সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

ভালোবাসা আর বসন্তের জামা

ভালোবাসা আর বসন্তের জামা

ক্যাপশন যুক্ত করুন
206 
বসন্ত ও ভ্যালেন্টাইন ডে দোরগোড়ায়। ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের জন্য এবারের পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবসকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো ভিন্নমাত্রার পোশাকের সম্ভার সাজিয়েছে।

পতিতা পেশার ইতিহাস

পতিতা পেশার ইতিহাস

6পতিতা অর্থাৎ বেশ্যারা। এরা হলো সেই সমপ্রদায়ভুক্ত নারী যারা পুরুষকে যৌন সুখ ভোগ করতে নিজেদের দেহ দিয়ে আপনাদের জীবিকা অর্জন করে।
অবশ্য তারা যে কোনও পুরুষকে দেহ দানের বিনিময়ে নিজেদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করে, তা নয়। তারাও মানুষ- তাদেরও মন আছে, অভিরুচি আছে, ভাল-মন্দ বিবেচনা শক্তি।
তাই তাদের বিষয়ে অনেক কিছু সাধারণ মানুষের শিক্ষা করা উচিত। অনেক সময় যাদের সঙ্গে যৌন মিলন করতে পারে হাতে তাদের পয়সাও আছে, তবু তারা সেই লোককে ফেরৎ দেয়। কারণ সেই নারী তাকে পছন্দ করে না। যৌন মিলনে কিছুটা মনের মিলেরও প্রয়োজন হয়।

মেলায় ১৭ দিনে মোট বই এসেছে ১৪৯৭টি : সবচেয়ে বেশি কবিতার বই

মেলায় ১৭ দিনে মোট বই এসেছে ১৪৯৭টি : সবচেয়ে বেশি কবিতার বই

book fairঢাকা : অমর একুশে গ্রন্থমেলায় ১৭ দিনে মোট বই এসেছে ১৪৯৭টি। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে কবিতার বই, ৩৬৩টি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উপন্যাস ২৮৭টি ও গল্প ২০৯টি।
গত বছর এ সময়ে ১৭৯৭ বই এসেছিল। তার মধ্যে কবিতা, উপন্যাস ও গল্পের বই ছিল যথাক্রমে ৩৮৪, ৩২১ ও ২০৫টি। গত বছরের তুলনায় এবার কম এসেছে ৩শ’ বই।
এ প্রসঙ্গে লেখক মোহিত কামাল বাসসকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ওনশ্যাতের জন্য জঙ্গী সংগঠনগুলো যেভাবে দেশব্যাপী সহিংস ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছিল তাতে বই ব্যবসায়ীরা অর্থলগ্নি করতে ভয় পাচ্ছিল, তাই এবার বই কম এসেছে বলেই আমার মনে হয়। তারপরও যে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে পেরেছি এটা আমাদের বড় সাফল্য।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে খুব শিগগিরই অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও সর্বোচ্চ রায় কার্যকর হবে বলেও আসার বিশ্বাস।
লেখক মেলায় কাব্যগ্রন্থ বেশি আসা প্রসঙ্গে বলেন, প্রত্যেক ব্যক্তি যেমন তার মা’কে সবচেয়ে বেশি ভালবাসে, তেমনি কবিতা হলো ভাষার জননী। তাই ভাষাকে রপ্ত ও ভাষা নিয়ে চর্চা করতে কবিতার প্রতিই সবাই আগে ঝোঁকে। কিশোর বা তরুণ বয়সে কবিতা লেখেনি, এমন মানুষ খুব কমই আছে।
মেলার আজকের দৃশ্য
দুপুরের পর বৃষ্টি আর না আসায় আজ মেলায় প্রচুর পাঠক ও দর্শনার্থী এসেছে। গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত টানা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় মেলার সারা চত্বরই কাদায় মাখামাখি। বাংলা একাডেমি পর্যাপ্ত বালি দিয়েও সম্পূর্ণ চত্বরকে কাদামুক্ত করতে পারেনি। সন্ধ্যার পরও অনেক স্থানে পানি জমে থাকতে দেখা গেছে।
তারপরও বাঙালী ভাষার টানে ও প্রাণের উচ্ছ্বাসে ছুটে এসেছে মেলায়। কিনছে প্রয়োজনীয় বইটি। শুধু তরুণরাই নয়, সব বয়সী মানুষ এখন মেলায় এসে বই দেখছে ও কিনছে। কারণ মেলার আর মাত্র ১১ দিন আছে। তাই কর্মব্যস্ত মানষগণ যখনই সময় পাচ্ছেন, ছুটে আসছেন মেলায়।
নতুন বই
আজ মেলায় নতুন বই এসেছে ৫৮টি। এরমধ্যে বিষয়ভিত্তিক বইগুলো হলো গল্প-৬টি, উপন্যাস-৮টি, প্রবন্ধ-২টি, কবিতা-২১টি, গবেষণা-৩টি, ছড়া-২টি, শিশুতোষ-৭টি, জীবনী-১টি, রচনাবলী-১টি, মুক্তিযুদ্ধ-১টি, চিকিৎসা-১টি, রম্য/ধাঁধা-১টি এবং অন্যান্য-৩টি। মেলার নজরুল মঞ্চে আজ নতুন ১০টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মেলামঞ্চে
আজ বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় মাহমুদুল হকের কথাসাহিত্যে গদ্যশাসন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন রফিক কায়সার। প্রবন্ধ উপস্থাপন করেন আবু হেনা মোস্তাফা এনাম। আলোচনায় অংশগ্রহণ করেন আনিসুল হক এবং আহমাদ মোস্তফা কামাল।
সভাপতির বক্তব্যে রফিক কায়সার বলেন, রসময় বৈদগ্ধ্যে অনুনকরণীয় গদ্যশৈলীতে মাহমুদুল হক কথাসাহিত্য বয়ন করেছেন। ব্যক্তিÑ অভিজ্ঞতার নিগূঢ় অঙ্গণ থেকে জাতিসত্তার বৃহত্তর পরিসরকে ধারণ করে তাঁর সৃজনকর্ম আমাদের অনিঃশেষ উজ্জীবনের উৎসহ হয়ে আছে।
আগামীকালের অনুষ্ঠান
আগামীকাল বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে কবি মোহাম্মদ মাহ্ফুজউল্লাহ্, কবি দিলওয়ার এবং কবি খোন্দকার আশরাফ হোসেন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করবেন যথাক্রমে হাসান হাফিজ, মোস্তাক আহমদ দীন এবং অনু হোসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন কাজল বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র শেখর, সাহেদা আখতার এবং তারেক রেজা। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০.৩২
ক্যাপশন যুক্ত করুন

বাংলা নিউজ 26.com /লিমন
ক্যাপশন যুক্ত করুন

নায়িকা মৌসুমীর সেক্স ভিডিও নিয়ে তোলপাড়

নায়িকা মৌসুমীর সেক্স ভিডিও নিয়ে তোলপাড়

ক্যাপশন যুক্ত করুন
Mou_sex-sbবিনোদন ডেস্কঃ এবার ক্লিন ইমেইজ খ্যাত নায়িকা মৌসুমীর সেক্স ভিডিও নিয়ে তোলপাড় চলছে। গত নভেম্বর মাসের ১০ তারিখে ইউটিউবে ১ মিনিট ১১ সেকেন্ডের এ ভিডিওটি আপলোড করা হয়।
বর্তমানে এ ভিডিওটি দেখেছেন দুই লাখ ২০ হাজার ২০১জন অনলাইন দর্শক।
যৌন উত্তেজক এ ভিডিওটি ‘সেক্স কাটপিস’ হিসেবে তৈরি করা হতে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি আগে কখনো কোন ছবিতে প্রচার হয়েছে বলে কারো জানা নেই।
এদিকে মৌসুমির মতো একজন নামিদামি নায়িকা এভাবে সেক্সের দৃশ্যে ক্যামরা বন্দি হওয়ায় অনেকে বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছেন।
ভিডিওটি দেখার পর অনেকেই বিভিন্ন মিডিয়ায় মন্তব্য করেছেন, মৌসুমীর মতো নায়িকারাও টাকার জন্য ইজ্জত বিলাতে পারে।


বাংলা নিউজ 26.com /১৭.০২.২০১৪/ভাহিন

ক্যাপশন যুক্ত করুন

 

৭ বছরের শিশু ধর্ষণ : গ্রেফতার ১

৭ বছরের শিশু ধর্ষণ : গ্রেফতার ১

rape-sb
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে স্থানীয় মসজিদের ইমাম। এ অভিযোগে ওই ইমামকে এলাকাবাসী আটক করে গণধোলাইয়ের পর থানা পুলিশে সোর্পদ করেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজীরগাঁও পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ধর্ষকের নাম মো. সালাউদ্দিন। সে উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় রবিবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত শনিবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মো. সালাউদ্দিন তার মক্তবে পড়তে আসা ১ম শ্রেনীতে পড়ুয়া ৭ বছরের শিশুকে তার শয়ন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ধর্ষক ইমামকে আটক করে গণধোলাই দিয়ে মসজিদের একটি কক্ষে আটক করে রাখে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষক ইমাম সালাউদ্দিনকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে।
সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা গ্রহন করা হয়েছে।

বাংলা নিউজ 26.com /ঢাকা/কু/পরান

সুন্দর ত্বকের জন্য ৫টি দারুণ খাবার

সুন্দর ত্বকের জন্য ৫টি দারুণ খাবার

211
দেহের সুস্থতার জন্যে আমরা কত কিছুই তো করে থাকি। আর এর প্রভাব অবশ্যই পড়ে ত্বকে। আর ত্বকের ক্ষেত্রে আমরা সবাই একটু বেশিই যত্ন বরাদ্দ করে থাকি। কিন্তু আপনি কি জানেন, যেসব নামী দামী প্রসাধনী আপনার ত্বকের উপকার করছে বলে ভাবছেন, সেগুলোর পার্শপ্রতিক্রিয়াটাই বেশি? সুন্দর ত্বকের জন্য এত কিছু প্রয়োজন নেই, প্রয়োজন কেবল সঠিক খাবারের। এমন কিছু খাবার, যেগুলো খাওয়া এবং ত্বকে মাখা উভয়ই বেশ উপকারী। এগুলো আপনার ত্বককে করে তোলে ভেতর থেকে উজ্জ্বল ও সুস্থ।
জেনে নিন সেই খাবারগুলো সম্পর্কে-

চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ জনকে ধর্ষণ

চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ জনকে ধর্ষণ

rape-sb 
কুইটোঃ চাকরির প্রতিশ্রূতি দিয়ে দিনের পর দিন ৩০ জন মহিলাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ইকুয়েডরের পুলিশ৷ ধৃতের নাম সেগান্দো ফেদেরিকো (৪৫)৷
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে৷ ২০১২ সালে ১১ বছর কারাবাসের পর জেল থেকে ছাড়া পায়৷ কিন্তু তারপরও ফিদেরিকো একই কাজ করে যাচ্ছিল৷
দারিদ্র পরিবারের মহিলাদের রোজগারের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করত বলে অভিযোগ৷ অবশেষে তল্লাশি চালিয়ে পুলিশ তাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে৷ তার বাড়ি থেকে মহিলাদের ছবি এবং গোলমরিচের স্প্রে উদ্ধার হয়েছে৷

বাংলা নিউজ 26.com /১৭.০২.২০১৪/রাহিম

আল কায়দা নেতা জাওয়াহিরির কথিত বার্তা নিয়ে সংসদে আলোচনা : কূটনীতিকরা শিষ্টাচার বজায় না রাখলে সরকার কঠোর হবে

আল কায়দা নেতা জাওয়াহিরির কথিত বার্তা নিয়ে সংসদে আলোচনা : কূটনীতিকরা শিষ্টাচার বজায় না রাখলে সরকার কঠোর হবে

ডেস্ক রিপোর্ট



বাংলাদেশে কূটনৈতিক তত্পরতা চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার জন্য সংসদ থেকে হুশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শিষ্টাচার বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় সরকার কঠোর হতে বাধ্য হবে।
গতকাল জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এ নেতা এমন হুশিয়ারি দেন। কূটনীতিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নির্বাচন হয়েছে পাঁচ বছরের জন্য। কিসের মধ্যবর্তী নির্বাচন? বাংলাদেশ স্বাধীন দেশ। এদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না।’ শেখ সেলিম বলেন, ‘নির্বাচনের পর বিএনপি নেত্রীর সঙ্গে চারবার সাক্ষাত্ করেছেন। এসব সাক্ষাত্ করে কী এমন রাষ্ট্রীয় কাজ করেছেন? ষড়যন্ত্র করবেন না, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। শেখ সেলিম বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। শিষ্টাচার বজায় রেখে কাজ করুন, নচেত্ আমরা কঠোর হতে বাধ্য হবো।
বাংলাদেশ নিয়ে আল কায়দা প্রধান আইমান আল জাওয়াহিরির অডিও বার্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আল কায়দাপ্রধান জাওয়াহিরির অডিও বার্তা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করি।’ তিনি দাবি করেন, ‘এ বার্তায় যে কথা বলা হয়েছে তা জামায়াতে ইসলামীর কথার মতোই। তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। বিএনপি-জামায়াত তালেবানের দোসর। আগে তারা যে কথা বলেছে, তাদের কথার সঙ্গে জাওয়াহিরির কথার মিল আছে।’ বলা হয়েছে- ‘বাংলাদেশ একটি বৃহত্ কারাগার। বাংলাদেশে মুসলমানদের
গণহত্যা করা হয়েছে। এসব কথা আগে খালেদা জিয়া বলেছিলেন। খালেদা জিয়া জাওয়াহিরির কাছে এসব তথ্য পাঠিয়েছেন’ বলে তিনি অভিযোগ করেন।
শেখ সেলিম বলেন, ‘বাংলাদেশের মানুষ সত্যিকারভাবে ধর্মপ্রাণ। জাওয়াহিরির বক্তব্য মুক্তিযুদ্ধেরও বিরুদ্ধে। এ দেশের মানুষকে জঙ্গি বানানোর চেষ্টা করা হচ্ছে। যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই এ ধরনের কথা বলতে পারে। বিএনপি-জামায়াত- হেফাজত-তালেবান জঙ্গি সংগঠন। তারা কোনো গণতান্ত্রিক সংগঠন নয়।’ তিনি বলেন, গত বছর হেফাজতকাণ্ডের সূত্র ধরে এই বার্তায় রাজপথে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে সরকারের বিরুদ্ধে। আর বাংলাদেশ সরকারকে অভিহিত করা হয়েছে ‘ইসলামবিরোধী, ধর্মনিরপেক্ষ সরকার’ হিসেবে।
তিনি বলেন, গত ৫ মে হেফাজতের সমাবেশের সময় চারদিকে আগুন লাগানো হয়েছে। বায়তুল মোকাররমে কোরআন পুড়িয়েছে। এ আগুন নাকি স্বেচ্ছাসেবক লীগের দেবাশীষ লাগিয়ে দিয়েছে। এম. কে. আনোয়ার একথা বলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করেছিলেন। নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। এখন নাকে খত দিয়ে উপজেলা নির্বাচনে এসেছে।
মতিয়ার দাবি জাওয়াহিরি তিনবার বাংলাদেশে এসেছিল
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইমকে উদ্ধৃত করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ২০০১-২০০৬ সালে যখন বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল তখন জাওয়াহিরি তিনবার বাংলাদেশে এসেছিল। সরকারি বদান্যতায় যে এটা হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, এই জাওয়াহিরি তাদের (বিএনপি-জামায়ত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার) তত্ত্বাবধানে তিন তিনবার বাংলাদেশে এসেছিল। জাওয়াহিরির বক্তব্য তখন এলো, যখন লেডি লাদেন খালেদা জিয়ার নির্বাচন বানচাল করার প্রতিরোধ করার কর্মসূচি ব্যর্থ হলো। এটা হলো মনোবল চাঙ্গা কর্মসূচির অংশ। বেগম সাহেব খেমা দেন। জাওয়াহিরি সাহেব—গেরিলা আমরা, আপনারা না। ওই ভাষণ পর্যন্ত! এটা বাংলাদেশ, রাজাকাররা হারবে, গেরিলারা জিতবে, বলেন মতিয়া চৌধুরী।
জামায়াত, শিবির ও হেফাজতে ইসলামকে নিয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি বলেন, শিগগিরই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে হবে। যেখানে জামায়াত-শিবির ও হেফাজত দাঁড়াবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পয়েন্ট অব অর্ডারের আলোচনায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, মাইন উদ্দিন খান বাদল, ফজলে হোসেন বাদশা প্রমুখ।
 

বাংলানিউজ26.com



 

ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ


কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ ঘটনা ও পরবর্তী মোবাইলে ভিডিও চিত্র ছড়ানোয় ধর্ষিত বিউটি (২৫) আত্মহত্যার মামলায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। লম্পট স্বামীর লম্পট বন্ধুদের ধর্ষণের শিকার বিউটি গত শুক্রবার রাত ৯টায় ক্ষোভে-লজ্জায় নিজের শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠায়। পর দিন শনিবার ধর্ষিতার ভাই মিঠুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

স্বার্থপর চেনার যত উপায়

স্বার্থপর চেনার যত উপায়

207 
ঢাকা : চলতি পথে অথবা কাজের পরিমণ্ডলে কত লোকের সঙ্গেই না আলাপ হয় আপনার। প্রথম দেখাতেই তো আর সব মানুষকে চেনা যায় না। নিজের স্বার্থটাকে বড় করে দেখেন এমন মানুষ কিন্তু কম নেই। এ ধরণের মানুষ আপনার ক্ষতির কারণ হতে পারে। এমন মানুষের কারণে জীবনের রঙও বিবর্ণ হতে পারে কখনো কখনো। তাদের চেনারও আছে কিছু উপায়। সে সব জানা থাকলে স্বার্থপরদের এড়িয়ে নিজের অবস্থান ঠিক রেখে তাদের সঙ্গে পাশাপাশি কাজ করতে পারেন আপনিও।

যে ৫ টি কারণে প্রেমের সম্পর্ক আপনার “স্বাস্থ্যের” জন্য ভালো

যে ৫ টি কারণে প্রেমের সম্পর্ক আপনার “স্বাস্থ্যের” জন্য ভালো

aneeshভালোবাসার ইতিবাচক-নেতিবাচক দিক নিয়ে চিন্তা করেন সবাই-ই। কারও কাছে জীবনটা খুব ভালো, কারণ তাদের জীবনে আছে একান্ত আপন একটি মানুষ। যারা সঙ্গীবিহীন তাদের কাছে আবার এই জীবনটাই একটু মন খারাপের। কিন্তু এটা কি আপনার জানা আছে, যে রোমান্টিক একটি সম্পর্কে জড়ালে আপনার শুধু মনই নয়, বরং স্বাস্থ্যও ভালো থাকবে? মোটেও হেলাফেলার বিষয় নয় এটা। দেখে নিন প্রেমের সম্পর্ক কি কি উপায়ে আপনার স্বাস্থ্য ভালো করে দিতে পারে।

১) মানসিক সমস্যা কম হবে

প্রেমিক বা প্রেমিকার সাথে মানুষ প্রায়ই ঝগড়া করে। একই কথা বিবাহিত দম্পতিদের জন্যেও প্রযোজ্য। কিন্তু এর পরেও সম্পর্কে জড়িত মানুষের মানসিক অবস্থা থাকে অন্যদের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে ভালো। এমনকি যারা সম্পর্কে তেমন আন্তরিক নন তাদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক সমস্যা বেশ হতে দেখা যায়। সুতরাং সম্পর্কে জড়ালেই হবে না, সম্পর্কে থাকতে হবে আন্তরিক। তবেই মানসিক স্বাস্থ্য থাকবে চমৎকার। নারীপুরুষ উভয়ের ক্ষেত্রেই এ সুবিধা রয়েছে।

২) ব্যাথা কম হয়

“লাভ ইজ পেইন” বা “ভালোবাসা যাতনা” যারা বলেন, তাদের মতামত পরিবর্তন করার সময় এসেছে। কারণ সত্যিকারের ভালোবাসার অনুভূতি পারে ব্যাথার অনুভূতিকে ভোঁতা করে দিতে। ভালোবাসার মানুষটির প্রতি মনোযোগ দিলে তাদের ব্যাথার অনুভূতি অনেকটাই কমে যায়।

৩) স্ট্রেস কমে যায়

আমাদের অনেক রোগের পেছনে লুকানো কারণ হলো স্ট্রেস। স্ট্রেসমুক্ত জীবনে অনেক রকমের রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। আর এটা তো ধরেই নেওয়া যায় যে পারস্পরিক সমঝোতা থাকলে একটা সম্পর্কে স্ট্রেস অনেক কম থাকবে এবং সার্বিকভাবে জীবনের স্ট্রেসও কম হবে। আসলেই তাই। রীতিমত গবেষণা থেকে প্রমাণিত একটি বিষয় হলো, শান্তিপূর্ণ একটি সম্পর্কে থাকলে মানুষের জীবনের স্ট্রেসও কম হয় এবং শরীর ভালো থাকে। একজন মানুষ যখন স্ট্রেসে থাকে তখন তার সঙ্গী তাকে মানসিক সহায়তা দেয় এবং এভাবেই মন অনেকটা ভালো করে দেয় সম্পর্ক।

৪) দীর্ঘায়ু লাভ

যেসব মানুষ বিবাহিত এবং তাদের সঙ্গীর সাথে বসবাস করেন তাদের আয়ু দীর্ঘ হয়ে থাকে অন্যদের তুলনায়। একাকী জীবনযাপন করতে থাকা মানুষ বা বিচ্ছেদ হয়ে গেছে এমন মানুষের আয়ু কম হয়ে থাকে।

৫) আনন্দ

প্রথম প্রথম প্রেমে পড়ার পর এবং সম্পর্কে জড়ানোর পর মানুষ মোটামুটি ঢোল পিটিয়ে জাহির করতে থাকে যে তার একজন ভালোবাসার মানুষ আছে এবং এতে সে কতোই না সুখি! এটা কিন্তু আসলেও সত্যি যে মানুষ যদি সত্যি সত্যি প্রেমে পড়ে, তবে সে এমনিতেই থাকে আগের চাইতে অনেক বেশি হাসিখুশি। আর জীবনে আনন্দ থাকার কারণে এসব মানুষের স্বাস্থ্যও থাকে সার্বিকভাবে ভালো।

বাংলা নিউজ 26.com /ঢাকা/কু/মামুন


আপনার ব্যক্তিত্ব কেমন? জেনে নিন আপনার ঘুমের অবস্থান থেকে

আপনার ব্যক্তিত্ব কেমন? জেনে নিন আপনার ঘুমের অবস্থান থেকে

sleep
জন্ম তারিখ, রাশি এসব থেকে তো একেক মানুষের ব্যক্তিত্ব অনেকটাই বলে দেওয়া যায়। কিন্তু আপনি কি জানেন, আপনি বিছানায় যেভাবে এদিক-ওদিক ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে যান, সেই ভঙ্গিমা দেখেও বলে দেওয়া যায় আপনার ব্যক্তিত্ব? জীবনের একেক সময়ে মানুষের মনের অবস্থা একেক রকম থাকতে পারে, এর অপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে আপনার ঘুমানোর অবস্থান। না, আমরা বলছি না। বলছেন বিজ্ঞানীরা। আসুন দেখে নেই,ঘুমের ভঙ্গিমা কী বলছে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে!

পঞ্চম দফার উপজেলা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে

পঞ্চম দফার উপজেলা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে

ecঢাকা : নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের ধারাবাহিকতায় চলতি সপ্তাহে পঞ্চম দফায় তফসিল দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, চলতি সপ্তাহে তফসিল দিয়ে মার্চে উপজেলা নির্বাচন শেষ করা হবে। সামান্য কিছু বাকি থাকলে এইচএসসি পরীক্ষার পর সেগুলো করা হবে।
উপজেলা নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের আগে ও পরেসহ মোট ৫ দিন সেনা মোতায়েন থাকবে।
আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে সিইসি বলেন, উপজেলাগুলোতে আইন শৃংখলা ভালো। এখন পর্যন্ত কোন সহিংসতা হয়নি। গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী আমরা আশা করছি কোন সহিংসতা হবে না।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, উপজেলাগুলোতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে ব্যব¯’া নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের আমরা নির্দেশ দিয়েছি।
বিভিন্ন উপজেলায় আচরণবিধি লংঘনের অভিযোগ এবং বিএনপি প্রার্থীদের হয়রানির বিষয়ে তিনি বলেন, অনেক রাজনৈতিক বক্তব্য আসছে। আমরা বলেছি, সুনির্দিষ্টভাবে রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে।
১৭.২১/

বাংলা নিউজ 26.com /হাবিব                     

বিয়েতে অনিদ্রা দূর বিদ্যার

বিয়েতে অনিদ্রা দূর বিদ্যার

bidda-sb 
মুম্বাইঃ এখনো বিয়ে করে
ননি, তবে অনিদ্রায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য সুখবর। বিয়ে করলেই অনিদ্রা সেরে যাবে আপনার। কী বিশ্বাস হচ্ছে না, তাই না? তাহলে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের মুখেই শুনুন। বিয়ে করার পর নাকি অনিদ্রাই সেরে গেছে লেডি খানের।
বাবা-মায়ের সংসারে প্রায় রাতই নাকি জেগেই কাটিয়েছেন বিদ্যা। কখনও নতুন ছবির চিত্রনাট্য পড়ে, টেলিভিশন দেখে কিংবা বন্ধুদের সঙ্গে ক্ষুদেবার্তা আদান প্রদান করে। তবে বিয়ের পরেই এই অনিদ্রা সেরে গেছে বিদ্যার। ২০১২ সালে চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিয়ে হয় ৩৬ বছর বয়সী বিদ্যার।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, “আমি এখন ১২টা বা এর কাছাকাছি সময়েই ঘুমিয়ে পড়ি। আমার স্বামী সিদ্ধার্থ অনেক তাড়াতাড়ি শোয়। সে সকাল সকাল ঘুমায় আবার ওঠেও তাড়াতাড়ি। নতুন বাড়িতে আমরা মাত্র দুজন থাকি। তাই সিদ্ধার্থ ঘুমানোর পর আমার আর টিভি দেখা হয় না, আবার জেগে থাকতেও ভালো লাগে না। তাই বিয়েই যে আমার অনিদ্রা করেছে, এটা বলা ভুল হবে না।

বাংলা নিউজ 26.com /১৬.০২.২০১৪/ pintu

0
Share