বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

মেয়েদের ৫ রকম ছেলে বন্ধু খুবই প্রয়োজন

মেয়েদের ৫ রকম ছেলে বন্ধু খুবই প্রয়োজন

ক্যাপশন যুক্ত করুন
friendship-sb










ডেস্কঃ অধিকাংশ নারীই কোনো না কোনো ছেলেবন্ধুর ওপর নির্ভরশীল। পুরুষ শাসিত সমাজে নারীদের নানা বিড়ম্বনার শিকার হতে হয়। ধীরে ধীরে এ অবস্থার পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অনেক কাজ করছে। তবে এখনও বাস্তবতা হলো, নারীকে অনেক ক্ষেত্রেই পুরুষ বা ছেলেবন্ধুর ওপর নির্ভর করতে হয়।
এ সুযোগে ছেলেরাও নানাভাবে বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে চায় মেয়েদের কাছে। বিনিময়ে পেতে চায় নারীর সাহচর্য। ফলে নারীরা কোন ধরনের ছেলেদের পছন্দের তালিকায় রাখতে চায় সে সম্পর্কে ছেলেদেরও রয়েছে অশেষ কৌতুহল। জেনে নিন নারীরা কোন ৫ ধরনের পুরুষ বন্ধুর প্রয়োজন বোধ করে:
মিস্টার মোহময়:
এ ধরনের ছেলেদের পুরোদস্তুর শহুরে বাবু বলে মনে হয়। তার সঙ্গী হলে মেয়েরা নিশ্চিত বোধ করে। কারণ, যখন আপনার জীবনে চরম বিপর্যয় দেখা দেবে তখনও তার সাহচর্য আপনাকে আনন্দ দেবে। এ ধরনের ছেলেরা ভেতরের শক্তিকে জাগিয়ে দিতে পারে। ভাল থাকার শক্তি জোগায়। সুতরাং চেষ্টা করুন তাকে ধরে রাখার।
মিস্টার স্পষ্টবক্তা:
নারীরা খুব নির্মমভাবে নারীদের কাছে সৎ থাকেন। আর এর পরিণতি হলো, পরস্পরের মধ্যে গুমোট লড়াই। কিন্তু ছেলেদের বেলায় এমন ঘটে না। বেশিরভাগ নারীরা বুদ্ধিদীপ্ত ও স্পষ্টবক্তা ছেলেদের খোঁচা দিয়ে তার ভেতরে কিছু অনুসন্ধান করতে পছন্দ করেন। এ ধরনের অনুসন্ধান নারীকে চিন্তাপ্রবণ করে। কারণ এভাবে নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি বোঝা সম্ভব হয়।
মিস্টার উড়াধুড়া প্রযুক্তি বিশারদ:
উড়াধুড়াদের প্রতি আগ্রহী হলে তা নারীদের জন্য বেশ সুখকর অভিজ্ঞতা বয়ে আনে। এ ধরনের ছেলেরা সাধারণত ঝুঁকিপূর্ণ হয় না, বরং তারা স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিয়ে আসে। এদের প্রযুক্তিগত ধারণা অনেক বেশি থাকে। হয়তো আপনার ল্যাপটপে কিছু একটা গড়বড় হয়ে গেছে অথবা ফোবাইল ফোনটা কাজ করছে না- সে ক্ষেত্রে এ ধরনের ছেলেদের ওপর নির্ভর করতে পারেন নিশ্চিন্তে, কারণ এ ধরনের ছেলেরা সবসময় আপনার জন্য উপকারী। আর এদের সাথে খাতির থাকলে একটা উড়ন্ত বলাকা ইমেজও পায় মেয়েরা।
মিস্টার ভাল ছেলে:
ছেলেরাই সৃষ্টি করতে পারে উত্তম বন্ধুত্বের পরিবেশ। যদি কোনো যৌনাকাঙ্ক্ষা না থাকে তবে একটি ছেলে ও একটি মেয়ে যেমন দৃঢ় ও খাঁটি বন্ধুত্বের সম্পর্কে জড়াতে পারে দুটি ছেলে কিংবা দুটি মেয়ে তা পারে না। এমন পরিবেশ তৈরি করতে পারে শুধু ছেলেরাই। এ ধরনের  ছেলে বন্ধু কাছে থাকলে মেয়েরা আত্মবিশ্বাসে বলিয়ান থাকে।
মিস্টার অভিযাত্রী:
এ ধরনের ছেলেদের সঙ্গে থাকলে মেয়েরা কখনোই একঘেয়েমিতে আক্রান্ত হয় না। নিত্যনতুন উদ্যোগ ও পরিকল্পনা দিয়ে এরা সবসময় বন্ধুদের ব্যস্ত রাখে। তাদের মনেও ছড়িয়ে দেয় অভিযানের আনন্দ। তবে খেয়াল রাখতে হবে যেন, কখনও মিস্টার অভিযাত্রীদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা হয়। কারণ তার সব সময়ই দরকার অবারিত ক্ষেত্র।

বাংলা নিউজ 26.com /১৭.০২.২০১৪/পিন্তু

 

স্ত্রীকে গলাটিপে হত্যা

স্ত্রীকে গলাটিপে হত্যা

Khunঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ফরিদা বেগম (২৫) নামের এক গৃহবধূকে তার স্বামী গলাটিপে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী ব্যক্তিটিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ফরিদা বেগমের স্বজনদের অভিযোগ, পারিবারিক বিরোধের জের ধরে বুধবার রাতে তাকে গলা টিপে হত্যা করেছেন তার স্বামী এমদাদ মৃধা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদার জানান, পূর্ব নাখালপাড়ার ২৪৩/এ/৩ নম্বর বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ফরিদার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।” তিনি আরো জানান, ফরিদার নিহত হওয়ার ঘটনায় তার স্বামী এমদাদ মৃধাকে (৩৬) আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।
ফরিদাকে হত্যার অভিযোগে এমদাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা করেছেন ফরিদার মামা মো. সুমন কাজী। মামলার এজাহারে বলা হয়, এমদাদ কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী ফরিদার সঙ্গে তার প্রায়ই মনোমালিন্য হতো। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এ কারণে রাতের কোনো একসময় ফরিদাকে গলাটিপে হত্যা করেন এমদাদ। পরে মরদেহ ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
ফরিদা বেগম মাদারীপুর জেলার কালকিনি থানার খাসেরহাট গ্রামের আব্দুস সোবাহান মিয়ার মেয়ে। ১১ বছর আগে এমদাদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে।
http://banglanews26.com/ঢাকা/রাহিম


আপনার স্বাস্থ্যের ওপরে প্রেমের “পজিটিভ” প্রভাব গুলো

আপনার স্বাস্থ্যের ওপরে প্রেমের “পজিটিভ” প্রভাব গুলো

236ভালোবাসা… কখনো সুখ দেয়, আবার কখনো কষ্ট। কখনো মনে নিয়ে আসে আনন্দের জোয়ার, আবার কখনো ডুবিয়ে দেয় সীমাহীন হতাশায়। মনের ওপরে প্রেমের প্রভাব যাই হোক না কেন, আপনার শরীরের ওপরে কিন্তু ভালোবাসার আছে খুব পজিটিভ কিছু প্রভাব। কী রকম? আসুন, জেনে নেই।

মন ভালো রাখে

ভালোবাসা মন সবসময় ভালো রাখতে সাহায্য করে। তা সেটা বসের বকাবকিই হোক বা অন্য কোন ঝামেলা। যেকোনো অবস্থায় মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে সাহায্য করে ভালোবাসা। যেকোনো বৈরি সময় পার করে সুস্থ জীবন পেতেও সাহায্য করে এই ভালোবাসা।

হার্ট সুস্থ রাখে

গবেষণায় দেখা যায় যে যারা নিজেদের সম্পর্ক নিয়ে সন্তুষ্ট থাকে তাদের মধ্যে হার্টের সমস্যাও কম।

রোগবালাই দূরে রাখে

ভালবাসলে শরীরে এক ধরনের এন্টিবডি তৈরি হয়। যা কিনা মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। মানসিক প্রফুল্লতার কারণে শরীর অনেকটা ভালো থাকে।

ফিট রাখবে আপনাকে

নিয়মিত শারীরিক সম্পর্ক কিন্তু ভালো ব্যায়ামের কাজ করে। তাই আপনি যখন আপনার সঙ্গীর সাথে রোমান্সে মেতে ওঠেন। তখন পরোক্ষভাবে তা আপনাকে শারীরিকভাবে অনেকটা ফিট করে তোলে।

চেহারায় জৌলুস আসে

শারীরিক সম্পর্ক শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। তাই চেহারায় একধরনের জৌলুস আসে। তাই চেহারা ঠিক রাখতেও সাহায্য করে ভালোবাসায় ভরা সম্পর্ক।
স্বাধীনবাংলা  টোয়েন্টিফোর ডটকম/ঢাকা/রাহিম


0
Share
Share on MyspaceShare on Tumblr

বাবার হাতে ধর্ষিত হলো মেয়ে

বাবার হাতে ধর্ষিত হলো মেয়ে

230ঢাকা:ভারতে এবার নিজের বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে স্কুলগামী এক কিশোরী। হরিয়ানা রাজ্যের সোনেপাত গ্রামের ওই কিশোরী পুলিশকে জানায়, তার বাবা তাকে উপর্যুপরি ধর্ষণ করেছেন। এ ঘটনায় ধর্ষক বাবাকে আটক করেছে রাজ্য পুলিশ।
দিল্লি থেকে এক ঘণ্টারও কম দূরত্বে অবস্থিত সোনেপাতের এই কিশোরী পুলিশের কাছে তার  উপর ঘটে যাওয়া নৃশংস এই অত্যাচারের ঘটনা তুলে ধরে। সে জানায়, বেশ কয়েক মাস আগে গ্রামের কয়েক জন ছেলের হাতে দু দুবার গণধর্ষণের স্বীকার হয় সে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবকদের সবাইকে গ্রেপ্তার করে।
কিন্তু এ ঘটনার পর মেয়ের পাশে দাঁড়ানোর বদলে  তাকে ধর্ষণ করেন তার বাবা। এভাবে ঘরে বাইরে চরম নীপিড়নের শিকার হয় আসহায় মেয়েটি। শেষে স্থানীয় এক এনজিও’র সহায়তায় সে থানায় যায় এবং বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
মেয়েটি এক বিবৃতিতে জানায়,‘গত সেপ্টেম্বর মাসে আমার বাবা প্রথম আমাকে ধর্ষণ করেন। এরপর তিনি আমাকে ভয় দেখিয়ে বলেন, এ ব্যাপারে কারো কাছে মুখ খুললে তিনি আমাকে মেরে ফেলবেন। আমার স্কুলে যাওয়ার খুব শখ। কিন্তু বাবা আমাকে জোর করে দেহ ব্যবসায় নামাতে চায়।’
এ সময় সে পুলিশের কাছে সাহায্য চেয়ে বলে, ‘দয়া করে আপনারা আমাকে বাঁচান।’
বিবৃতিতে সে আরো জানায়, সে আর বাড়ি ফিরতে চায় না এবং ওই বাবার সঙ্গে এক ছাদের নিচে থাকতে চায় না। বর্তমানে সে ওই এনজিও’র কাছে আশ্রয় নিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে মেয়েটির মা বলছেন, তার বাড়িতে ঘটে যাওয়া এসব ঘটনার তিনি কিছুই জানেন না। মেয়েও তাকে কিছু জানায়নি। এখন অবশ্য সবকিছু জানার পর তিনি অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন।
প্রসঙ্গত, ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২০১২ সালের ডিসেম্বর মাসে এক চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে মারা যায় এক মেডিকেল ছাত্রী।এ ঘটনার পর দেশটিতে নারীদের বিরুদ্ধে অপরাধ কমাতে কঠোর আইন করা হয়েছে। কিন্তু তারপরও দেশটিতে ধর্ষণসহ নানা নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে।
স্বাধীনবাংলা  টোয়েন্টিফোর ডটকম/ঢাকা/কু/শুভ্র

http://banglanews26.com

৩১ মার্চ পঞ্চম দফায় ৭৪ উপজেলার নির্বাচন

৩১ মার্চ পঞ্চম দফায় ৭৪ উপজেলার নির্বাচন

EC-sbঢাকা : তফসিল ঘোষণা করা হয়েছে পঞ্চম দফায় ৭৪টি উপজেলা নির্বাচনের। তফসিল অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। প্রত্যাহারের শেষ সময় ১২ই মার্চ এবং যাচাই-বাছাই ৫ মার্চ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগর নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এ ধাপে ৭৪ টি উপজেলার নির্বাচন সম্পূর্ণ হওয়ার পরে ১২টি উপজেলার নির্বাচন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত হবে।
৭৪ উপজেলা : ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, দিনাজপুর জেলার বিরল, পার্বতীপুর ও হাকিমপুর, নীলফামারী জেলার ডোমার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ, গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ। বগুড়া জেলার বগুড়া সদর, রাজশাহী জেলার পবা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও শাহজাদপুর।
পাবনা জেলার পাবনা সদর ও বেড়া, চূয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও চূয়াডাঙ্গা সদর, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা, বরগূনা জেলার বামনা, পাথরঘাটা, বরগূনা সদর ও আমতলী, পটুয়াখালী জেলার দশমিনা ও কলাপাড়া, টাঙ্গাইল জেলার ঘাটাইল, মির্জাপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর ও বাসাইল, জামালপুর জেলার মাদারগঞ্জ, মায়মনসিংহ জেলার গফরগাঁও, ত্রিশাল ও নান্দাইল।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও পাকুন্দিয়া, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী, সিরাজদিখান ও লৌহজং, গাজীপুর জেলার কালীগঞ্জ, নরসিংদী জেলার মনোহরদী, নরসিংদী সদর ও রায়পুরা, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার, রাজবাড়ী জেলার গোয়ালন্দ।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর, সিলেট জেলার বিয়ানিবাজার, মৌলভীবাজার জেলার জুড়ী ও রাজনগর, হবিগঞ্জ জেলার বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর, কুমিল্লা জেলার মুরাদনগর ও চান্দিনা।
ফেনী জেলার ছাগলনাইয়া, নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়া, লক্ষীপুর জেলার রামগতি, লক্ষীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, কক্সবাজার জেলার কক্সবাজার সদর, টেকনাফ ও উখিয়া, খগড়াছড়ি জেলার দিঘিনালা, রাঙ্গামাটি জেলার রাংগামাটি সদর, লংগদু, রাজ¯’লী ও বিলাইছড়ি।
পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ১১৭ উপজেলায়, তৃতীয় ধাপে ১৫ মার্চ ৮৩ উপজেলায়, চতুর্থ ধাপে ২৩ মার্চ ৯২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
http//bnaglanews26.com/মিমি


প্রেমে প্রতারিত হওয়ার পর যা করবেন




প্রেমে প্রতারিত হওয়ার পর যা করবেন
অনলাইন ডেস্ক
আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন। তাকে ঘিরেই আপনার সবকিছু। অন্ধের মতো বিশ্বাসও করেন তাকে। কিন্তু হঠাৎ একদিন আপনার সব ভালোবাসা, আবেগ অনুভূতি ও বিশ্বাসকে মিথ্যে করে দিলো সে। কারণ ছাড়াই সে সড়ে গেলো আপনার জীবন থেকে। কি করবেন আপনি? ভাববেন আপনার সবকিছু শেষ হয়ে গেছে, বেঁচে থেকে আর কোনো লাভ নেই। অথবা এতোদিনের ভালোবাসার মানুষটির প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবেন, কিংবা এসবের জন্য শুধু নিজের ভাগ্যকেই দোষারোপ করবেন?
মানুষের জীবনে এই রকম একটি দুঃসময় আসা অস্বাভাবিক কিছু নয়। কারণ সব মানুষ ভালোবাসার মর্যাদা বা বিশ্বাসের মর্যদা দিতে জানে না। তাই বলে আপনার জীবন কেন থেমে যাবে? নিজেকে নিয়ে ভাবুন নতুন করে। ভালোবাসুন নিজেকে, নিজের জীবনকে। আর ঝেরে ফেলুন পেছনের সবকিছু। প্রেমে প্রতারিত হওয়া পর আপনি আরও ছয়টি কাজ অবশ্যই করবেন। আর সেগুলো হলো-

ভুলেও পেছনে ফিরে তাকাবেন না
সম্পর্কে প্রতারণার স্বীকার হয়েছেন? ভুলেও সম্পর্কের দিকে পেছনে ফিরে তাকাবেন না। একবার সম্পর্ক ভেঙে অনেকটা পথ সামনে এগিয়ে যাওয়ার পর পেছনে তাকিয়েছেন তো মরেছেন। আবারো সেই ভুল সম্পর্কের মায়ায় জড়িয়ে যাবেন আপনি পেছনে ফিরে তাকালে।

নিজেকে দোষ দেবেন না
অনেকেই সম্পর্কে প্রতারণার শিকার হয়। কিন্তু প্রতারকের প্রতি মানসিক দুর্বলতার কারণে নিজেকে দোষারোপ করতে থাকে প্রতিনিয়ত। তারা মনে করে তাদের কোনো ভুলের কারণেই সঙ্গী প্রতারণা করেছে এবং এটা নিয়ে তারা সারাক্ষণ মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকেন। যা একেবারেই উচিত নয়। অন্যের প্রতারণার দোষের ভাগীদার বানাবেন না নিজেকে। যেই ব্যক্তি প্রতারক সে সব পরিস্থিতিতেই প্রতারণা করে। তাই নিজেকে অহেতুক দোষারোপ করা উচিত নয়।

নিজেকে সময় দিন ও ভালোবাসুন
সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার স্বীকার হলে নিজেকে প্রচুর সময় দিন। নিজেকে মাঝে মাঝে ট্রিট দিন আপনার প্রিয় কোনো খাবারের। কিছুদিনের জন্য ডায়েটিং করার প্রয়োজন নেই। নিজের পছন্দের ভালো খাবারগুলো মন ভরে খান। এছাড়াও নিজের জন্য কেনাকাটা করুন। নিজের ত্বক ও চুলের যত্ন নিন এবং আত্মীয় স্বজন ও বন্ধুদের সময় দিন। আপনি যে সব বিষয়ে আনন্দ খুজে পান সেগুলোর প্রতি মনোযোগী হয়ে উঠুন এসময়ে।

বিষয়টি লুকাবার চেষ্টা করবেন না
প্রতারণার স্বীকার হয়েছেন? পরিবার ও বন্ধুরা আপনাকে ক্রমাগত বিষয়টি নিয়ে জিজ্ঞেস করছে? বলে দিন তাদেরকে সব কিছু। নিজের মনের ভেতরে বিষয়টি চেপে রাখলে মানসিক কষ্ট বাড়বে। বরং সবার সঙ্গে আলোচনা করুন। এতে আপনার মনটা হালকা হবে এবং ভালো কিছু উপদেশ ও পাবেন।

আবারো তাকে বিশ্বাস করবেন না
যে ব্যক্তি একবার আপনার সাথে প্রতারণা করেছে তাকে পুনরায় বিশ্বাস করার মত বড় বোকামী করবেন না। সে হয়তো আপনাকে অনেক আশ্বাস ও ভরসা দেবে। কিন্তু তার জালে পা দিয়ে আপনার আবারও বড়ো কোনো ক্ষতি হয়ে যেতে পারে।

হুট করে নতুন সম্পর্কে জড়াবেন না
একটি সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার শিকার হলে অনেকেই প্রতিশোধ নেয়ার জন্য কিংবা সময় কাটানোর জন্য অন্য আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলে। এই ভুল করা একদমই উচিত না। কারণ তাড়াহুড়া করে করা এ ধরনের সম্পর্ক আপনার জীবনে কোনো সুফল বয়ে আনবে না। বরং যার সাথে হুট করে সম্পর্ক করেছেন সে প্রতারিত হবে। তাই এই পরিস্থিতিতে হুট করে কোনো সম্পর্কে জড়ানো উচিত না।

বাংলা নিউজ 26.com 



বিমান থেকে ছিটকে পড়লেন বিমানবালা

বিমান থেকে ছিটকে পড়লেন বিমানবালা

air-sbআন্তর্জাতিক ডেস্ক : দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার এক রুশ বিমান থেকে ছিটকে নিচে পড়ে মারাত্মক আহত হয়েছেন এর এক বিমানবালা। বিমানটি আমীরাতের এক কেটারিং (খাবার সরবরাহকারী)ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে ওই দুর্ঘটনাটি ঘটে।
এ প্রসঙ্গে রুশ বিমান সংস্থা ওরাল এয়ারলাইন্সের মুখপাত্র সের্গেই আন্তোনভ এক্সপ্রেস ম্যাগাজিনকে বলেনে, সোমবার সকালের দিকে তাদের ফ্লাইটটি রাশিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় একটি ক্যাটারিং ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ফ্লাইটের বিমানবালা মারিনা জেলইয়ামোভা(৩৭) ছিটকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত মারিনাকে সঙ্গে সঙ্গে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে তিনি জানিয়েছেন।
আন্তোনভ আরো জানান, ঘটনার দিন জেলইয়ামোভা বিমানের সামনের দিকের খোলা দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাড়িটি এসে সজোরে বিমানের গায়ে ধাক্কা খায়। ধাক্কাটা এত জোরে লাগে যে বিমানটি তিন মিটার ঘুরে যায়। তখন অনাকাঙ্খিতভাবে নিচে পড়ে যান জেলইয়ামোভা। এতে বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে এটির যাত্রা শুরু করতে ১২ ঘণ্টা বিলম্ব হয়।
আমিরাত ফ্লাইট কেটারিংয়ের মুখপাত্র এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ১৭ ফেব্রুয়ারি দুবাই বিমানবন্দরে তাদের একটি খাবার বোঝাই গাড়ি ওরাল এয়ারলাইন্সের ৬৮০৬ ফ্লাইটটির সঙ্গে ধাক্কা খায়। এতে এক বিমানবালা আহত হয়েছেন। কোম্পানির প্রতিনিধি হাসপাতালে আহত বিমানবালাকে দেখতে যান এবং  হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি  তার  সুচিকিৎসার নির্দেশ দেন। এ ঘটনায় কর্তৃপক্ষ যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও প্রতিনিধি জানান।
http://banglanews26.com/২০.০২.২০১৪ /রাহিম


৩ বন্ধুকে নিয়ে নিজ স্ত্রীকে ধর্ষণ

৩ বন্ধুকে নিয়ে নিজ স্ত্রীকে ধর্ষণ

rap_xxx-sbঢাকাঃ স্ত্রীর মাথায় চুল নেই তাই তাকে ভালো লাগতো না স্বামী পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুর এলকার রাজু হালদারের। এই অভিযোগে স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু করে সে। এক সময় স্ত্রীর বিরুদ্ধে অপবাদ দিয়ে সালিশি সভা ডাকে। সেখানে তার স্ত্রীর পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার ১৮ হাজার টাকা দিলেও বাকি টাকা দিতে পারেনি রাজুর শ্বশুড়বাড়ির লোকজন। আর তাই বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে স্ত্রীকে সোনারপুরে নিয়ে যায় রাজু। সেখানে তিন বন্ধুকে নিয়ে স্ত্রীকে ধর্ষণ করে সে। পরে যৌনপল্লীতে স্ত্রীকে বিক্রি করে দেয়ারও চেষ্টা করা হয়।
কিন্তু কোনোভাবে সোনাপুর থেকে পালিয়ে আসেন রাজুর স্ত্রী। পরে শান্তিপুর থানায় গিয়ে স্বামীর নামে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। সঙ্গে রাজুর আরো তিন বন্ধুর কথাও উল্লেখ করা হয়।
আর সেই অভিযোগের ভিত্তিতেই শান্তিপুর থানা পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে।
http://banglanews26.com/২০.০২.২০১৪/হাবিব


0
Share
Share on Myspace

একুশের ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখার আহ্বান

একুশের ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখার আহ্বান

dabi-sb 
ঢাবিঃ মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি যথাযোগ্য মর্যাদার সঙ্গে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দীক।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে উপাচার্য বলেন, ‘আমাদের জাতীয় চেতনার প্রতীক মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমাগত। গৌরবগাঁথা এ দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এবং আজিমপুর কবরস্থানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের যাবতীয় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। এ বছরও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উদ্দেশে একটি শক্তিশালী ‘অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ এবং বিভিন্ন সাব-কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে দিবসটি সুষ্ঠুভাবে পালনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপও প্রণীত হয়েছে।’
বিগত বছরগুলোর মত এবারও মহান একুশের ভাবগাম্ভীর্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে সমন্বয় কমিটির গৃহীত সব কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের যে রুট-ম্যাপ প্রণীত হয়েছে, তা যথাযথভাবে অনুসরণ করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
banglsnews26.com/২০.০২.২০১৪/মাহাবুব

জয়ী বিএনপি-জামায়াত জোট

জয়ী বিএনপি-জামায়াত জোট

up-elec-sb 
ঢাকাঃ চতুর্থ দফা নির্বাচনের প্রথম দফায় গতকাল ৯৭টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন ৪২টিতে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ৩৪টি উপজেলায়। জামায়াত সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন ১২টিতে। জাতীয় পার্টি ১টি উপজেলাতে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্যরা ৭টি উপজেলায় চেয়ারম্যান হিসাবে জয়ী হয়েছেন।