মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪

লবণ দিয়ে ৭টি চিকিৎসা

লবণ দিয়ে ৭টি চিকিৎসা


saltলবণ ছাড়া রান্নার কথা যেন কল্পনাও করা যায় না। খাবার হিসেবে লবণ শরীরের জন্য যেমন উপকারী, অতিরিক্ত লবণ গ্রহণ তেমনি ক্ষতিকরও বটে! তবে লবণ খাবারে যে স্বাদ যোগ করে, তা অন্য কিছু করতে পারে না। রান্নাঘরের এই উপকরণটি ছোটখাট দুর্ঘটনা ও শারীরিক সমস্যার চিকিত্‍সাতেও খুবই ভালো ফল দেয়। জেনে নিন লবণ দিয়ে ঘরোয়া কিছু চিকিত্‍সার কথা -
১. রান্না করতে গিয়ে আগুনের বা গরম পানির আঁচ লেগে যেতেই পারে। আক্রান্ত স্থানে সাথে সাথে লবণ লাগিয়ে নিন। জ্বলুনি কমে যাবে এবং ফোসকাও পড়বে না।

গুন্ডেতে ইতিহাস বিকৃতি : বাংলাদেশ সরকারের দাবিকে পাত্তা দিল না নির্মাতারা

ডেস্ক রিপোর্ট
বলিউডের হিন্দি ছবি ‘গুন্ডে’তে যেভাবে ১৯৭১-এর যুদ্ধকে বর্ণনা করা হয়েছে, তার জন্য ছবিটির নির্মাতা যশরাজ ফিল্মস দুঃখ প্রকাশ করলেও ছবিটির প্রদর্শন বাতিল করার বা তাতে পরিবর্তন আনার কোনো পরিকল্পনা তাদের নেই। মুম্বাই থেকে যশরাজ ফিল্মস কর্তৃপক্ষ বিবিসিকে একথা নিশ্চিত করেছেন।
বিবিসি জানায়, তবে ভারতের চিত্র পরিচালকরা কেউ কেউ যেমন বলছেন এ ছবিতে সত্যিই ইতিহাস বিকৃত করা হয়েছে, তেমনি ইতিহাসবিদরা আবার অনেকে মনে করছেন ‘একটা সামান্য ব্যাপারে’ বাংলাদেশ ‘একটু বেশিই’ প্রতিক্রিয়া দেখাচ্ছে।
এর আগে ভারতীয় চলচ্চিত্র ‘গুন্ডে’র প্রদর্শনী বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে।
পাশাপাশি এ ধরনের চলচ্চিত্র নির্মাণের পর ভারত সরকারের ফিল্ম সার্টিফিকেশন কেন্দ্রীয় বোর্ড কর্তৃক অনুমতি প্রদান করায় ভারতীয় সরকারের কাছে তীব্র প্রতিবাদও জানানো হয়েছে

এবার হাতিরঝিল কম্পিউটার গেমসে

এবার হাতিরঝিল কম্পিউটার গেমসে

games-sbবাংলানিউজ26.com ডেসক :   রাজধানীর নয়নাভিরাম এলাকা হিসেবে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে হাতিরঝিল। শুধু যাতায়াত নয়, বিনোদনের জায়গা হিসেবে তৈরি করা হয়েছে এলাকাটি। এবার হাতিরঝিল নিয়ে তৈরি হচ্ছে কম্পিউটার গেমস।

গুগলে চাকরি পেতে আপনাকে কি করতে হবে

গুগলে চাকরি পেতে আপনাকে কি করতে হবে

googleগুগলে চাকরি পেতে পরীক্ষায় বেশি জিপিএ থাকতে হবে, এ ধারণা করা ঠিক নয়। গুগলে চাকরি পেতে জিপিএ কিংবা পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়ার বিষয়টির তেমন কোনো গুরুত্বই নেই। কারণ পরীক্ষার ফল দেখে কারও সম্পর্কে ধারণা করা যায় না—এ কথাগুলো নিউইয়র্ক টাইমসকে এক সাক্ষাত্কারে জানিয়েছেন গুগলের মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট লাজলো বক।

শুটিং করতে ঢাকায় দেব

শুটিং করতে ঢাকায় দেব

dev-sbবিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই ভারতের সিনেমা বাংলাদেশে মুক্তির দেওয়ার জন্য তৎপরতা চলছে। সেটা নিয়ে নানা আন্দোলন, সংগ্রম, আলোচনা, সমালোচনাও হয়েছে অনেক। আপাতত এর কোন সুরাহা না হলেও কলাকাতার নায়করা যে এদেশের আসতে আগ্রহী তা এবারে প্রমাণ করলেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক দেব।  তিনি নিজেই এখন ঢাকায়। তবে বাংলাদেশের কোন ছবিতে অভিনয় করতে নয়। কলকাতারই একটি সিনেমার নায়ক হয়ে এসেছেন শুটিং করতে। নাম চূড়ান্ত না হওয়া দেব অভিনীত এ ছবিটি পরিচালনা করছেন ‘অন্তহীন’, ‘অনুরণন’ ছবির পরিচালক-প্রযোজক অনিরুদ্ধ রায় চৌধুরী।
ছবিতে দেবের সঙ্গে অভিনয়ে আছেন শ্রাবন্তী ও তনুশ্রী। এছাড়াও ছবিতে বাংলাদেশ ও ভারতের একাধিক শিল্পী অভিনয় করছেন। সোমবার মগবাজার এলাকায় ছবির শুটিং করেছে সিনেমাটির ইউনিট। আজ পুরনো ঢাকা ও আশপাশের এলাকায় শুটিং করবে বলে জানা গেছে। এরপর ঢাকা শহরের আশপাশসহ ঢাকার বাইরেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে নির্মাতার।
বাংলাদেশে দেব এক সপ্তাহ থাকছেন। এ প্রসঙ্গে ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী বলেছেন, ‘আমার ছবিগুলো একটু অন্য ধরনের। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, অপর্ণা সেন এদের নিয়ে এর আগে ছবি বানিয়েছি। এবার দেবকে নিয়ে ছবি নির্মাণ করছি। অবশ্যই ভিন্ন ভাবনা আছে। আর বাংলাদেশে শুটিং করার মূল কারণ হচ্ছে, আমি বরাবরই লোকেশন নিয়ে কোন কমপ্রমাইজ করতে রাজি নই। ছবির গল্পটি পুরনো ঢাকা, মগবাজার, এয়ারপোর্ট এমন লোকেশনের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। সো সেট নির্মাণ না করে আসল লোকেশনে চলে এসেছি’।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যা সাতটা থেকে ভোর চারটা পর্যন্ত ইস্কাটনের বিভিন্ন জায়গায় ছবির শুটিং হয়েছে। ছবিতে দেব একজন উঠতি তরুণের চরিত্রে অভিনয় করছেন বলে জানা যায়।
banglanews26.com/২৫.০২.২০১৪ /দোলন
https://www.facebook.com/banglanews26

মাত্র ৩০ মিনিটে ফিরিয়ে আনুন চেহারার সৌন্দর্য

মাত্র ৩০ মিনিটে ফিরিয়ে আনুন চেহারার সৌন্দর্য

270কর্মময় জীবনে ব্যস্ত থাকেন সবাই। কাজের চাপে শারীরিক সুস্থতার কথাও ভুলে যান অনেকেই, ত্বকের যত্ন তো অনেক পরের কথা। কাজের ফাঁকে শত ব্যস্ততার মাঝে প্রিয় মানুষটির জন্য কিছুটা সময় হয়তো বের করা যায়। কিন্তু আপন মানুষটির সামনে একটু সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার জন্য সময় বের করা অনেক কঠিন হয়ে দাড়ায়।
সমস্যা হলো সারাদিনের কাজের চাপ দিনশেষে চোখেমুখের ক্লান্তিতে ফুটে ওঠে। এই ক্লান্তির ছাপ দূর করা যায় না সময়ের অভাবে। নিজের চেহারার দিকে তাকিয়ে প্রিয়মানুষটির সাথে সময় কাটানোর ইচ্ছাও চলে যায় অনেকের। কিন্তু এভাবে তো সবসময় সময় কাটানোর ইচ্ছাটাকে মেরে ফেলা যায় না। ভাবছেন কি করা যায়? মাত্র ৩০ মিনিট ব্যয় করে ত্বকে আনুন তাৎক্ষনিক উজ্জলতা। দূর করুন ক্লান্তির ছাপ একটি সহজ ফেইস মাস্ক ব্যবহার করে।

উপকরণ


মধু ২ টেবিল চামচ
১ টি ডিমের সাদা অংশ
গোলাপজল

পদ্ধতিঃ

প্রথমে মধু এবং ডিমের সাদা অংশ একটি বাটিতে নিয়ে ভালোমত মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে এবং গলায় লাগান ভালোভাবে। ২০ মিনিট এই মিশ্রণ ত্বকে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। একটি পাত্রে গোলাপজল নিয়ে এতে কিছু তুলোর বল ভিজিয়ে ফ্রিজে রাখুন। ফেইস মাস্কটি ধুয়ে ফেলার পর এই ঠাণ্ডা তুলোর বল পুরো মুখে বুলিয়ে নিন। দুটি তুলোর বল চোখের ওপর রেখে দিন ১০ মিনিট। এরপর আবার মুখ ধুয়ে শুকিয়ে ত্বকে লাগান ময়েসচারাইজার। ব্যস, দেখবেন চেহারার ক্লান্তির ছাপ দূর হয়ে ত্বকের উজ্জলতা বেড়ে গেছে অনেক।
http://banglanews26.com/ঢাকা/রাহিম