বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

মহিলা শ্রমিককে পালাক্রমে ধর্ষণ

মহিলা শ্রমিককে পালাক্রমে ধর্ষণ

rape-sbনারায়ণগঞ্জঃ বন্দরে বিস্কুট ফ্যাক্টোরির এক মহিলা শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে কেওঢালা এলাকায় রানা ব্রিক ফিল্ড নামের এক ইট ভাটায় এ ঘটনা ঘটে।
এতে জড়িত থাকার অভিযোগে আমিন (২৫) নামের এক জনকে এলাকাবাসী আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। সে জাঙ্গাল গ্রামের আলী আক্কাছের ছেলে।
উপজেলা ধামগড় ইউনিয়নের গুকুলদাশের বাগ গ্রামের এতিম ওই শ্রমিক পাশ্ববর্তি বেঙ্গল বিস্কুট ফ্যাক্টোরিতে দিন মজুরী হিসাবে কাজ করনে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ছুটি শেষে রাস্তা দিয়ে হেটে বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের আমিন, ইছাহাকের ছেলে আশ্রাফুল, হানিফের ছেলে খাজা ও শ্রীরাম গ্রামের হাফেজ মিয়ার ছেলে হত্যা মামলার আসামী গাফফার ৪ জন ওই মহিলা শ্রমিককে জোর পূর্বক তুলে ইট ভাটায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এরপর তাকে ইটভাটায় রেখে চলে যায়। পরে ওই ধর্ষিতা চিৎকার করলে ইটভাটার শ্রমিক ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
এসময় রাস্তায় আমিন নামের এক ধর্ষককে দেখে চিনে ফেললে উপস্থিত লোকজন তাকে আটক করে গনপিটুনী দেয়। খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জনতা পুলিশের কাছে সোপর্দ করে।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হাকিম জানান, গ্রেপ্তারকৃত আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করে আরও ৩ জনের নাম বলে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ মামালার অন্য আসামীরা পলাতক রয়েছে।

http://banglanews26.com/১৯.০২.২০১৪/মানিক


0
Share

আজকের রাশিফল: ১৯ ফেব্রুয়ারি, ২০১৪

আজকের রাশিফল: ১৯ ফেব্রুয়ারি, ২০১৪

rashiআজ ১৯ ফেব্রুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—সবুজ, কমলা, ধূসর। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—নিকোলাস কোপারনিকাস, মারাঠা নেতা শিবাজি, অভিনেতা লি মারভিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। সহকর্মীর সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পাওনা আদায় হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ফেসবুক দেখুন—কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিয়ে যেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বাংলা নিউজ 26.com/ঢাকা/মাহাবুব



চুল পড়া রোধের সঠিক ও কার্যকরী পদ্ধতি

Beautiful_hairমানুষের সৌন্দর্যের অলংকার তার চুল। তাই চুল ঝরে পড়তে থাকলে যে কেউ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। অতিরিক্ত চুল পড়তে থাকলে বা মাথা টাক হতে শুরু করলে আতংকিত হয়ে পড়াটাই স্বাভাবিক। টাক মাথা কেই বা পছন্দ করে? কিন্তু জানেন কি, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে চুল পড়ে যাওয়াটা শরীরের স্বাভাবিক একটা প্রক্রিয়া? দেহের প্রতিটি কোষের মতো চুলেরও রয়েছে নির্দিষ্ট আয়ু। একটি চুলের আয়ু সাধারণত দুই থেকে ছয় বছর পর্যন্ত হয়। তারপর এটা নিজে থেকেই ঝরে যায়। তাই প্রতিদিন অন্তত ১০০টি চুল পড়ে যাওয়া স্বাভাবিক।

যেভাবে বুঝবেন আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে

যেভাবে বুঝবেন আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে

221ঢাকা:বর্তমানে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে অনেক বেশী। এবং প্রতিদিনই আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে আক্রান্ত রোগীর সংখ্যা। ধূমপান, সূর্যের রশ্মি, রাসায়নিক পদার্থ, বাড়তি ওজন সহ আরও নানান কারণে কান্সারে আক্রান্ত হতে পারেন যে কোনো মানুষ। জরিপে দেখা যায় সাধারণত প্রতি ৪ জন ক্যান্সারে আক্রান্ত রোগীর মধ্যে মারা যান ১ জন ব্যক্তি। কিন্তু চিকিৎসার অভাব ও অবহেলার কারণে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ জন পর্যন্ত।
অনেক সময় ক্যান্সারের লক্ষণ গুলো ভালো ভাবে না জানার কারণে শরীরে ছড়িয়ে পরে ক্যান্সার। যা বেশি মাত্রায় ছড়ানোর পর চিকিৎসা করে ভালো করা সম্ভব হয় না। ক্যান্সারের লক্ষণগুলোকে ভালো ভাবে জানলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার মাধ্যমে ক্যান্সারকে নির্মূল করা সম্ভব হয়। তাই আমাদের জানতে হবে ক্যান্সারের লক্ষণগুলোকে।
অতিরিক্ত মাত্রায় ওজন কমে যাওয়া
কোন কষ্ট না করেও ওজন কমতে থাকলে খুব খুশি হওয়ার কিছুই নেই। এটা হতে পারে ক্যান্সারের লক্ষণ। ডায়েটিং কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তন করে ওজন কমতে থাকলে সমস্যা নয়। সমস্যা হলো কোন প্রকার ডায়েটিং কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তন না করে ওজন কমতে থাকলে। এবং বেশি মাত্রায় কমতে থাকলে। অবশ্যই ডাক্তারের কাছে চেকআপের জন্য যাওয়া দরকার।
ক্রমাগত জ্বর এবং কাশি হওয়া
ঠাণ্ডা কিংবা ঋতু পরিবর্তনের সময় একটু আধটু জ্বর বা কাশি হওয়াকে আমরা কেউই পাত্তা দিই না। কিন্তু যদি টানা জ্বর উঠা এবং কাশি থাকা শুরু করে তবে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। কারন ক্রমাগত জ্বর ওঠা এবং কাশি হতে পারে ব্লাড ক্যান্সার, লিম্ফোমা, লিউকোমিয়ার লক্ষণ। ক্রমাগত জ্বর এবং কাশি থাকা অবহেলা করবেন না কখনোই।
অতিরিক্ত এবং প্রায়ই মাথা ব্যথা এবং মেরুদণ্ড ব্যথা হওয়া
মাইগ্রেনের কারণে অনেকেই মাথা ব্যথায় ভুগে থাকেন। ঠাণ্ডা লেগেও অনেকের মাথা ব্যথা হয়। কিন্তু একটানা অতিরিক্ত মাথা ব্যথা হওয়া ভালো লক্ষণ নয়। ডাক্তারের কাছে পরামর্শের জন্য চেকআপ করান। কারণ অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে ‘ব্রেইন ক্যান্সারের’ লক্ষণ। আবার একটানা বসে থাকলে পিঠ না মেরুদণ্ড ব্যথা হয় বলে আমরা মেরুদণ্ড ব্যথাকে পাত্তা দেই না। কিন্তু এটিও হতে পারে ক্যান্সারের লক্ষণ। সুতরাং অবহেলা না করে চেকআপ করান।
চামড়ার নিচে ফোলা বা দলা ভাব
ক্যান্সারের প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে শরীরের চামড়ার নিচে গুটি গুটি হয়ে ফুলে ওঠা বা দলা পাকানো গোটার মতো অনুভব করা। তবে এই গুটি গুলো বুক বা বুকের আশে পাশে অথবা যৌনাঙ্গে দেখা দিলে ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। শরীরের অন্যান্য অংশ যেমন হাত, পায়ে দেখা দিলে ভয়ের কিছু নেই।
অস্বাভাবিক রক্তপাত
কফ বা কাশির সাথে রক্ত যাওয়া ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া পস্রাব-পায়খানার সাথে রক্ত পরাও হতে পারে ব্লাডার ক্যান্সারের কারন। স্তন থেকে রক্ত পরা স্তন ক্যান্সারের লক্ষণ। এইসব লক্ষণ দেখার সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
শরীরের চামড়ায় পরিবর্তন
চামড়ায় ছোট ছোট দানা হওয়া কিংবা শরীরের চামড়ার মাঝে মাঝে রঙের পরিবর্তন, কোন কারণ ছাড়াই জখমের মত দাগ হওয়া সবই মেলানোমার লক্ষণ। অর্থাৎ চামড়ার ক্যান্সারের লক্ষণ। এইসব দাগ কিংবা পরিবর্তনের দিকে লক্ষ রাখুন। চামড়ায় কোনো ধরনের পরিবর্তনে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন।
খুব দ্রুত ক্লান্ত এবং অবসাদগ্রস্থ হয়ে পড়া
অনেক সময় কাজের ব্যস্ততায় কিংবা কাজের মধ্যে থাকলে আমরা ক্লান্তি বোধ করি। এমনকি মাঝে মাঝেই ক্লান্ত এবং অবসাদগ্রস্থ থাকি বলে এই নিয়েই কাজ করি। অনেক সময় বিস্রাম নেয়ার পরও এই ক্লান্তি দূর হয় না বলে আমরা ভাবি আমাদের পরিমিত বিশ্রাম হচ্ছে না। কিন্তু আমরা ভাবতেও পারি না এটিও হতে পারে ক্যান্সারের লক্ষণ। সামান্যতেই ক্লান্ত এবং অবসাদবোধ হওয়াকে অবহেলা না করে চেকআপের জন্য ডাক্তারের কাছে যান।
 /ঢাকা/মামুন 
 বাংলা নিউজ 26.com  


0
Share

বাড়ছে পুরুষাঙ্গের ক্যানসার

বাড়ছে পুরুষাঙ্গের ক্যানসার

219ঢাকা:প্রোস্টেট এবং অণ্ডকোষের ক্যানসারের তুলনায় পুরুষাঙ্গের ক্যানসারকে বিরলই বলা চলে। কিন্তু পুরুষদের ক্যানসার নিয়ে কাজ করে এমন দাতব্য প্রতিষ্ঠান অর্কিড দাবি করেছে, এ রোগ আর বিরল নয়। সম্প্রতি পুরুষাঙ্গের ক্যানসার আক্রান্তের সংখ্যা ২১ শতাংশ বেড়েছে। একারণে ব্রিটেনের পুরুষদের তারা নিয়মিত পরীক্ষা করানো এবং এর উপসর্গ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে।
অর্কিড এবং ব্রিটেনের পুরুষাঙ্গ ক্যানসার বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তারা এর ঝুঁকি এড়াতে সুনির্দিষ্ট কিছু পরামর্শও দিয়েছে।
যুক্তরাজ্যের ক্যানসার রিসার্চ সেন্টার জানিয়েছে, ব্রিটেনে এখন প্রতিবছর পুরুষাঙ্গ ক্যানসার আক্রান্তের ঘটনা ঘটছে প্রায় ৫০০। তবে প্রাথমিক অবস্থায় ধরতে পারলে এ রোগ সারিয়ে তোলার সম্ভাবনা অনেক বেশি থাকে।
এ ব্যাপারে অর্কিডের প্রধান নির্বাহী রেবেকা পোর্টা বলেন, ‘ভয়ঙ্কর এই ক্যানসারটিকে খুব কমই গুরুত্ব দেয়া হতো। কিন্তু এই গবেষণা দেখিয়েছে যে, এই ক্যানসারের হার বাড়ছে। অন্যান্য ক্যানসারের মতো এটি সচরাচর হয় না। তাছাড়াও পুরুষেরা আক্রান্ত হলে এটা নিয়ে খোলামেলা কথা বলতে খুব বিব্রত বোধ করে। ফলে এটা আক্রান্তকে বিচ্ছিন্ন ও বিষণ্ণ করে তুলতে পারে। এ কারণেই এ ব্যাপারে পুরুষদের সচেতন হওয়া জরুরি। এর লক্ষণ ও উপসর্গগুলো সম্পর্কে জানা উচিৎ। চিন্তিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে আশঙ্কা অনেকখানি কেটে যায়।’
অর্কিড জানায়, প্রাথমিক অবস্থায় চিকিৎসকরা এটিকে শনাক্ত করতে ব্যর্থ হতে পারেন অথবা যৌনরোগ বা ত্বকের সমস্যা বলে ভুল করতে পারেন। আর এই ভুলের কারণেই অনেক সময় সঠিক চিকিৎসা নিতে দেরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
গবেষক দলের একজন আসিফ মুনির এ ব্যাপারে বলেন, ‘প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারলে পুরুষাঙ্গের ক্যানসার সারিয়ে তোলা যায়। এর অপারেশন এখন সম্ভব। আর পুরুষাঙ্গ একদম অক্ষত রেখেই ক্যানসার সারিয়ে তোলা সম্ভব।’
তবে এ ক্যানসারের সঠিক কারণ এখনো শনাক্ত করা যায়নি। তারপরও সম্ভাব্য কয়েকটি কারণ নির্দেশ করেছেন গবেষকরা।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি): যৌনাঙ্গের আঁচিল/জড়ুলে এইচপিভি আক্রান্ত হলে পুরুষাঙ্গে ক্যানসার হওয়ার আশঙ্কা ছয় গুন বাড়ে। ইংল্যান্ড এবং ওয়েলশের পুরুষদের মধ্যে ১৯৭০ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময় এ ধরনের আঁচিল হওয়ার হার বাড়ছে। দেখা গেছে, ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময় এ ধরনের আঁচিল হওয়ার হার বেড়েছে ৩০ শতাংশ।
ধূমপান: ধূমপায়ী পুরুষদের এই ক্যানসার আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।
খৎনা না করা: দেখা গেছে, জন্মের পরপরই যেসব শিশুর খৎনা (ত্বকচ্ছেদ) করা হয় তাদের পুরুষাঙ্গ ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। খৎনা না করা থাকলে ভাঁজ হয়ে থাকা ত্বকে জীবাণু জমে ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
উপসর্গ
# পুরুষাঙ্গের গায়ে ব্যথাহীন পিণ্ড বা ঘা যা সারে না
# পুরুষাঙ্গ দিয়ে রক্ত পড়া
# সামনের ত্বকের ঠিক পেছনে লাল ফুসকুড়ি
# পুরুষাঙ্গের রঙ ধূসর হয়ে যাওয়া
# সামনের ত্বক টেনে পেছনে আনতে কষ্ট হওয়া
# সামনে উন্মুক্ত অংশ থেকে অস্বাভাবিক গন্ধ বের হওয়া
# ত্বকের রঙ অস্বাভাবিক হয়ে যাওয়া
# কুঁচকিতে রক্তরসের মতো ফেনা জমা হওয়া
বাংলা নিউজ 26.com/ঢাকা/

৯৭ উপজেলায় চলছে ভোট উৎসব

৯৭ উপজেলায় চলছে ভোট উৎসব

 
vote_97-sbঢাকাঃ দেশের চতুর্থ উপজেলা  নির্বাচনের প্রথম ধাপে ৯৭টি উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ শুরু হয়েছে।  সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।
দশম সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত ১৯ দল অংশ না নিলেও চতুর্থ উপজেলা নির্বাচনে তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। ফলে নির্দলীয় স্থানীয় সরকারের এ নির্বাচনে প্রত্যক্ষভাবে দলীয়তে রূপান্তরিত হয়েছে। তৃণমূলে আওয়ামী লীগ-বিএনপি প্রধান দুটি দলের শক্তি পরীক্ষা হবে এ নির্বাচনে। একতরফা জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ-বিএনপি অংশ নেয়ায় উপজেলা নির্বাচন পেয়েছে জমজমাট রূপ। সৃষ্টি হয়েছে উত্তেজনা। উত্তেজনা যাতে সন্ত্রাসে রূপ নিতে না পারে সেজন্য  নির্বাচনী এলাকাগুলোতে টহল শুরু করেছেন সেনাবাহিনী, বিজিবি, র্যা ব, পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা। সাধারণ ভোটার থেকে শুরু করে সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা বিধানে রাখা হয়েছে বিশেষ নজরদারি।
প্রথম ধাপের এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট এক হাজার ২৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৩২, ভাইস চেয়ারম্যান পদে ৫১৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২৯ জন আছেন।
৯৭টি উপজেলার মোট ভোটার এক কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ৮১ লাখ ৯১ হাজার ৫৩৭ জন এবং নারী ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৫ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছয় হাজার ৯৯৫টি এবং ভোটকক্ষ ৪৩ হাজার ২৯০টি। রিটার্নিং অফিসার ৪০ জনই সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ৯৭ জন। প্রিজাইডিং অফিসার ৬৯৯৫ জন।
ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ৯৭টি উপচজেলায় সোমবার থেকেই্ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এরই মধ্যে কয়েকটি স্থানে কিছু সহিংসতার খবর পাওয়া গেছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলছিলেন, উপজেলা নির্বচনে এ পর্যন্ত যেসব সহিংসতার খবর পাওয়া গেছে সেগুলো স্থানীয় প্রার্থীদের মধ্যে হয়েছে। তাছাড়া বড় কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সে ব্যপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
স্বাধীনবাংলা 24 ডট কম/১৯.০২.২০১৪/ রানা


৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

rapeহাসানমাহমুদ,লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দঃ গড্ডিমারী গ্রামে মঙ্গলবার ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে এক জামায়াত কর্মী।
স্থানীয় লোকজন জানান, ওই গ্রামের মতিয়ার রহমান ওরফে হুলু’র পুত্র জামায়াতের কর্মী জবের আলী প্রতিবেশী এক ৩য় শ্রেণীর ছাত্রীকে তার বাড়িতে জোর পূর্বক ধর্ষন করেন। ওই স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ধর্ষক জামায়াত কর্মী জবের আলী পালিয়ে যায়। পরে লোকজন ওই ছাত্রী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেছেন ধর্ষিতা মা।
বাড়ছে পুরুষাঙ্গের ক্যানসার /পড়ুন http://banglanews26.blogspot.com/2014/02/blog-post_1277.html
হাতীবান্ধা থানা পুলিশের অফিসার ইনচার্জ তাপস সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।
0
Share
Share on MyspaceSubmit to StumbleUponShare on Tumblr

চরিত্র হারিয়ে নিজের থুতু নিজেই চেটে খেয়েছে এরশাদ

চরিত্র হারিয়ে নিজের থুতু নিজেই চেটে খেয়েছে এরশাদ

kaji_jafor-sb
ক্যাপশন যুক্ত করুন
ঢাকাঃজাতীয়পার্টির একাংশের সভাপতি কাজী জাফর আহমেদ বলেন, ‘গত ৫ জানুয়ারি নির্বাচনে গিয়ে এরশাদ নিজের চরিত্র হারিয়েছেন। নির্বাচনের আগেও তার কোনো চরিত্র ছিল না, কোনো কমিটমেন্টও ছিল না। তিনি নিজের থুতু নিজেই চেটে খেয়েছেন।’
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৮টায় গুলশানের নিজ বাসভবনে আইনজীবীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধান হুসেইর মুহাম্মদ এরশাদকে মন্ত্রীর পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিয়োজিত করা হয়েছে। তিনি এ পদ গ্রহণ করে নির্লজ্জতার পরিচয় দিয়েছেন। তিনি আসলেই বিশ্ব বেহায়া। তিনি নির্বাচনে না গেলে এত মানুষ মারা যেত না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজনীতি হচ্ছে নীতি হারা। কিন্তু নীতির প্রশ্নে আপষহীন নেত্রী হলেন খালেদা জিয়া।’
তিনি আরো বলেন, ‘বিএনপিসহ ১৮ দলা নির্বাচানে গেলে নীল নকশার মাধ্যমে তাদের হারিয়ে দেয়া হত। তখন আম-ছালা দুটোই যেত।’
মত বিনিময় সভায় অ্যাডভোটেক সফিউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, অ্যাডভোটেক রুহুল আমীন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, আক্তারুজ্জামান চৌধুরী প্রমুখ।
পরে অ্যাডভোটেক সফিউদ্দিন ভূঁইয়াকে আহ্বায়ক করে ‘জাতীয় আইনজীবী ফেডারেশন’ নামে ৪১ সদস্যের একটি আহ্বাবায়ক কমিটি গঠন করা হয়।
বাংলা নিউজ 26.com/১৮.০২.২০১৪/হাবিব
http://banglanews26.com