মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪

বাড়ছে পুরুষাঙ্গের ক্যানসার

বাড়ছে পুরুষাঙ্গের ক্যানসার

219ঢাকা:প্রোস্টেট এবং অণ্ডকোষের ক্যানসারের তুলনায় পুরুষাঙ্গের ক্যানসারকে বিরলই বলা চলে। কিন্তু পুরুষদের ক্যানসার নিয়ে কাজ করে এমন দাতব্য প্রতিষ্ঠান অর্কিড দাবি করেছে, এ রোগ আর বিরল নয়। সম্প্রতি পুরুষাঙ্গের ক্যানসার আক্রান্তের সংখ্যা ২১ শতাংশ বেড়েছে। একারণে ব্রিটেনের পুরুষদের তারা নিয়মিত পরীক্ষা করানো এবং এর উপসর্গ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে।
অর্কিড এবং ব্রিটেনের পুরুষাঙ্গ ক্যানসার বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তারা এর ঝুঁকি এড়াতে সুনির্দিষ্ট কিছু পরামর্শও দিয়েছে।
যুক্তরাজ্যের ক্যানসার রিসার্চ সেন্টার জানিয়েছে, ব্রিটেনে এখন প্রতিবছর পুরুষাঙ্গ ক্যানসার আক্রান্তের ঘটনা ঘটছে প্রায় ৫০০। তবে প্রাথমিক অবস্থায় ধরতে পারলে এ রোগ সারিয়ে তোলার সম্ভাবনা অনেক বেশি থাকে।
এ ব্যাপারে অর্কিডের প্রধান নির্বাহী রেবেকা পোর্টা বলেন, ‘ভয়ঙ্কর এই ক্যানসারটিকে খুব কমই গুরুত্ব দেয়া হতো। কিন্তু এই গবেষণা দেখিয়েছে যে, এই ক্যানসারের হার বাড়ছে। অন্যান্য ক্যানসারের মতো এটি সচরাচর হয় না। তাছাড়াও পুরুষেরা আক্রান্ত হলে এটা নিয়ে খোলামেলা কথা বলতে খুব বিব্রত বোধ করে। ফলে এটা আক্রান্তকে বিচ্ছিন্ন ও বিষণ্ণ করে তুলতে পারে। এ কারণেই এ ব্যাপারে পুরুষদের সচেতন হওয়া জরুরি। এর লক্ষণ ও উপসর্গগুলো সম্পর্কে জানা উচিৎ। চিন্তিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে আশঙ্কা অনেকখানি কেটে যায়।’
অর্কিড জানায়, প্রাথমিক অবস্থায় চিকিৎসকরা এটিকে শনাক্ত করতে ব্যর্থ হতে পারেন অথবা যৌনরোগ বা ত্বকের সমস্যা বলে ভুল করতে পারেন। আর এই ভুলের কারণেই অনেক সময় সঠিক চিকিৎসা নিতে দেরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
গবেষক দলের একজন আসিফ মুনির এ ব্যাপারে বলেন, ‘প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারলে পুরুষাঙ্গের ক্যানসার সারিয়ে তোলা যায়। এর অপারেশন এখন সম্ভব। আর পুরুষাঙ্গ একদম অক্ষত রেখেই ক্যানসার সারিয়ে তোলা সম্ভব।’
তবে এ ক্যানসারের সঠিক কারণ এখনো শনাক্ত করা যায়নি। তারপরও সম্ভাব্য কয়েকটি কারণ নির্দেশ করেছেন গবেষকরা।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি): যৌনাঙ্গের আঁচিল/জড়ুলে এইচপিভি আক্রান্ত হলে পুরুষাঙ্গে ক্যানসার হওয়ার আশঙ্কা ছয় গুন বাড়ে। ইংল্যান্ড এবং ওয়েলশের পুরুষদের মধ্যে ১৯৭০ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময় এ ধরনের আঁচিল হওয়ার হার বাড়ছে। দেখা গেছে, ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময় এ ধরনের আঁচিল হওয়ার হার বেড়েছে ৩০ শতাংশ।
ধূমপান: ধূমপায়ী পুরুষদের এই ক্যানসার আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।
খৎনা না করা: দেখা গেছে, জন্মের পরপরই যেসব শিশুর খৎনা (ত্বকচ্ছেদ) করা হয় তাদের পুরুষাঙ্গ ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। খৎনা না করা থাকলে ভাঁজ হয়ে থাকা ত্বকে জীবাণু জমে ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
উপসর্গ
# পুরুষাঙ্গের গায়ে ব্যথাহীন পিণ্ড বা ঘা যা সারে না
# পুরুষাঙ্গ দিয়ে রক্ত পড়া
# সামনের ত্বকের ঠিক পেছনে লাল ফুসকুড়ি
# পুরুষাঙ্গের রঙ ধূসর হয়ে যাওয়া
# সামনের ত্বক টেনে পেছনে আনতে কষ্ট হওয়া
# সামনে উন্মুক্ত অংশ থেকে অস্বাভাবিক গন্ধ বের হওয়া
# ত্বকের রঙ অস্বাভাবিক হয়ে যাওয়া
# কুঁচকিতে রক্তরসের মতো ফেনা জমা হওয়া
বাংলা নিউজ 26.com /ঢাকা/কু/রাহিম

যেভাবে বুঝবেন আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে

যেভাবে বুঝবেন আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে


221ঢাকা:বর্তমানে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে অনেক বেশী। এবং প্রতিদিনই আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে আক্রান্ত রোগীর সংখ্যা। ধূমপান, সূর্যের রশ্মি, রাসায়নিক পদার্থ, বাড়তি ওজন সহ আরও নানান কারণে কান্সারে আক্রান্ত হতে পারেন যে কোনো মানুষ। জরিপে দেখা যায় সাধারণত প্রতি ৪ জন ক্যান্সারে আক্রান্ত রোগীর মধ্যে মারা যান ১ জন ব্যক্তি। কিন্তু চিকিৎসার অভাব ও অবহেলার কারণে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ জন পর্যন্ত।
অনেক সময় ক্যান্সারের লক্ষণ গুলো ভালো ভাবে না জানার কারণে শরীরে ছড়িয়ে পরে ক্যান্সার। যা বেশি মাত্রায় ছড়ানোর পর চিকিৎসা করে ভালো করা সম্ভব হয় না। ক্যান্সারের লক্ষণগুলোকে ভালো ভাবে জানলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার মাধ্যমে ক্যান্সারকে নির্মূল করা সম্ভব হয়। তাই আমাদের জানতে হবে ক্যান্সারের লক্ষণগুলোকে।
অতিরিক্ত মাত্রায় ওজন কমে যাওয়া
কোন কষ্ট না করেও ওজন কমতে থাকলে খুব খুশি হওয়ার কিছুই নেই। এটা হতে পারে ক্যান্সারের লক্ষণ। ডায়েটিং কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তন করে ওজন কমতে থাকলে সমস্যা নয়। সমস্যা হলো কোন প্রকার ডায়েটিং কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তন না করে ওজন কমতে থাকলে। এবং বেশি মাত্রায় কমতে থাকলে। অবশ্যই ডাক্তারের কাছে চেকআপের জন্য যাওয়া দরকার।
ক্রমাগত জ্বর এবং কাশি হওয়া
ঠাণ্ডা কিংবা ঋতু পরিবর্তনের সময় একটু আধটু জ্বর বা কাশি হওয়াকে আমরা কেউই পাত্তা দিই না। কিন্তু যদি টানা জ্বর উঠা এবং কাশি থাকা শুরু করে তবে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। কারন ক্রমাগত জ্বর ওঠা এবং কাশি হতে পারে ব্লাড ক্যান্সার, লিম্ফোমা, লিউকোমিয়ার লক্ষণ। ক্রমাগত জ্বর এবং কাশি থাকা অবহেলা করবেন না কখনোই।
অতিরিক্ত এবং প্রায়ই মাথা ব্যথা এবং মেরুদণ্ড ব্যথা হওয়া
মাইগ্রেনের কারণে অনেকেই মাথা ব্যথায় ভুগে থাকেন। ঠাণ্ডা লেগেও অনেকের মাথা ব্যথা হয়। কিন্তু একটানা অতিরিক্ত মাথা ব্যথা হওয়া ভালো লক্ষণ নয়। ডাক্তারের কাছে পরামর্শের জন্য চেকআপ করান। কারণ অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে ‘ব্রেইন ক্যান্সারের’ লক্ষণ। আবার একটানা বসে থাকলে পিঠ না মেরুদণ্ড ব্যথা হয় বলে আমরা মেরুদণ্ড ব্যথাকে পাত্তা দেই না। কিন্তু এটিও হতে পারে ক্যান্সারের লক্ষণ। সুতরাং অবহেলা না করে চেকআপ করান।
চামড়ার নিচে ফোলা বা দলা ভাব
ক্যান্সারের প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে শরীরের চামড়ার নিচে গুটি গুটি হয়ে ফুলে ওঠা বা দলা পাকানো গোটার মতো অনুভব করা। তবে এই গুটি গুলো বুক বা বুকের আশে পাশে অথবা যৌনাঙ্গে দেখা দিলে ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। শরীরের অন্যান্য অংশ যেমন হাত, পায়ে দেখা দিলে ভয়ের কিছু নেই।
অস্বাভাবিক রক্তপাত
কফ বা কাশির সাথে রক্ত যাওয়া ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া পস্রাব-পায়খানার সাথে রক্ত পরাও হতে পারে ব্লাডার ক্যান্সারের কারন। স্তন থেকে রক্ত পরা স্তন ক্যান্সারের লক্ষণ। এইসব লক্ষণ দেখার সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
শরীরের চামড়ায় পরিবর্তন
চামড়ায় ছোট ছোট দানা হওয়া কিংবা শরীরের চামড়ার মাঝে মাঝে রঙের পরিবর্তন, কোন কারণ ছাড়াই জখমের মত দাগ হওয়া সবই মেলানোমার লক্ষণ। অর্থাৎ চামড়ার ক্যান্সারের লক্ষণ। এইসব দাগ কিংবা পরিবর্তনের দিকে লক্ষ রাখুন। চামড়ায় কোনো ধরনের পরিবর্তনে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন।
খুব দ্রুত ক্লান্ত এবং অবসাদগ্রস্থ হয়ে পড়া
অনেক সময় কাজের ব্যস্ততায় কিংবা কাজের মধ্যে থাকলে আমরা ক্লান্তি বোধ করি। এমনকি মাঝে মাঝেই ক্লান্ত এবং অবসাদগ্রস্থ থাকি বলে এই নিয়েই কাজ করি। অনেক সময় বিস্রাম নেয়ার পরও এই ক্লান্তি দূর হয় না বলে আমরা ভাবি আমাদের পরিমিত বিশ্রাম হচ্ছে না। কিন্তু আমরা ভাবতেও পারি না এটিও হতে পারে ক্যান্সারের লক্ষণ। সামান্যতেই ক্লান্ত এবং অবসাদবোধ হওয়াকে অবহেলা না করে চেকআপের জন্য ডাক্তারের কাছে যান।
বাংলা নিউজ 26.com/ঢাকা/সাভার






atok-sha


শিশু ধর্ষক নূরে আলমকে গ্রেপ্তার


চট্টগ্রামঃ ৭ বছরের স্কুল পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে নূরে আলম শেখ (৩৫) নামে এক ধর্ষককে ঢাকায় গ্রেপ্তার করছে নগর পুলিশ।
সোমবার ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১২ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশের একটি দল।
বন্দরও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, নগরীর গোসাইল ডাঙ্গা মসজিদ গলির মো. ইসমাইল হোসেনের ৭ বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়েকে নূরে আলম গত ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় মসজিদ গলির পিছনে জনৈক শাহজাহান জমিদারের ভাড়া ঘরে নিয়ে ধর্ষণ করে।
পরে তাকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) ওয়ার্ডে চিকিৎসা দেয়া হয়।
তিনি আরো জানান, গত ৫ ফ্রেব্রুয়ারি ধর্ষিতার বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষক নূরে আলম শেখকে সোমবার ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে আসে। পরে তাকে আদালতে পাঠানো হয়।৭ বছরের স্কুল পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে নূরে আলম শেখ (৩৫) নামে এক ধর্ষককে ঢাকায় গ্রেপ্তার করছে নগর পুলিশ।
সোমবার ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১২ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশের একটি দল।
বন্দরও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, নগরীর গোসাইল ডাঙ্গা মসজিদ গলির মো. ইসমাইল হোসেনের ৭ বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়েকে নূরে আলম গত ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় মসজিদ গলির পিছনে জনৈক শাহজাহান জমিদারের ভাড়া ঘরে নিয়ে ধর্ষণ করে।
পরে তাকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) ওয়ার্ডে চিকিৎসা দেয়া হয়।
তিনি আরো জানান, গত ৫ ফ্রেব্রুয়ারি ধর্ষিতার বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষক নূরে আলম শেখকে সোমবার ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে আসে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
http://banglanews26..com/১৮.০২.২০১৪/ রাহিম





যে কারণে পাউরুটি খাওয়া আপনার জন্য ক্ষতিকর

যে কারণে পাউরুটি খাওয়া আপনার জন্য ক্ষতিকর
215অনেকেই সময় স্বল্পতার কারণে সকালের নাস্তায় ১/২ টুকরো পাউরুটি খেয়ে থাকেন। আবার অনেকেই ভাবেন পাউরুটি খেলে ওজন কমানো সম্ভব, সেকারণে নিয়মিত ২ বেলা পাউরুটি খেয়ে থাকেন। কিন্তু পাউরুটিকে যতটা স্বাস্থ্যকর খাবার বলে ধারণা করা হয় ঠিক ততোটা স্বাস্থ্যকর খাবার নয় এই পাউরুটি। বরং মোটামুটি অস্বাস্থ্যকর খাবার বলেই ধরে নেয়া যায় এই পাউরুটিকে! জেনে নিন সেইসব কারন যে কারণে পাউরুটি খাওয়া উচিৎ নয়।

পাউরুটিতে অনেক পুষ্টি অনুপস্থিত

পাউরুটি তৈরির সময় অনেক ধরনের পুষ্টি উপাদান বাদ দেয়া হয়। এতে পরিমিত ফাইবারও থাকে না। সাদা পাউরুটিতে আরও অনেক বেশিমাত্রায় পুষ্টি উপাদান অনুপস্থিত থাকে। সুতরাং পাউরুটি থেকে আসলে কোনো ধরনের উপকার পাওয়া যায় না। বাসায় বানানো সাধারণ রুটি অনেক বেশি পুষ্টিকর।

পাউরুটিতে অনেক বেশিমাত্রায় লবণ থাকে

খাওয়ার সময় মনে না হলেও পাউরুটিতে সাধারণ রুটির তুলনায় অনেক বেশি মাত্রায় ব্যবহার করা হয় লবণ। বাজারে যে সব পাউরুটি পাওয়া যায় তার প্রায় সবগুলোতেই থাকে অনেক লবণ এবং সোডিয়াম যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। বাসায় বানানো রুটি অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য।

পাউরুটি খেলে ওজন বাড়ে

কথাটি শুনতে আশ্চর্যজনক শোনালেও সত্যি যে পাউরুটি খেলে ওজন বাড়ে। কারণ পাউরুটিতে রয়েছে লবণ, রিফাইন্ড চিনি, প্রিজারভেটিভস। যারা ওজন কমানোর আশায় পাউরুটি খান তারা আজই পাউরুটি খাওয়া বন্ধ করুন।

পাউরুটি ক্ষুধার উদ্রেক করে

সকালের নাস্তায় ১/২ টুকরো পাউরুটি খেলে খুব দ্রুত তা হজম হয়ে যায়। সুতরাং এটি খুব দ্রুত ক্ষুধার উদ্রেক করে। বলতে গেলে পাউরুটি আপনার দেহের কোনো কাজেই আসে না। সুতরাং পাউরুটি খাওয়া বন্ধ করুন। এর চাইতে বরং রুটি খান, উপকার পাবেন।
বাংলা নিউজ 26.com/ঢাকা/সাভার

1
Share

প্রতি ১৪ জনের একজন নারী যৌন হয়রানির শিকার



 

rap-sb

প্রতি ১৪ জনের একজন নারী যৌন হয়রানির শিকার

লন্ডনঃ আগের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নারীরা তাদের প্রেমিক বা স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার হন৷ কিন্তু নতুন এক গবেষণা বলছে, এরা ছাড়া পরিবারের অন্য ঘনিষ্ঠ আত্মীয়দের হাতেও যৌন হয়রানির ঘটনা বহু নারীর জীবনে ঘটে থাকে৷
এই প্রথম পুরো বিশ্বে নারীর যৌন হয়রানি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে বুধবার৷ প্রতিবেদনের লেখকরা বলেছেন, তথ্যভাণ্ডারে গুরুত্বপূর্ণ কিছু ফাঁক থাকা সত্ত্বেও একটা ব্যাপার পরিষ্কার৷ আর তা হলো, নারীদের যৌন হয়রানির বিষয়টি এমন একটি সমস্যা যা বেশিরভাগ ক্ষেত্রেই এড়িয়ে যাওয়া হয়েছে এবং হচ্ছে৷
৫৬টি দেশের নারীদের সাক্ষাৎকার এবং বিভিন্ন ঘটনা তদন্ত করে গবেষকরা এই প্রতিবেদনটি তৈরি করেছেন৷ ৭.২ শতাংশ নারী যাদের বয়স ১৫ বছরের বেশি, তারা সাক্ষাৎকারে বলেছেন যে, জীবনে অন্তত একবার তারা যৌন হয়রানির শিকার হয়েছেন এবং সেই জঘণ্য কাজটি হয়েছে প্রেমিক বা স্বামী ছাড়াও পরিবারের অন্য আত্মীয়দের হাতে৷
যৌন হয়রানির ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় সাহারা অধ্যুষিত আফ্রিকায়৷ মহাদেশের মধ্যাঞ্চলে ২১ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকায় ১৭.৪ শতাংশ যৌন হয়রানির ঘটনা ঘটে৷ তবে আফ্রিকার এই হার আপনাকে বিস্মিত না করলেও উন্নত দেশ, যেমন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেরে পরিসংখ্যান চমকে দেবে৷ সেখানে নারীদের প্রতি যৌন হয়রানির হার ১৬.৪ শতাংশ৷
গবেষকরা দক্ষিণ এশিয়া, অর্থাৎ বাংলাদেশ ও ভারতে এ হার অত্যন্ত কম দেখেছেন, মাত্র ৩.৩ শতাংশ এবং উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এ হার ৪.৫ শতাংশ৷ এছাড়া পূর্ব ইউরোপের তিনটি দেশে যৌন হয়রানির মাত্রা কম৷ লিথুয়ানিয়া, ইউক্রেন এবং আজারবাইজানে এই হার ৬.৯ শতাংশ৷ পশ্চিমে এই মাত্রা অনেক বেশি, প্রায় ১১.৫ শতাংশ৷ আর উত্তর অ্যামেরিকায় যৌন হয়রানির মাত্রা আরো বিস্ময়কর, ১৩ শতাংশ৷
সাউথ আফ্রিকান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের সদস্য এবং এই প্রতিবেদনের প্রধান গবেষক নাঈমা আব্রাহাম জানান, গবেষণা থেকে এটাই বোঝা যাচ্ছে যে পুরো বিশ্বে নারীদের ক্ষেত্রে যৌন হয়রানি একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷
তিনি আরো জানান, ‘‘সঠিক তথ্য পেলে হয়ত দেখা যাবে কয়েকটি অঞ্চল, যেমন দক্ষিণ এশিয়ায় যৌন হয়রানি বা সহিংসতার মাত্রা আরো বেশি৷”
সংবাদ সংস্থা এএফপিকে একটি ই-মেলে গবেষণার সীমাবদ্ধতা সম্পর্কে জানিয়েছেন নাঈমা৷ তিনি বলেছেন, ইউরোপ, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, নর্থ অ্যামেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তথ্য সঠিক হলেও দক্ষিণ এশিয়া, উত্তর ও মধ্য আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের তথ্যগুলোতে অবশ্যই ফাঁক রয়েছে৷
বাংলা নিউজ 26.com /১৮.০২.২০১৪/ রানা
ক্যাপশন যুক্ত করুনh



যৌনজীবনকে আরও রোমাঞ্চকর করতে

যৌনজীবনকে আরও রোমাঞ্চকর করতে

6ডেস্কঃযৌনতা, স্বাভাবিক সুস্থতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। জীবনে এটির পরিমাণ পর্যাপ্ত পরিমাণে থাকলে বিশেষ কোনো রোগ আপনাকে হামলা করতে পারবে না। তবে যৌনজীবনকে যদি আরো রোমাঞ্চকর করতে চান, বেশ কিছু খাবার আপনাকে সাহায্য করতেই পারে। আপনাদের জন্য তেমনই কিছু খাবারের তথ্য।
(১) অ্যাভোকাডো খাওয়া যৌনতার জন্য বেশ উপযোগী। এ ছাড়াও এতে প্রচুর পরিমাণে অসম্পৃক্ত ফ্যাট বর্তমান এবং সম্পৃক্ত ফ্যাটের পরিমাণ একেবারেই কম। তাই এটি হৃৎপিণ্ড ও ধমনীর স্বাস্থের পক্ষে ভাল৷ হৃৎস্পন্দন সঠিক হলে সারা দেহে রক্তের সংবহন পর্যাপ্ত পরিমাণে হয়৷ তাই দুর্বল হৃদয়ের জন্যেও এটি বেশ কার্যকরী।
(২) আমন্ড বাদাম কিন্তু যৌনচাহিদা বাড়াতে সক্ষম। পুরুষদের ক্ষেত্রে এটি স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে। এ ছাড়াও এতে জিঙ্ক, সেলেনিয়াম, এবং ভিটামিন ই রয়েছে। জিঙ্ক কামশক্তি ও যৌন চাহিদা বাড়াতেও সাহায্য করে। এ ছাড়াও এতে বেশ কিছু খনিজ পদার্থ রয়েছে যা যৌন স্বাস্থ্য ও প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সক্ষম।
(৩) স্ট্রবেরি ফলিক অ্যাসিডের এক অন্যতম উৎস। এই জাতীয় উপাদান মহিলাদের প্রজননে সাহায্য করে এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে স্ট্রবেরী পুরুষদের স্পার্ম কাউন্য বাড়াতেও সক্ষম।
(৪) সামুদ্রিক মাছও কিন্তু কামশক্তি বাড়াতে সহায়ক। এটিও জিঙ্কের একটি উৎস যা লিবিডো বাড়াতে সক্ষম। এ ছাড়াও তৈলাক্ত মাছ হৃদয়ের জন্য অত্যন্ত উপযোগি।
(৫) লেটুস পাতাও এ বিষয়ে বেশ উপযোগী। গবেষণায় দেখা গেছে এতে বেশ কিছু উপাদেয় খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান। যে পারিপার্শ্বিক চাপের ফলে কামশক্তি বিঘ্নিত করে লেটুস পাতা তাদের পরিশুদ্ধ করে।
(৬) প্রজনন ক্ষমতা বাড়াতে ডুমুর অত্যন্ত উপযোগী। এতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার বর্তমান ফলে এটি শরীরে কাম উত্তেজনা বাড়াতে সক্ষম। এ ছাড়াও এটি হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করে।
(৭) লেবু জাতীয় ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড রয়েছে যা পুরুষের প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করতে সক্ষম।

বাংলা নিউজ 26.com /১৮.০২.২০১৪/mamun

কৃষকদের প্রতিবাদ : সরকারকে আলু উপহার দিতে এসেছি


‘সরকারকে আলু উপহার দেয়ার জন্য নিয়ে এসেছি। যে আলু উত্পাদন করতে খরচ হয় ৫ টাকা আর বিক্রি হয় মাত্র ১-২ টাকা দামে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে ‘আলুর কেন দাম নাই’- এই শ্লোগানে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোরসেদ আলী এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অর্থ নিয়ে খাদ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী আপনাদের মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ টাকা করে আলু কেনার ব্যবস্থা করেন। বিশ্বের অন্য সব দেশে কৃষি সংরক্ষণ করে সরকার। আর আমাদের দেশের সরকার এমন উদ্যোগ না নিয়ে ব্যস্ত থাকেন মারামারি নিয়ে।’বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দ্র বলেন, ‘আমাদের দেশে কৃষকদের উত্পাদিত ফসলসহ আলুর ন্যায্য দাম দিতে পারে না সরকার। আর তারা ভোটের সময় শুধু মুখে বলে কৃষিবিদ সরকার।’ তিনি বলেন, আগামী এক দুই মাস পর মুন্সিগঞ্জে নতুন আলু উঠবে। মুন্সিগঞ্জে আলুর উত্পাদন হয় প্রায় ৭ লাখ মেট্রিক টন। অথচ আলু সংরক্ষণ ব্যবস্থা আছে মাত্র ৪ লাখ মেট্রিক টনের।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষকের কাছ থেকে প্রতি কেজি ১-২ টাকা দরে কিনে ঢাকা শহরে ১০-১৫ টাকা দরে আলু বিক্রি হয়। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতির সহ-সভাপতি নুর রহমান সেলিম আক্ষেপ করে বলেন, ‘আলু চাষিদের কাছ থেকে যদি ন্যায্য দামে আলু কিনতে বা আলু সংরক্ষণ করতে ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের মতো মন্ত্রী চাই না।’ সমাবেশ শেষে বিভিন্ন এলাকা থেকে আশা কৃষকদের নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য মিছিল নিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে তারা তাদের নিজেদের কার্যালয়ে ফিরে যান।
বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোরসেদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, বাংলাদেশ কৃষক সমিতির সদস্য রোমান কানন আরা প্রমুখ।
 
 
/AAAAnij-add-2.g

রাজধানীতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ, জরিমানা



ক্যাপশন যুক্ত করুন
রাজধানীতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ, জরিমানা স্টাফ রিপোর্টার

http://banglanews26.blogspot.com/2014/02/blog-post_18.html
রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এতে ৯ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। গতকাল সকালে এ অভিযান চালানো হয়। জানা গেছে, সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চকবাজারের বড় কাটরার সাত নম্বর গলির দুটি কারখানায় অভিযান চালায়। অভিযানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, ফেসওয়াশ, নেইলপলিশসহ বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করা হয়েছে। পরে ভেজাল সামগ্রী রাখার দায়ে আবদুল মালেন নামে এক কারখানার মালিকসহ সংশ্লিষ্ট ৯ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
আর্থিক জরিমানার পাশাপাশি ওই কারখানা দুটি জব্দ করা হয়েছে।
বাংলা নিউজ 26.com
ক্যাপশন যুক্ত করুন
                            
 

দু’টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি : প্রথমবারের মতো সুযোগ পেল ভারতীয় কোম্পানি, ২০-২৫ বছর যাবত্ তেল-গ্যাস উত্তোলন করে বিক্রি করবে

দু’টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি : প্রথমবারের মতো সুযোগ পেল ভারতীয় কোম্পানি, ২০-২৫ বছর যাবত্ তেল-গ্যাস উত্তোলন করে বিক্রি করবে

স্টাফ রিপোর্টার
ক্যাপশন যুক্ত করুন

 


বঙ্গোপসাগরের অগভীর সমুদ্রের ৪ ও ৯ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান পেট্রোবাংলা।
গতকাল রাজধানীর পেট্রোসেন্টারে বাংলাদেশ সরকার, পেট্রোবাংলা এবং ওএনজিসি-বিদেশ, অয়েল ইন্ডিয়া ও বাপেক্সের মধ্যে এই দুটি অনুসন্ধান, উত্পাদন ও বণ্টন চুক্তি (পিএসসি) হয়। এর মধ্যে দিয়ে কোনো ভারতীয় প্রতিষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশে তেল, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ পেল।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মডেল পিএসপি ২০১২ এর আওতায় গত বছর অগভীর সমুদ্রে ৯টি ও গভীর সমুদ্রে ৩টি ব্লকের জন্য দরপত্র ডাকে পেট্রোবাংলা। অগভীর সমুদ্রে আরও দুটি ব্লকে যুক্তরাষ্ট্রের কনোকোফিলিপস (ব্লক ৭) এবং স্যান্টোস-ক্রিস এনার্জির (ব্লক ১১) সঙ্গে চলতি মাসেই চুক্তি হবে বলে পেট্রোবাংলা কর্মকর্তারা জানিয়েছেন।
২০১২ সালে সেপ্টেম্বরে উত্পাদন বণ্টন চুক্তি (পিএসপি) প্রণয়নের পর ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ব্লকগুলো বাদ রেখে ডিসেম্বরে গভীর ও অগভীর সমুদ্রের ১২টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র ডাকে পেট্রোবাংলা।
এর মধ্যে অগভীর সমুদ্রের এসএস-০২ থেকে এসএস-০৪ ও এসএস-০৬ থেকে এসএস-১১ ব্লকের জন্য দুই দফার দরপত্র ডাকা হয়। চারটি ব্লকের জন্য তিনটি কোম্পানি দরপ্রস্তাব জমা দেয়।
কিন্তু গভীর সমুদ্রের ডিএস-১২, ডিএস-১৬ ও ডিএস-২১ ব্লকের জন্য তেল-গ্যাস অনুসন্ধানকারী কোনো আন্তর্জাতিক কোম্পানির প্রস্তাব না পেয়ে গতবছর ফেব্রুয়ারিতে টেন্ডার প্রক্রিয়া স্থগিত করে পেট্রোবাংলা। ঠিকাদারদের দাবি অনুযায়ী শর্ত শিথিলের জন্য পিএসসি সংশোধন করা হয়।
এই তিন ব্লকের জন্য বর্তমানে দরপত্র মূল্যায়ন চলছে। তিনটি ব্লকেই একমাত্র দরদাতা কনোকোফিলিপস।
চুক্তিতে বলা হয়েছে, এসব কোম্পানি গ্যাসক্ষেত্র থেকে ২০ বছর এবং তেলক্ষেত্র থেকে ২৫ বছর যাবত্ উত্তোলন করে বিক্রি করতে পারবে। তারা সরকারকে কোনো রকম রয়্যালটি দেয়া ছাড়াই লভ্যাংশ নিজ দেশে পাঠাতে পারবে। তারা বিনা শুল্কে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করতে পারবে। পেট্রোবাংলাকে পাশ কাটিয়ে তারা তৃতীয় কোনো পক্ষে কাছে গ্যাস বিক্রি করতে পারবে।
ক্যাপশন যুক্ত করুন
 

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ক্যাপশন যুক্ত করুন
garment labour
সাভারের কলমা এলাকায় বকেয়া বেতনের দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। মঙ্গলবার দুপুরে সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এ ঘটনা ঘটে।