শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

গৌরনদীতে শিশু ধর্ষণ করে মোবাইলে ধারণ : ধর্ষক কিশোর গ্রেফতার : না.গঞ্জে ধর্ষণের বিচার চাওয়ায় স্বামীসহ ধর্ষিতাকে পিটুনি

ডেস্ক রিপোর্ট
ক্যাপশন যুক্ত করুন
গৌরনদীতে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে চিত্র মোবাইল ধারণ করায় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নারায়ণঞ্জ বন্দরে স্ত্রীকে ধর্ষণের বিচার চাওয়ায় স্বামীসহ ধর্ষিতাকে পিটিয়ে আহত করা হয়েছে।
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের গৌরনদী পৌরসভার বড় কসবা গুচ্ছ গ্রামের দুস্থ এক বাক-প্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণ ও ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করার অভিযোগে পুলিশ গতকালের সকালে বেল্লাল হাওলাদার (১৪) নামের এক কিশোর ধর্ষককে গ্রেফতার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতা শিশুকে গতকাল দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বড়কসবা গ্রামের বেল্লাল হাওলাদারের নেতৃত্বে ৩ বখাটে কিশোর গত ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে দুস্থ বাক-প্রতিবন্ধী শিশুকে (১১) ফুসলিয়ে উপজেলার বড় কসবা গুচ্ছগ্রামের পার্শ্ববর্তী সোবাহান তালুকদারের পাকা ছাদবিহীন একটি ঘরের মধ্যে নেয়। সেখানে কিশোর বেল্লাল হাওলাদার প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে।
এ সময় তার সহযোগী পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের কিশোর রাসেল সরদার, বেল্লাল হোসেন ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও করে। পরদিন ধর্ষক ও তার সহযোগীরা ধর্ষণের ভিডিও চিত্র ধর্ষিতার বাবা মাকে দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক ও তার ২ সহযোগীসহ ৪ জনকে আসামি করে গতকাল সকালে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা করে।

রাষ্ট্র ও দলীয় শক্তির নির্লজ্জ প্রয়োগ তবু ভরাডুবি আ.লীগের

স্টাফ রিপোর্টার
ক্যাপশন যুক্ত করুন
প্রথম দফা উপজেলা নির্বাচনে ব্যাপক কারচুপির পরও ভরাডুবি ঠেকাতে পারেনি আওয়ামী লীগ। ফলে দ্বিতীয় দফায় জয় পেতে মরিয়া হয়ে ওঠে দলটি। এজন্য উচ্চপর্যায়ের বৈঠকে যে কোনো মূল্যে জয় ছিনিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। যেই সিদ্ধান্ত সেই কাজ। আওয়ামী লীগের জয় নিশ্চিত করার জন্য ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রশক্তি। এর সঙ্গে যোগ হয় আওয়ামী লীগের পেশিশক্তিও।
ক্যাপশন যুক্ত করুন

শুধু নারীরাই নয়, যৌন নির্যাতনের শিকার হয় ছেলেরাও

শুধু নারীরাই নয়, যৌন নির্যাতনের শিকার হয় ছেলেরাও

290ঢাকা: শুধু নারীরাই নয়, যৌন নির্যাতনের শিকার হয় ছেলেরাও। তবে এ বিষয়টি তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। এক পরিসংখ্যানে উঠে এসেছে যুক্তরাজ্যে মোট ধর্ষণের শিকারদের মধ্যে ১২ ভাগই পুরুষ। এ বিষয়ে এক প্রতিবেদনে প্রকাশ করেছে টেলিগ্রাফ।যুক্তরাজ্যের পরিসংখ্যানে দেখা যায়, সেখানে প্রতি বছর ৭৮ হাজার ব্যক্তি ধর্ষণ বা ধর্ষণচেষ্টার শিকার হয়। তাদের মধ্যে প্রায় নয় হাজার পুরুষ। তবে এসব যৌন অপরাধের খুব সামান্যই পুলিশের কাছে অভিযোগ করা হয়।২০১১-১২ সালে মাত্র ১ হাজার ২৫০টি পুরুষ নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয় যুক্তরাজ্যে। কিছুদিন আগেই এ বিষয়টি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়।সাইকোথেরাপিস্ট ডানকান ক্রেগ ধর্ষণের শিকারদের নিয়ে কাজ করেন। ধর্ষণের ক্ষেত্রে শুধু নারীদের বিষয়টিই বিবেচনা করা হয়। পুরুষ ভিক্টিমদের বিষয়টি গুরুত্ব দেওয়া হয় না প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চিন্তা করছি, বালক বা পুরুষদের কি হবে? ক্রেগ আরো বলেন, ‘বহু পুরুষ যৌন নির্যাতনের শিকার হয়। কিন্তু বাস্তবে নারী ও কন্যাশিশুদেরই গুরুত্ব দেয়া হয়। ফলে তাদের মধ্যে বঞ্চনাবোধ তৈরি হয়। তারা মনে করে, এ বিষয়ে কথা বলা যাবে না
ক্যাপশন যুক্ত করুন

ক্যাপশন যুক্ত করুন

৬ ধরণের পুরুষকে এড়িয়ে চলে মেয়েরা

৬ ধরণের পুরুষকে এড়িয়ে চলে মেয়েরা

292নারীর মন দেবতারা জানুক বা না জানুক, নারী কিন্তু নিজের চাওয়া-পাওয়ার ব্যাপারটা বেশ ভালো করেই জানেন। বিশেষ করে প্রেম-ভালোবাসার ক্ষেত্রে তাঁদের পছন্দ আরও অনেক বেশি তীক্ষ্ণ। অনেক পুরুষই মনে মনে ভাবেন, কোনো নারী তাঁকে কেন পছন্দ করে না? বেশ, তাহলে জেনে রাখুন সম্পর্কের ক্ষেত্রে কোন কোন ধরণের পুরুষদেরকে এড়িয়ে চলেন নারীরা। আর মিলিয়ে নিন, আপনার মাঝে সেই দোষখানা নেই তো!

পরিবর্তনশীল:

কিছু মানুষ থাকে যারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত বদলে ফেলে। এদের মানসিক অবস্থাও দ্রুত পরিবর্তিত হয়ে যায়। এধরণের মানুষের সাথে তাল মিলিয়ে চলা বা এদের মন রক্ষা করা সত্যিই বড্ড কঠিন। এই এরা হাস্যোজ্জল, তো এই অগ্নিমূর্তি। এধরণের পরিবর্তনশীল পুরুষকে মেয়েরা সাধারণত এড়িয়েই চলে।

‘আমি, আমার’ ধরণের পুরুষ:

ধরুন, আপনি একজনের সাথে রেস্টুরেন্টে গেছেন। সঙ্গী পুরুষটি আপনাকে মেন্যু চেক করতে দিলেও খাবার অর্ডার করল নিজ পছন্দে। এরপর ধরুন, আপনি তার সাথে ফোনে কথা বলছেন। তিনি তার দিন কেমন গেল, নিজের কী অবস্থা দিয়ে শুরু করল কথা এবং শেষও করল নিজের কথা দিয়েই। যদি আপনি মনে মনে প্রত্যাশা করেন, তার সাথে বসুন্ধরা সিনেপ্লেক্সে ছবি দেখবেন, তার ইচ্ছার কারণে আপনাকে গিয়ে বসে থাকতে হল কোনো রেস্টুরেন্টে। এক কথায় বলে দেওয়া যায়, এই লোক প্রচন্ড স্বার্থপর। মেয়েরা এধরণের পুরুষদেরকে সবসময়ই এড়িয়ে চলতে চায়।

‘আমি তো বাচ্চা’ পুরুষ:

এধরণের মানুষ কখনোই বড় হয় না। আপনি যতই চেষ্টা করেন না কেন, এদেরকে মানসিকভাবে বাস্তববাদী করতে, এরা হবে না। নিজেকে শিশু মনে করেই এরা সুখী এবং সবসময়ই শিশুই থেকে যেতে চায়। আচরণও এদের শিশুসুলভ। এধরণের ছেলেদের সাধারণত বাস্তববাদী যেকোনো মেয়েই এড়িয়ে যায়।

ফ্লার্টকারী:

যে ছেলে যেকোনো মেয়ের সাথেই ফ্লার্ট করে, তাদেরকে সাধারণত সব মেয়েই এড়িয়ে চলে। এদের হাত থেকে সমাজের উচ্চ থেকে নিন্ম কোনো শ্রেণীর মেয়েই রক্ষা পায় না। এধরণের ছেলের জীবন ইতিহাসও তেমন গ্রহণযোগ্য কিছু হয় না। তার সম্পর্কে একটা কথাই বলা যায়- সে কারোর ব্যাপারেই কখনো গভীরভাবে ভাববে না।

‘তোমাকে আমার খুব দরকার’ টাইপ ছেলে:

এধরণের মানুষ খুব দ্বিধাগ্রস্ত হয় এবং নিরাপত্তাহীনতায় ভোগে সবসময়। সে হৃদয়জুড়ে যেমন আবেগ নিয়ে আপনার দ্বারে হাজির হবে, ঠিক একইভাবে দ্বিধাদ্বন্দ্বকেও বিনামূল্যে বয়ে নিয়ে আসবে আপনার জীবনে। তার আগমনে আপনার জীবনে শুধুই জটিলতারই সৃষ্টি হবে। এধরণের পুরুষদের থেকেও নিজেকে দূরে রাখে মেয়েরা।

খুব সহজেই আন্দাজ করা যায় যাদের:

এধরণের পুরুষ থেকেও মেয়েরা দূরে থাকে। কারণ এদের মাঝে কোনো নতুনত্ব থাকে না। কোনো কিছু করতে গেলেই বা ভাবলেই বোঝা যায়। কোনোরকম চমকে দেওয়ার ক্ষমতাহীন এসব পুরুষের চেয়ে মেয়েরা একা থাকতেই বেশি ভালোবাসে।
http://banglanews26.com/ঢাকা/কু/রাহিম


দইয়ের যতো গুন!

দইয়ের যতো গুন!

Yogurt-sbবাংলা নিউজ  ডেস্ক: ভ্যাজাইনাল থ্রাস্ট বা যোনি প্রদাহ ঘটিত রোগ একেবারে সাধারন একটি সমস্যা৷ মূলত ইস্টের সংক্রমণের ফলেই এটি হয়ে থাকে। তবে গবেষকেরা এই সমস্যার সমাধান করে ফেলেছেন৷ তারা এক প্রোবায়োটিক ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন যা এই ধরণের সংক্রমণ দূর করতে সক্ষম৷ ইটালির ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ের ক্রিশ্চিনা ভারডেনেল্লি জানিয়েছেন, এ বিষয়ে দই খুব ভাল কাজ করে৷ দইয়ে এক ধরণের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা যোনির সংক্রমণকে প্রতিহত করতে সক্ষম৷ গবেষক দল সবচেয়ে সাধারন যোনির সংক্রমণের ক্ষেত্রে দইয়ে উপস্থিত লাক্টোব্যাসিলির অ্যান্টিমাইক্রোবায়াল ক্ষমতা পরিদর্শনের জন্য দইয়ের পাঁচটি স্তরে পরীক্ষা করেন৷ পাঁচটি পর্যায়ে পরীক্ষা করে দেখা যায় সিনবায়ো সূত্রের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সামগ্রিক বৈশিষ্ট রয়েছে যা মানবকোষে জন্ম নেওয়া এই ধরণের সংক্রমণ ও ইস্টের সংক্রমণকে বাধা দিতে সাহায্য করে৷
যদিও সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি থেকে প্রকাশিত অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি জার্নালে বলা হয়েছে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের ক্রমবর্ধমান সমস্যার সঙ্গে এই ধরণের সংক্রমণের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিকল্প পদ্ধতি বিবেচনা করাও অত্যাবশ্যক৷ সূত্র : ইন্টারনেট।

আজকের রাশিফল: ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

আজকের রাশিফল: ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

rashifol-sbআজ ২৮ ফেব্রুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—লাল, বেগুনি, ধূসর। শুভ রত্ন—অ্যামিথিস্ট, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—এ বি এম মুসা, গীতিকার মনিরুজ্জামান মনির, ড. মফিজুল্লাহ কবির। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): আপনি কাজপাগল মানুষ। কিন্তু আজ সকাল থেকেই জেঁকে বসা আলসেমি উপভোগ করুন। জোর করে কোনো কাজে হাত দেবেন না। কয়েক ঘণ্টা অন্তত নিজেকে সময় দিন। নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চাইলে চাই বাড়তি শক্তি। নক্ষত্র বলছে, আজ আপনার প্রিয়জনের সঙ্গে বেশ ভালো সময় কাটবে। আপনি কর্মক্ষেত্রে বিভিন্ন তথ্যের জন্য অন্যের ওপর নির্ভর করেন। আজ এই নির্ভরতা কমানোর চেষ্টা করুন। কারণ, যতই নির্ভরশীল হবেন ততই খুঁতখুঁতে সহকর্মীরা পেয়ে বসবে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০): দীর্ঘদিন ধরে আপনি ফেলে আসা কোনো এক আপনজনকে খুঁজে বেড়াচ্ছেন। আজ তার খবর পেলেও পেতে পারেন। অফিসের বসকে প্রভাবিত করতে নতুন নতুন ফন্দি আঁটছেন মনে মনে, কিন্তু কাজ হচ্ছে না। সব ফন্দি ফিকির মাথা থেকে ঝেরে ফেলুন। নিজের কাজ আর পরিকল্পনা নিয়ে সোজাসুজি হাজির হোন বসের সামনে। নিজের সাহসকে মূল্যায়ন করুন। অফিসে আজ বেতন নাও হতে পারে, তবে অন্য কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।
মিথুন (মে ২১- জুন ২০): কথায় আছে- দুঃসংবাদ বাতাসের আগে ধায়। তেমনি প্রতিবেশীর সঙ্গে আপনার বিবাদের বিষয়টিও ছড়িয়ে গেছে। তাই বলে নিজেকে ঘরের মধ্যে বেঁধে ফেলবেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা দিন আর প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। আপনার স্মৃতিশক্তি খুব ভালো। কিন্তু তাই বলে পরীক্ষার আগের রাতে পড়ে হাত-পা ভেঙে লাভ হবে না। নিয়ম করে পড়ার অভ্যাসটা ঝালিয়ে নিন। আর যদি চাকরিজীবী হোন তাহলে প্রতিদিনকার অফিসের কাজ অফিসেই সেরে আসুন, বাসায় বয়ে আনবেন না। আজ মাথার কথা না শুনে মনের কথা শুনুন। আপনি বড্ড মাথার কথা শোনেন বলেই প্রিয়জনের দেখা পাননি। অন্তত আজকের দিনটিতে যাকে ভালোবাসেন তাকে মনের কথাটা বলুন।
কর্কট (জুন ২১- জুলাই ২২): শেষমেষ জীবনের লক্ষ্যস্থির করতে চলেছেন আপনি। আপনার জন্য খুবই সুসংবাদ, কিন্তু ভেবে দেখবেন যা করার সাধ্য আছে তাই করতে চাচ্ছেন তো, নাকি সাধ্যের বাইরে সাধ নিয়ে ব্যস্ত। বেশি কাজ করে ব্যর্থ হয়ে হতাশ হওয়ার চেয়ে ভেবেচিন্তে কাজ করে সচল থাকা ভালো নয় কি? তবে আজ আপনার নক্ষত্র বলছে নতুন করে সম্পর্কে জড়াতে যাচ্ছেন। এবার আর আগের মতো একগুঁয়েমি করে সম্পর্ক নষ্ট করবেন না। সন্ধ্যায় একসঙ্গে কোথাও খেতে যান।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): আইনজীবী, ব্যাংকার আর শেয়ারহোল্ডাররা আজ সাবধান! কর্মস্থলে আজ ঝামেলা হতে পারে কিন্তু নিজের সততার জায়গা থেকে সরে দাঁড়াবেন না একচুলও। এতোদিনের শান দেয়া বুদ্ধি আজ কর্মক্ষেত্রে খাটান। আর বেশি কষ্ট করতে না চাইলে কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানে নিজের অলস টাকা বিনিয়োগ করুন। যদি আপনাকে কেউ বুঝতে পারে তবেই আপনার কপালে ভালোবাসা নামক আরাধ্য বস্তুটি ধরা দেবে। কারণ আপনি যেমন নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন তেমনি এও ভাবেন যে, কেউ আপনাকে বুঝে নেবে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): অফিসে ঢোকার সঙ্গে সঙ্গেই সহকর্মীদের বিভিন্ন কথার সামনে পড়বেন। মুহূর্তেই দিশেহারা হয়ে যেতে পারেন। কিন্তু নিজের সহজাত প্রবৃত্তিকে কাজে লাগান এবং চুপচাপ নিজের কাজটুকু করতে সোজা ডেস্কে চলে যান। আর যদি ব্যবসায়ী হোন তাহলে আজ শুধু হিসাব মেলান, লেনদেন আগামীকাল করলেও চলবে। প্রিয়জন সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আপনার যেমন আছে কাজ করার স্পৃহা, তেমনি আছে নতুন কাজের উদ্যোগ নেয়ার চেষ্টা। নিজের নতুন নতুন পরিকল্পনা খাতায় লিখে ফেলুন। পরে পরিকল্পনামাফিক কাজে নেমে যান। ব্যক্তিত্বের কারণেই আপনার ভালোবাসার সম্পর্ক নিয়ে নেই কোনো অহেতুক ঝামেলা। আপনার নক্ষত্রের গতিবিধি বলছে আজ বিয়ে বিষয়টি সম্পর্কের মাঝে চলে আসবে। নিজের খরুচে স্বভাবের জন্য আজ একটু টানাপোড়েনে থাকবেন যদিও দিনের শেষে অর্থপ্রাপ্তির সম্ভাবনা।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): পরিবারের কেউ আপনার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে মনোকষ্টে ভুগছেন। হুট করে রেগে যাওয়ার প্রবণতা কমাতে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। অত্যধিক কাজের চাপে আপনার জেরবার অবস্থা। এমনি প্রিয়জনের সঙ্গেও আজ ঝামেলা হতে পারে- ওই একই কারণে। তবে কর্মক্ষেত্রে আজ আপনার পদোন্নতি ঘটতে পারে। আপনি যে সেক্টরে ভালো, সেই সেক্টরেই আপনাকে কাজের জন্য পদোন্নতি করা হতে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): অন্যের সমস্যা কাঁধে নিয়ে ঝামেলা মেটাতে আপনার জুড়ি নেই। কিন্তু আজ অন্তত তা না করে নিজেকে একটু সময় দিন। কারণ আপনার ধৈর্য্য আর মেধাশক্তির কারণে কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। দীর্ঘদিনের কাজের চাপে আপনি শারীরিক এবং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। তাই প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে সেই বিপর্যস্ততা কমাতে চেষ্টা করুন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আপনাকে ঘিরেই সবসময় নানান গল্প চালু হয় চারপাশে। তারমানে আপনি খুব সহজেই অন্যের গল্পে পরিণত হন। আজ অন্যকে সুযোগ না দিয়ে নিজের মনোবলের ওপর সাহস রাখুন আর কর্মক্ষেত্রে সাহসিকতার সাথে কাজ করুন। কারণ আজ নক্ষত্র আপনার পক্ষে। নক্ষত্রই আপনাকে একান্ত সম্পর্কের বেড়াজাল থেকে বের করে নিয়ে আসবে। মন যা চায় তা-ই বলুন আজ। সারাজীবন মনে এক মুখে এক কথা নিয়ে সংসার করার চেয়ে এখনই মনের কথাটা বলে ফেলুন। অফিসে আপনার কাজের সমালোচনাকারীরা আজ চুপচাপ থাকবে। এই সুযোগে নিজের সর্বোচ্চ কাজটি নিয়ে বসের সঙ্গে দেখা করতে পারেন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আর্থিক টানাপোড়েনে অনেকদিন ধরেই ভুগছেন। সেই আর্থিক অবস্থা আজ আরো খারাপ হওয়ার সুযোগ রয়েছে। ব্যাংক থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে হতাশ না হয়ে যাচাই করে দেখবেন, কারণ ব্যাংকও ভুল করতে পারে। বিবাহিত হয়ে থাকলে আজ সঙ্গীকে নিয়ে রোমান্সের দিন। নিজেদের ফেলে আসা সোনালী দিনের কথা ভেবে নস্টালজিয়ায় ভুগতেই পারেন। সঙ্গীকে ভালো রাখতে এমন কিছু করেন যা এর আগে কখনো করেননি।
মিন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আজকের দিনটা শুরুই হবে গুমোট একটা আবহাওয়ার মধ্য দিয়ে। দিনের শুরুতে দু’একটা ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। পরিবারকে সময় দিন। অনাকাঙ্ক্ষিত সত্যি না এড়িয়ে মুখোমুখি দাঁড়ানোই ভালো। কর্মক্ষেত্রে আপনার রুটিন বদলে যাবে আজ। অবশ্য এতে আপনার ভালোই হবে। সময়সূচি পরিবর্তন করার যে কথাটা দীর্ঘদিন ধরে বসকে বলতে পারছিলেন না, তা না চাইতেই হয়ে যাবে।
https://www.facebook.com/profile.php?id=100003916133092
http://shapnopuron.blogspot.com/
https://www.facebook.com/banglanews26?skip_nax_wizard=true