৮. রসবোধ ব্যবহার করুন
নারীদের জিজ্ঞাসা করে জানা গেছে, অধিকাংশ সময়ই তারা পুরুষদের মাঝে খুঁজে বেড়ায় রসবোধ কিংবা ‘সেন্স অফ হিউমার’। এ বিষয়টির গুরুত্ব কাউকে বুঝিয়ে বলার কিছু নেই। আপনি যদি কোনো মেয়েকে হাসাতে পারেন, তাহলে ধরে নিন আপনার কাজ অনেক সহজ হয়ে গেল।
৯. নারীর প্রতি সম্মান করুন
অধিকাংশ নারীই মনে করেন, এখন নারীর প্রতি আগের মতো সম্মান করেনা মানুষ। তার সেই ধারণা ভেঙে দিন। তার প্রতি উপযুক্ত সম্মানের সঙ্গে আচরণ করুন।
১০. আত্মবিশ্বাসী ধীর পদক্ষেপে এগিয়ে যান
ছেলেরা যেমন নারীর মধ্যে আত্মবিশ্বাস আশা করে, ঠিক তেমনি মেয়েরাও ছেলের মধ্যে আশা করে আত্মবিশ্বাস। তার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসী ছেলেরাই মেয়েদের মন পায়।
১১. শ্রোতা হয়ে উঠুন
প্রত্যেক মেয়েই এমন ছেলে চায়, যে তার কথা মনযোগ দিয়ে শুনে। এটা যদি আপনার কাছে তেমন আকর্ষণীয় বিষয় না হয়, তারপরেও তার কাছে এর অপরিসীম গুরুত্ব থাকতে পারে।
১২. নিজগুণে আকর্ষণ করুন
আপনি যদি নিজের কোনো গুণ দিয়ে প্রিয় নারীকে আকর্ষণ করতে পারেন তবে তার মতো বিষয় আর দ্বিতীয়টি পাবেন না।
১৩. অনুকরণ নয়, আত্মনির্ভরশীল হোনকোনো মেয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় আপনার পদক্ষেপ হবে আপনার মতো আত্মবিশ্বাসী। এখানে অন্য কাউকে অনুকরণ করলে তা কাজে নাও আসতে পারে।

বাংলা নিউজ 26.com /সানজানা

পর্ণগ্রাফি আসক্তি যে ৭টি মারাত্মক ক্ষতি করে একজন পুরুষের!

পর্ণগ্রাফি আসক্তি যে ৭টি মারাত্মক ক্ষতি করে একজন পুরুষের!

guy-watching-porn-sbনেট ডেস্কঃ তরুন প্রজন্ম বর্তমানে পর্ণগ্রাফি আসক্তির ভয়াল নেশায় মত্ত হয়ে আছে। টিন এজার থেকে শুরু করে অনেক মধ্য বয়সী পুরুষও পর্ণগ্রাফি আসক্তিতে ভুগছেন। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তাদের গবেষণায় পর্ণগ্রাফি আসক্তিকে তেমন ক্ষতিকর নয় ব্যাখ্যা দিলেও এর আছে দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব।

মৃতদের সঙ্গে চ্যাট করুন স্কাইপিতে

মৃতদের সঙ্গে চ্যাট করুন স্কাইপিতে

188এবার থেকে মৃত মানুষদের সঙ্গেও কথা বলা যাবে স্কাইপিতে। যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট নিয়ে আসছে এমনই এক ভার্চুয়াল ব্যবস্থা যার দ্বারা প্রিয় মৃত মানুষটির সঙ্গে স্কাইপিতে কথা বলতে পারবেন আপনি।
ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজির এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই ওয়েবসাইটের নাম ‘ইন্টার্নি ডট মি’।
জানা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো মানুষের মৃত্যুর পর তাকে ডিজিটালি পূণর্গঠন করা যাবে। সেই মানুষের জীবিত অবস্থার চ্যাট লগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য, ছবি, ই-মেইলের সাহায্যে সেই মানুষের স্মৃতি ও তার আদব কায়দা বানানো যাবে।
ওয়েবসাইটটি জানাচ্ছে, একজন মৃত ব্যক্তির জীবদ্দশায় সৃষ্ট সমস্ত তথ্য সংগ্রহ করে জটিল কৃত্রিম ইন্টালিজেন্স অ্যালগরিদম ব্যবহার করে পূণর্গঠন করা হবে প্রিয় মানুষটিকে। সেখান থেকেই সৃষ্ট হবে নতুন চরিত্র। কথা বলা, তথ্য দেয়া, কোনো ব্যপারে পরামর্শ দেয়া সবকিছুই করতে পারবে এই ভার্চুয়াল চরিত্রটি। এটি এমন একটি স্কাইপি যে চ্যাট করবে অতীত থেকে।

বাংলা নিউজ 26.com /সানজানা

0
Share

যে ১০টি কথায় গলে যায় প্রেমিকার মন

যে ১০টি কথায় গলে যায় প্রেমিকার মন

192 
প্রিয় সঙ্গী বা প্রেমিক বা হাসবেন্ডের কাছ থেকে মেয়েরা শুধু ভালোবাসার আর প্রশংসার কথাই শুনতে চান। কি বললে যে ভালোবাসার মানুষটির চোখ-মুখ আনন্দে ঝিলমিলিয়ে উঠবে তার হদিস আজ দেওয়া হচ্ছে আপনাদের। সেইসঙ্গে বিশেষজ্ঞরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন, কেন মেয়েরা এসব কথা শুনতে এতো পছন্দ করেন। দেখবেন এসব কথায় আর মন্তব্যে তার রাগ, জেদ বা মন খারাপ কর্পূরের মতো মুহূর্তেই উবে যাবে। ব্যাপক গবেষণার পর বিশেষজ্ঞরা একটি বিষয়ে একমত হয়েছেন যে, ‘প্রেমিকের কাছ থেকে ভালবাসার মিষ্টি কথা শুনতে বিন্দুমাত্র বিরক্তি নেই মেয়েদের। তাদের যতোই বলবেন, তারা ততোই শুনতে চাইবে’।

এবার ধর্ষণ হল পুরুষ ।


বাংলা নিউজ 26.com

rape man প্রতিদিন ই পৃথিবী তার নতুন মহিমায় আবির্ভূত হচ্ছে।তবে কখনও তা স্বাভাবিক হলেও অনেক সময় আমাদের কাছে একটু অস্বাভাবিক হয়ে ওঠে। এতদিন গণধর্ষণের শিকার হয়ে এসেছেন কেবল নারীরাই। আর ধর্ষকের ভূমিকায় থেকেছে পুরুষ।

ইন্টারনেটের দাম কমছে শীঘ্রই

ইন্টারনেটের দাম কমছে শীঘ্রই Feb 15, 2014  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, তথ্যপ্রযুক্তির প্রসারে শিক্ষার্থীরা ল্যাপটপ কেনার ক্ষেত্রে ঋণসুবিধা পাবে। তারা আউট সোর্সিং করে যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে। 

রাজধানীর এক শিক্ষার্থীর আত্মহত্যা


রাজধানীর এক শিক্ষার্থীর 
আত্মহত্যা রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ এলাকায় দশম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলাবার দিবাগত রাতে আতিকিয়া গালিবা নামে ওই কিশোরী নিজ বাসায় আত্মহত্যা করে। বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কদমতলী থানা পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ ওই বাসার বাড়িওয়ালার ছেলে গালিবার সঙ্গে সম্পর্কের সূত্র ধরে তাকে ব্ল্যাকমেইল করতো। আর এ কারণেই গালিবা আত্মহত্যা করেছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেদীকে আটকের চেষ্টা চলছে। তাকে আটকের পর আত্মহত্যার কারণ জানা যাবে। 
 

অপহরণের অভিযোগে পুলিশ-সাবেক সেনাসহ আটক ৫

অপহরণের অভিযোগে পুলিশ-সাবেক সেনাসহ আটক ৫
সাভার প্রতিনিধি: ব্যবসায়ীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে জড়িত থাকার অভিযোগে ঢাকার আমিন বাজার এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যে সাভার থানা পুলিশের এক সদস্য, একজন সাবেক সেনাসদস্য ও পুলিশের এক সোর্সও রয়েছেন। শুক্রবার মধ্যরাতে র্যাবের অভিযানে তারা ধরা পড়েন। অভিযানে গুরুতর আহত হয়েছেন এক র্যা ব সদস্য।

সাভারের রানা প্লাজার ছবি বিশ্ব আলোকচিত্র পুরস্কারে

সাভারের রানা প্লাজার ছবি বিশ্ব আলোকচিত্র পুরস্কারে

rana-plaza-taslima-akhter
ঢাকা : ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় পুরস্কার জিতল সাভারের রানা প্লাজা ধসের পর মানবিক বিপর্যয়ের ছবি। আর স্মরণকালের ভয়াবহ ওই বিপর্যয়ের ছবি তুলে প্রেস ফটোর পুরস্কার জিতেছেন বাংলাদেশি দুই আলোকচিত্রী।
তাদের মধ্যে প্রথম নারী হিসেবে প্রেস ফটোর প্রতিযোগিতায় সংবাদভিত্তিক তালিকায় নারী আন্দোলনের সক্রিয় কর্মী তাসলিমা আক্তার একক আলোকচিত্র ক্যাটারিতে তৃতীয় হয়েছেন। একই তালিকায় আলোকচিত্র কাহিনী ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন আরেক ফটোসাংবাদিক রাহুল তালুকদার।
আজ শনিবার নেদারল্যান্ডসের আমস্টার্ডামে ওয়ার্ল্ড প্রেস ফটো-২০১৪ এর ফলাফল ঘোষণা করে আন্তর্জাতিক জুরি বোর্ড।