রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪

লক্ষ্মীপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

ক্যাপশন যুক্ত করুন
lokipur-sha2 
লক্ষ্মীপুরঃ সদর উপজেলার ভোলা-মজুচৌধুরীরহাট সড়কের কাদিরা গোঁজা এলাকায় এক অজ্ঞাত মহিলার (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তার নাম পরিচয় জানা যায়নি।
সদর থানার উপপরিদশক (এসআই) মো.জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলার কাদিরাগোঁজা এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ণ রয়েছে।
তবে স্থানীয় লোকজন জানান,সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

বাংলা নিউজ 26.com /১৭.০২.২০১৪/pintu

সবচেয়ে বড় মানবপতাকা তৈরি করে বাংলাদেশের রেকর্ড ভাঙ্গলো পাকিস্তান।


 


সবচেয়ে বড় মানবপতাকা তৈরি করে বাংলাদেশের রেকর্ড ভাঙ্গলো পাকিস্তান। জায়গা করে নিয়েছে গিনেজ বুক অব রেকর্ডসে। গতকাল শনিবার সকালে লাহোরের হকি স্টেডিয়ামে ২৯ হাজার ৪০০ জনের অংশগ্রহণে মানবপতাকা তৈরি করে পাকিস্তান। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের ২৭ হাজার ১১৭ জনের তৈরি মানবপতাকা বৃহত্তম মানবপতাকা হিসেবে গিনেজ বুক অব রেকর্ডসে জায়গা করে নেয়। দুই মাসের মাথায় পাকিস্তান আবারও রেকর্ডে নিজেদের জায়গা পুনরুদ্ধার করল।

প্রাথমিক বৃত্তির ফল আজ

প্রাথমিক বৃত্তির ফল আজ

ক্যাপশন যুক্ত করুন
198ঢাকা:প্রাথমিক বৃত্তি ২০১৩ এর ফলাফল আজ প্রকাশিত হবে। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন। মেধার ভিত্তিতে এদের মধ্য থেকে ট্যালেন্টপুল কোটায় ২২ হাজার ও সাধারণ কোটায় ৩৩ হাজার বৃত্তি প্রদান করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করবেন।
মেধা বিকাশের লক্ষ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার মাধ্যমে উপজেলা ভিত্তিক এ বৃত্তি প্রদান করা হয়। সব শিক্ষার্থী বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষার ফলাফলে এ ধরনের ভিত্তিতে বৃত্তি দেয়া হচ্ছে।  পূর্বে বিদ্যালয় থেকে প্রথম সারির কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেত।

বাংলা নিউজ 26.com /ঢাকা/কু/মাহাবুব

 

এবার ট্রেনে কিশোরীকে ধর্ষণ

এবার ট্রেনে কিশোরীকে ধর্ষণ

ক্যাপশন যুক্ত করুন
199কলকাতা: দিল্লিতে চলন্ত গাড়িতে কিশোরীকে ধর্ষণ ব্যাপক তোলপাড় সৃষ্টি করলেও থামছে না এ পাশবিক আচরণ। এবার পশ্চিমবঙ্গের নিউজলপাইগুড়িতে প্ল্যাটফর্ম থেকে তুলে ট্রেনের কামড়ায় ধর্ষণের অভিযোগ উঠলো। অভিযোগের তীর বীরেশ্বর দাস নামে ট্রেনের এক অ্যাটেনডেন্টের দিকে।
জানা গেছে, শুক্রবার ভোররাতে মায়ের সঙ্গে নিউজলপাইগুড়ি স্টেশনে অপেক্ষা করছিল ওই কিশোরী। ওয়েটিংরুম থেকে চিপস কিনতে বের হতেই বিপদে পড়ে সে।
বীরেশ্বর দাস ওই কিশোরীকে খালি ট্রেনে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে। ফাঁকা ট্রেনটি নিউজলপাইগুড়ি থেকে কিষেণগঞ্জ স্টেশনে যাচ্ছিল।
মাগুরজান স্টেশনে রেল কর্মীরা চলন্ত ট্রেনের দরজায় ওই কিশোরীকে ঝুলতে দেখেন। আলুয়াবাড়ি স্টেশনে কিশোরীকে উদ্ধার করেন রেল কর্মীরা।
পুলিস বীরেশ্বর দাস নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

বাংলা নিউজ 26.com /ঢাকা/কু/নুরু 


মোবাইলে সবচাইতে বেশি ব্যবহৃত শব্দগুলো

মোবাইলে সবচাইতে বেশি ব্যবহৃত শব্দগুলো

girl-with-mobile-phone-sb 
ডেস্ক: প্রতিদিনই আমরা মোবাইল ফোন কিংবা কম্পিউটারের কি-বোর্ডের কি চেপে কত কথাই না লিখি। SwiftKey নামের একটি প্রতিষ্ঠানের গবেষকদের একটি দল ইন্টারনেট থেকে তাদের বিপুল তথ্য ভাণ্ডার ঘেঁটে জানিয়েছে কোন শব্দ কিংবা শব্দ সমষ্ঠি মোবাইল ফোন ব্যবহারকারীরা টাইপ করার সময় সবচেয়ে বেশি লিখেন। আর তিন শব্দের বাক্যাংশ হিসেবে এক নম্বরে রয়েছে “I love you”!
শুধু তাই নয়, আরো দেখা গিয়েছে একজন ব্যক্তি বাস্তবে যেমনই হোক না কেন মোবাইলে টাইপিং করার সময় যথেষ্ঠ নম্র, ভদ্র, বিনয়ী! কারণ এক শব্দের যে কথাটি আমরা সবচেয়ে বেশি লিখি তার শীর্ষে রয়েছে Thanks। আর দুই শব্দের বাক্যাংশের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Thank you। আর এসব তথ্য আহরণের জন্য প্রতিষ্ঠানটি machine learning algorithm নামে একটি প্রযুক্তির সাহায্য নিয়েছে। চার শব্দের বাক্যাংশের ক্ষেত্রে এগিয়ে রয়েছে What do you think ও পাঁচ শব্দের বাক্যের মাঝে সবচেয়ে বেশি লেখা হয় Thank you for your time.

বাংলা নিউজ 26.com /১৫.০২.২০১৪/ রানা

প্রেমের কারণে গলায় ফাঁস

প্রেমের কারণে গলায় ফাঁস

sui-sb 
বরিশাল: বানারীপাড়ায় উপজেলায় আজমি আলম সুমী (১৪) নামে এক স্কুলছাত্রী প্রেমেরে কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার রাত নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
উপজেলার চাখার গ্রামের আলমগীর হোসেনের মেয়ে সুমী ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব জমাদ্দার স্থানীয়দের বরাত দিয়ে  জানান, সুমীর সঙ্গে একই গ্রামের নূর ইসলামের ছেলে চাখার সরকারি ফজলুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জাহিদ হোসেনের প্রেম ছিলো।
এ সম্পর্ক জাহিদের বাবা নূরুল ইসলাম ও বড় ভাই রুবেল মহুরি মেনে নেননি। তারা সুমীর পরিবারকে বিভিন্ন সময়ে গালিগালাজ করতেন।
শনিবার বিকেলে সুমীর বাবা আলমগীর হোসেনের সঙ্গে এ বিষয় নিয়ে তাদের বাকবিতাণ্ডা হয়। এক পর্যায়ে রুবেল ও বাবা নূরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে সুমীর বাবা আলমঙ্গীর হোসেন ও মা ঝর্না বেগমকে বেধড়ক মারধর করেন।
পুলিশের ধারণা বাবা-মাকে মারধরের অপমান সইতে না পেরে সুমী অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় প্রেমিক জাহিদের বাবা ও ভাইকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলা নিউজ 26.com /১৬.০২.২০১৪ /হিমু নীল