শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

গ্যাস্ট্রিক এর ৫টি সমাধান

গ্যাস্ট্রিক এর ৫টি সমাধান

Gastric 
ঢাকা : আমাদের দৈনন্দিন জীবনে গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা খুবই স্বাভাবিক ব্যাপার। এ সমস্যায় অনেককে বছরের প্রায় সময়ই ভুগতে হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি দরকার। আসুন এরকম কিছু উপাদানের কথা জেনে নিই।
লং: যদি আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, তবে লং হতে পারে আপনার সঠিক পথ্য। দুইটি লং মুখে নিয়ে চিবাতে থাকুন, যেন রসটা আপনার ভেতরে যায়। দেখবেন এসিডিটি দূর হয়ে গেছে।
জিরা: এক চা চামচ জিরা নিয়ে ভেজে ফেলুন। এবার এটিকে এমন ভাবে গুড়া করুন যেন পাউডার না হয়ে যায়, একটু ভাঙা ভাঙা থাকে। এই গুড়াটি একগ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার খাবারের সময় পান করুন। দেখবেন কেমন ম্যাজিকের মতো কাজ করে।
গুঁড়: গুঁড় আপনার বুক জ্বালাপোড়া এবং এসিডিটি থেকে মুক্তি দিতে পারে। যখন বুক জ্বালাপোড়া করবে সাথে সাথে একটুকরো গুঁড় মুখে নিয়ে রাখুন যতক্ষণ না সম্পূর্ণ গলে যায়। তবে ডায়বেটিস রোগিদের ক্ষেত্রে এটি নিষিদ্ধ।
মাঠা: দুধ এবং মাখন দিয়ে তৈরী মাঠা একসময় আমাদের দেশে খুবই জনপ্রিয় ছিল। এসিডিটি দূর করতে টনিকের মতো কাজ করে যদি এর সাথে সামান্য গোলমরিচ গুঁড়া যোগ করেন।
পুদিনা পাতা: পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে এসিডিটি ও বদহজম থেকে দূরে থাকতে পারবেন।
http://banglanews26.com/ঢাকা/রাহিম

নারীদের প্রথম পছন্দ কি ?

নারীদের প্রথম পছন্দ কি ?

244বরাবরই নারীদের প্রথম পছন্দ লম্বা হ্যান্ডস্যাম পুরুষ। তবে দেখতে যদি নাও সুন্দর হয়, তাতেও কিছু আসে যায় না। দীর্ঘদেহী অবশ্যই হতে হবে। সম্পর্ক তৈরি করতে লম্বা পুরুষদেরই প্রথম পছন্দ করেন নারীরা। এ নিয়ে গবেষণায় উঠে এসেছে বেশ কিছু তথ্য।
প্রথম কারণ, নিরাপত্তা। সম্পর্ক গড়তে লম্বা পুরুষদেরই বেশি পছন্দ মহিলাদের। ভালোবাসার মানুষটি লম্বা হলে মহিলারা নিরাপত্তাহীনতায় কম ভোগেন। কারণ, লম্বা পুরুষই নিরাপত্তার প্রতীক হয়ে দাড়ায় সেখানে।
টেক্সাসের রাইস ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের প্রফেসর মাইকেল এমারসন জানিয়েছেন, বিবর্তনবাদ হিসেবে, বংশবিস্তারের জন্য মানুষের মিলিত সাদৃশ্যতা অপ্রতিরোধ্য ক্রিয়া কাজ করে।
গবেষণার খাতিরে বেশ কয়েকজন মহিলাকে নেয়া হয়। তাদের মধ্যে এক মহিলা জানান, তার কম উচ্চতার পুরষদের দেখলে অদ্ভূত অনুভূতি হয়। নিরাপত্তাহীনতায় ভোগেন।
তবে এই সমীকরণ পুরুষদের মধ্যে থাকে না। গবেষণায় প্রকাশ হয়েছে, পুরুষরা এ ব্যাপারে অনেক ব্যালান্সড। তারা নিজেদের চেয়ে কম উচ্চতার নারী সঙ্গিনী হিসেবে পছন্দ করেন বেশি। তবে দৈহিক সামঞ্জস্যতা বজায় রেখেই পুরুষরা সঙ্গিনী বাছেন।
ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের সমাজবিজ্ঞানের প্রফেসর জর্জ ইয়াসে মনে করেন, লম্বা পুরুষরা যে নারীদের কাছে শক্তি ও ব্যক্তিত্বের প্রতীক তা পুরোনো একটি ধারণা। ওই গবেষণায় বলা হয়েছে, পুরুষই পরিবারের প্রধান।

 
0
Share

ভারতের চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননার অভিযোগ

এবার বলিউডের চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্লগ ও ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।
আলী আব্বাস জাফর পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘গুন্ডে’। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ওই চলচ্চিত্রটি ১৪ ফেব্রুয়ারি হিন্দির পাশাপাশি কলকাতায় বাংলা ভাষায়ও মুক্তি পায়।
গুন্ডে চলচ্চিত্রটি শুরুর প্রথমভাগেই একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন ভিডিও চিত্র দেখানোর পাশাপাশি হিন্দি ভাষায় বলা হয়, ১৬ ডিসেম্বর ১৯৭১ হিন্দুস্তান ও পাকিস্তানের মধ্যে তৃতীয় যুদ্ধ শেষ হয়। ৯০ হাজার পাকিস্তানি সেনা হিন্দুস্তানের সেনাদের সামনে আত্মসমর্পণ করেন। জন্ম হয় এক নতুন দেশ, বাংলাদেশ।

আওয়ামী শাসনেই জামায়াতে ইসলামীর নজিরবিহীন উত্থান : ২৭ উপজেলায় অংশ নিয়ে ১৩ চেয়ারম্যান পদে বিজয়ী, ভাইস চেয়ারম্যান পদেও ৩৩টি জয়, উজ্জীবিত জামায়াত

মামুন
ইসলামী রাজনীতির ঘোরবিরোধী আওয়ামী লীগের শাসনামলেই দৃশ্যত নজিরবিহীন উত্থান ঘটেছে জামায়াতে ইসলামীর। মাত্র ২৭টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত ১৩টি আসনে বিজয়ী হয়েছে।
নির্বাচনে জামায়াতের ভালো ফলাফলে মহাজোট সরকারের মধ্যেও তোলপাড় সৃষ্টি হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা এই ফলাফলে উজ্জীবিত বলে জানিয়েছেন দলটির নেতারা।
জানা গেছে, ৯৭টি উপজেলায় এককভাবে জামায়াতের প্রার্থী ছিল ২৭টি আসনে। তার মধ্যে ১৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জামায়াত প্রার্থীরা জয়লাভ করেছে। এছাড়া ২৩টি ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জয়ী হয়েছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগ জিতেছে মাত্র ২৪টি আসনে। ১০টি মহিলা ভাইস চেয়ারম্যান পদেও জিতেছে জামায়াত। অনেকেই এই ফলাফলে বিস্মিত হয়েছেন। জামায়াতের ইতিহাসে সম্ভবত এত ফলাফল আগে হয়নি কখনও।
জামায়াতে ইসলামীর জয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার এবং রাষ্ট্রশক্তি জামায়াতের ওপর নির্যাতন-নিপীড়ন করছে। হয়তোবা এটা জনগণ বুঝতে পেরেছে। এ জন্যই জামায়াত নির্বাচনে ভালো ফলাফল করেছে।
তিনি বলেন, এ নির্বাচনের ফলে প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক দল নয়। ব্যাপক কারচুপি, ভোট ডাকাতি ও আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের সন্ত্রাসের পরও বিএনপি এবং তার জোটের সমর্থিত প্রার্থীরা বিজয় লাভ করেছেন।

কুমারখালীতে আবারও শহীদ মিনারে হামলা

kumarkhali-sb 
কুষ্টিয়া: আবারও কুমারখালী উপজেলায় শহীদ মিনারে হামলার ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তরা হামলা চালিয়ে মহেন্দ্রপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের স্তম্ভ ভেঙে ফেলেছে।
এ নিয়ে পরপর দুই রাতে একই উপজেলার দুটি শহীদ মিনারে হামলা চালানো হলো।
বৃহস্পতিবার রাতে মহেন্দ্রপুর বিদ্যালয়ের শহীদ মিনারে হামলা হয়। দুর্বৃত্তরা মিনারের স্তম্ভ ভেঙে ফেলে।
এর আগে বুধবার রাতে কুমারখালীর যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে দেয়া হয়। একই সময়ে পাবনা জেলার চাটমোহরেও অপর একটি শহীদ মিনারে ভাঙচুর চালানো হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান দুই বিদ্যালয়ের শহীদ মিনারে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলামেইলকে জানান, মহেন্দ্রপুর বিদ্যালয়ের ঘটনায় নৈশ্যপ্রহরী আবুল কাশেমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এর আগে যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
http://banglanews26.com/২১.০২.২০১৪ /পিনটু

৬টি কৌশলে জিতে নিতে পারবেন প্রিয় মানুষটির মন

৬টি কৌশলে জিতে নিতে পারবেন প্রিয় মানুষটির মন

243 বিয়েটা হয়েছে পারিবারিক ভাবেই। আর তাই বিয়ের পর থেকেই মন জিতে নেয়ার চেষ্টা করছেন তার। কিন্তু কেন যেন সব চেষ্টাকেই বৃথা মনে হয় দিন শেষে। কোনো ভাবেই বুঝতে পারছেন না কিভাবে জীবন সঙ্গীর মন জিততে পারবেন।
প্রতিটি মানুষই নিজের মনের মানুষটির কাছে হয়ে উঠতে যায় একজন আদর্শ সঙ্গী। আর তাই প্রিয় মানুষটিকে খুশি করার জন্য কত কিছুই না করে থাকে মানুষ। জীবন সঙ্গীর কাছে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে তোলার এই প্রয়াসটি সৃষ্টির শুরু থেকেই দেখা যায়। মনে রাখবেন, প্রিয় মানুষটির মন জিতে নেয়া খুব বেশি কঠিন কাজ নয়। প্রয়োজন শুধু একটু সদিচ্ছা। আসুন জেনে নেয়া যাক প্রিয় মানুষটির মন জিতে নেয়ার ৬টি উপায়।

সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখুন

জীবন সঙ্গীর মন জিতে নিতে চাইলে প্রতিদিনের সংসারেই জীবন সঙ্গীর সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখা উচিত। সঙ্গী কী খাবে, কখন ঘুমাবে, ক্ষুধা লেগেছে কিনা, ক্লান্ত কিনা, কী প্রয়োজন ইত্যাদি সব বিষয়ের প্রতিই জীবন সঙ্গীর হয়ে উঠতে হবে সচেতন। প্রতিদিনের একটু একটু আদর যত্নই ভালোবাসা বাড়িয়ে দেয় অনেক খানি। তাই জীবন সঙ্গীর মন জিতে নিতে চাইলে প্রতিদিন সঙ্গীর সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখা জরুরী।

উপহার দিন

সঙ্গীর মন জিতে নিতে চাইলে সঙ্গীকে মাঝে মাঝে উপহার দেয়া উচিত। পৃথিবীর সব মানুষই জীবন সঙ্গীর কাছ থেকে উপহার আশা করে। প্রেমের সময় অধিকাংশ যুগলই উপহার আদান প্রদান করলেও বিয়ের পরে অধিকাংশ মানুষই তা করে না। সঙ্গীর মন জিতে নিতে চাইলে আপনার সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে উপহার দিন তাকে। আর কিছু না হোক একটি ফুল নিয়ে তো চমকে দেয়াই যায় তাই না?

নিজেকে আকর্ষণীয় করে তুলুন

জীবন সঙ্গীর মন জিতে নিতে চাইলে নিজেকে আকর্ষণীয় করে তোলাটা জরুরী। জীবন সঙ্গী আপনাকে সব সময়ই দেখে বলে নিজেকে অগোছালো রাখা উচিত না। প্রতিনিয়তই নিজের যত্ন নিন। সেই সঙ্গে জীবন সঙ্গীর পছন্দের সুন্দর পোষাক পরুন এবং সুগন্ধি ব্যবহার করুন। নিজেকে গুছিয়ে রাখলে সঙ্গীর মন জিতে নিতে পারবেন খুব সহজেই।

সঙ্গীর পরিবারের যত্ন নিন

একটি মানুষকে জীবন সঙ্গী করা মানে নতুন একটি পরিবারের সাথে আত্মীয়তা হওয়া। আপনার জীবন সঙ্গীর সব চাইতে কাছের মানুষ তো তারাই। তাই আপনার জীবন সঙ্গীর মন জিতে নিতে চাইলে তার পরিবারের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখুন। তাদের বিপদে আপদে সব সময় তাদেরকে সাহায্য করুন। তাহলে আপয়ান্র জীবন সঙ্গীর মন জিতে নিতে পারবেন সহজেই।

সঙ্গীকে স্বাধীনতা দিন

একজন মানুষকে জীবন সঙ্গী করা মানেই তার জীবনের সমস্ত স্বাধীনতা ছিনিয়ে নেয়া নয়। আপনার জীবন সঙ্গীকে যথেষ্ট পরিমাণে স্বাধীনতা দিন। তাকে তার নিজস্ব জগতটাকে উপভোগ করতে দিন। সারাক্ষণ তার পিছে পিছে না থেকে তাকে তার মত করে জীবনটাকে উপভোগ করতে দিন মাঝে মাঝে। তাহলে আপনার সঙ্গীর মন জিতে নিতে পারবেন আপনি।

নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন

দাম্পত্য সম্পর্ক মানেই নিজেকে উজার করে দেয়া নয়। জীবন সঙ্গীর কাছে নিজের ব্যক্তিত্বকে উজার করে দিলে এক পর্যায়ে জীবনসঙ্গী একঘেয়ে বোধ করে। তাই জীবন সঙ্গীর সাথে নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। জীবন সঙ্গীর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হবেন না। আপনার ব্যক্তিত্ব ও আত্মনির্ভরশীলতা আপনার জীবন সঙ্গীকে মুগ্ধ করবে।
http//banglanews26./ঢাকা/রাহিম


0

বিএনপি-জামায়াতের অর্ধেক পদ পেয়েছে আওয়ামী লীগ : সরকার কারচুপি না করলে বিএনপি-জামায়াত আরও বড় জয় পেত—মাহফুজ উল্লাহ, প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ আর বৃহত্তম রাজনৈতিক দল নয়—আসিফ নজরুল

বিএনপি-জামায়াতের অর্ধেক পদ পেয়েছে আওয়ামী লীগ : সরকার কারচুপি না করলে বিএনপি-জামায়াত আরও বড় জয় পেত—মাহফুজ উল্লাহ, প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ আর বৃহত্তম রাজনৈতিক দল নয়—আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
 বিএনপি-জামায়াতের অর্ধেক পদ পেয়েছে আওয়ামী লীগ : সরকার কারচুপি না করলে বিএনপি-জামায়াত আরও বড় জয় পেত—মাহফুজ উল্লাহ, প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ আর বৃহত্তম রাজনৈতিক দল নয়—আসিফ নজরুল
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে বিএনপি-জামায়াত জোট। দলীয় পেশিশক্তি এবং রাষ্ট্রশক্তিকে যথেচ্ছ ব্যবহার করেও নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার শোচনীয় পরাজয় ঠেকাতে পারেনি। উন্নয়ন ইস্যুতে ঐতিহ্য অনুসারে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল সাধারণত ভালো ফলাফল করলেও গুরুত্বপূূর্ণ এ নির্বাচনে কার্যত বিএনপি-জামায়াতের অর্ধেক আসন পেয়েছে আওয়ামী লীগ।
৯৭টি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে বিএনপি ৪৩ ও জামায়াত ১৩ মিলে ৫৬টি উপজেলায় বিজয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ জিতেছে ৩৪টি উপজেলায়।
এবার নির্বাচনে সরকারের সাঁড়াশি আক্রমণের শিকার জামায়াতে ইসলামী বড় ধরনের চমক দেখিয়েছে। স্থানীয় নির্বাচনে সম্ভবত জামায়াতে তার প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় জয় পেয়েছে গত বুধবার। অথচ প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে সবচেয়ে দুঃসময় পার করছে দলটি।

ভাইস চেয়ারম্যান পদেও বিপুল জয় পেয়েছে বিএনপি-জামায়াত। (পুরুষ) ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ৩২ ও জামায়াতে ইসলামী ২৩টি মিলে মোট ৫৫টি পদে জয় লাভ করেছে। আওয়ামী লীগ জয়ে পেয়েছে তার অর্ধেকেও কম ২৪টিতে। নারী ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগের ভরাডুবি ঘটেছে। বিএনপি ৩৪ ও জামায়াত ১০টিসহ বিএনপি-জামায়াত জোট জিতেছে ৪৪টি আসনে। আওয়ামী লীগ জিতেছে ৩৪টি আসনে।
ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ উল্লাহ গতরাতে আমার দেশ-কে বলেন, ‘সরকার নির্বাচনে সহিংসতা সৃষ্টি ও কারচুপি না করলে বিএনপি-জামায়াত আরও বড় জয় পেত। দিনব্যাপী টেলিভিশনে যেভাবে তাণ্ডব দেখেছি, সন্ধ্যায় হামলার ঘটনা দেখেছি তাতে এর চেয়ে ভালো ফল তো হতে পারে না।’
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘প্রথম দফার নির্বাচনে পরাজয়ের পর আওয়ামী লীগ সামনের নির্বাচনগুলোতে ব্যাপক কারচুপির মাধ্যমে জয় পেতে মরিয়া হয়ে উঠতে পারে। কিন্তু সেটা করলে তার পরিণতি হবে খুবই মারাত্মক।’
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল গতরাতে আমার দেশ-কে বলেন, এ নির্বাচনের ফলে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক দল নয়। ব্যাপক কারচুপি, ভোট ডাকাতি ও আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের সন্ত্রাসের পরেও বিএনপি এবং তার জোটের সমর্থিত প্রার্থীরা বিজয় লাভ করেছেন।
চলতি মাসের শুরুর দিকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রকাশিত জরিপটিকেও ভিত্তিহীন ছিল বলে মন্তব্য করেন তিনি। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর পরিচালিত ওই জরিপে বলা হয়েছে, ‘এখন’ নির্বাচন হলে ৪১.৫ শতাংশ ভোটার আওয়ামী লীগকে এবং ৩৭.৬ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেবে।
এবারের নির্বাচনে ‘রাবার স্ট্যাম্প সংসদের গৃহপালিত বিরোধী দল’ হিসেবে কুখ্যাত জাতীয় পার্টির রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে। মাত্র একটি চেয়ারম্যান ও ৪টি ভাইস চেয়ারম্যান পদ জাতীয় পার্টি এখন দেশের একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র দলে পরিণত হয়েছে।
৯৭টি উপজেলায় চেয়ারম্যান পদে জিতলেন যারা
ঢাকা : দোহারে কামরুল হুদা (বিএনপি, বিদ্রোহী) ও নবাবগঞ্জে খন্দকার আবু আশফাক (বিএনপি)।
পঞ্চগড় : পঞ্চগড় সদরে আনোয়ার সাদাত (আওয়ামী লীগ), বোদায় সফীউল্লাহ সুফী (জামায়াত), আটোয়ারীতে আবদুর রহমান (বিএনপি), দেবীগঞ্জে হাসনাত আজাদ (আওয়ামী লীগ)।
দিনাজপুর : দিনাজপুরের খানসামায় মো. সহিদুজ্জামান শাহ (বিএনপি), কাহারোলে মামুনুর রশিদ চৌধুরী (বিএনপি)।
নীলফামারী : ডিমলাতে তরিকুল ইসলাম (আওয়ামী লীগ), সৈয়দপুরে জাওয়াদুল হক সরকার (আওয়ামী লীগ), জলঢাকায় সৈয়দ আলী (জামায়াত)।
রংপুর : তারাগঞ্জে আনিসুর রহমান লিটন (স্বতন্ত্র) এবং মিঠাপুকুরে গোলাম রব্বানী (জামায়াত)।
কুড়িগ্রাম : ফুলবাড়ীতে নজির হোসেন (বিএনপি), ভুরুঙ্গমারীতে মো. নুরুন্নবী (আওয়ামী লীগ) এবং উলিপুরে হায়দার আলী (বিএনপি)।
গাইবান্ধা : সাঘাটায় গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি) এবং গোবিন্দগঞ্জে ফারুখ কবির আহমেদ (বিএনপি)।
বগুড়া : দুপচাঁচিয়ায় আবদুল গণি মণ্ডল (জামায়াত), সারিয়াকান্দিতে মাসুদার রহমান (বিএনপি), সোনাতলায় আহসানুল তৈয়ব, ধুনটে তৌহিদুল আলম (বিএনপি, বিদ্রোহী), নন্দীগ্রামে নুরুল ইসলাম (জামায়াত), শেরপুরে দবিরুর রহমান (জামায়াত)।
নওগাঁ : রানীনগরে আল ফারুক জেমস (বিএনপি), মান্দায় (অপ্রকাশিত), মহাদেবপুরে আবদুস সাত্তার (বিএনপি)।
রাজশাহী : মোহনপুরে আবদুস সামাদ (বিএনপি)।
নাটোর : সিংড়ায় আবুল কালাম (বিএনপি)।
সিরাজগঞ্জ : সদরে রিয়াজ উদ্দিন (আওয়ামী লীগ), কাজীপুরে মোজাম্মেল হক বকুল (আওয়ামী লীগ), রায়গঞ্জে আইনুল হক (বিএনপি)।
পাবনা : আটঘরিয়ায় জহিরুল ইসলাম (জামায়াত), সাঁথিয়ায় মোখলেছুর রহমান (জামায়াত) এবং সুজানগরে আবুল কাশেম (আওয়ামী লীগ)।
মেহেরপুর : মেহেরপুর সদরে মারুফ আহমেদ বিজন (বিএনপি)।
কুষ্টিয়া : কুষ্টিয়া সদরে জাকির হোসেন (বিএনপি), ভেড়ামারায় অহিদুল ইসলাম আলম (বিএনপি)।
ঝিনাইদহ : ঝিনাইদহ সদরে আবদুল আলীম (বিএনপি), শৈলকূপায় শিকদার মোশাররফ হোসেন সোনা (আওয়ামী লীগ), কোটচাঁদপুরে মাওলানা তাজুল ইসলাম (জামায়াত) ও কালিগঞ্জে জাহাঙ্গীর সিদ্দিকী (আওয়ামী লীগ)।
যশোর : অভয়নগরে নুরুল হক মোল্লা (বিএনপি)।
মাগুরা : শ্রীপুরে বদরুল আলম হিরো (বিএনপি) এবং মাগুরা সদরে নাজিম উদ্দিন (বিএনপি)।
নড়াইল : কালিয়ায় শামীমুর রহমান (আওয়ামী লীগ)।
খুলনা : দিঘলিয়ায় নজরুল ইসলাম খান (আওয়ামী লীগ) এবং কয়রায় আ খ ম তমিজউদ্দিন (জামায়াত)।
সাতক্ষীরা : আশাশুনিতে এবিএম মোস্তাকিম (আওয়ামী লীগ)।
ভোলা : লালমোহনে অধ্যক্ষ গিয়াস উদ্দিন (আওয়ামী লীগ)।
বরিশাল : গৌরনদীতে শাহ আলম খান (আওয়ামী লীগ) এবং বাকেরগঞ্জে সামছুল আলম চুন্নু (আওয়ামী লীগ)।
জামালপুর : জামালপুর সদরে আমজাদ হোসেন (বিএনপি), সরিষাবাড়ীতে ফরিদুল কবির তালুকদার (বিএনপি)।
নেত্রকোনা : দুর্গাপুরে এমদাদুল হক (আওয়ামী লীগ) এবং কেন্দুয়ায় দেলোয়ার হোসেন (বিএনপি)।
কিশোরগঞ্জ : করিমগঞ্জে সাইফুল ইসলাম সুমন (বিএনপি), বাজিতপুরে সারোয়ার আলম (আওয়ামী লীগ) এবং নিকলীতে কারার সাইফুল ইসলাম (আওয়ামী লীগ)।
মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে আলী আকবর (বিএনপি), দৌলতপুরে তোজাম্মেল হক তোজা (বিএনপি), সিংগাইরে আবিদুর রহমান রোমান (বিএনপি), সাটুরিয়ায় বশির উদ্দিন ঠণ্ডু (বিএনপি)।
গাজীপুর : কাপাসিয়ায় খন্দকার আজিজুর রহমান পেরা (বিএনপি)।
নরসিংদী : পলাশে সৈয়দ জাবেদ হোসেন (আওয়ামী লীগ) ও বেলাবোতে আহসান হাবিব বিপ্লব (বিএনপি বিদ্রোহী)।
রাজবাড়ী : রাজবাড়ীর সদরে এমএ খালেক (বিএনপি), বালিয়কান্দিতে আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ) ও পাংশায় ফরিদ হাসান (আওয়ামী লীগ)।
গোপালগঞ্জ : কাশিয়ানীতে জানে আলম বিরু (আওয়ামী লীগ), মকসুদপুরে আশরাফুল আলম শিমুল (স্বতন্ত্র)।
চাঁপাইনবাবগঞ্জ : নাচোলে আবদুল কাদের (আওয়ামী লীগ)।
মাদারীপুর : কালকিনিতে তৌফিকুজ্জামান শাহীন (আওয়ামী লীগ বিদ্রোহী)।
শরীয়তপুর : ডামুড্যায় আলমগীর হোসেন (আওয়ামী লীগ), জাজিরায় মোবারক আলী সিকদার (আওয়ামী লীগ), গোসাইরহাটে সৈয়দ নাসির উদ্দিন (আওয়ামী লীগ) এবং ভেদরগঞ্জে আনোয়ার হোসেন মাঝি (বিএনপি)।
সুনামগঞ্জ : দক্ষিণ সুনামগঞ্জে হাজী আবুল কালাম (আওয়ামী লীগ), দোয়রাবাজারে অধ্যক্ষ ইদ্রিস আলী (আওয়ামী লীগ) এবং ছাতকে অলিউর রহমান (আওয়ামী লীগ, বিদ্রোহী)।
সিলেট : কোম্পানীগঞ্জে আবদুল জব্বার (আওয়ামী লীগ), জকিগঞ্জে ইকবাল আহমেদ (বিএনপি), গোয়াইনহাটে আবদুল হাকিম (বিএনপি), জৈন্তাপুরে জয়নাল আবেদিন (জামায়াত), গোলাপগঞ্জে নাজমুল ইসলাম (জামায়াত), বিশ্বনাথে জুয়েল আহমেদ চৌধুরী (বিএনপি)।
মৌলভীবাজার : কুলাউড়ায় কামরুল ইসলাম (আওয়ামী লীগ)।
হবিগঞ্জ : বাহুবলে আবদুল হাই (আওয়ামী লীগ), মাধবপুরে সৈয়দ মোহাম্মদ শাজাহান (বিএনপি)।
চট্টগ্রাম : হাটহাজারীতে মাহবুবুল আলম চৌধুরী (বিএনপি), মিরসরাইয়ে নুরুল আমিন (বিএনপি)।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদরে চঞ্চুমনি চাকমা (স্বতন্ত্র), রামগড়ে শহিদুল ইসলাম ফরহাদ (বিএনপি), মানিকছড়িতে ম্যাগ্র মারমা (আওয়ামী লীগ), মাটিরাংগায় তাজুল ইসলাম (বিএনপি), মহালছড়িতে বিমান কান্তি চাকমা (স্বতন্ত্র), পানছড়িতে সর্বোত্তম চাকমা (স্বতন্ত্র)।
প্রথম ধাপে তিন পদে ৯৭ উপজেলায় মোট ভোটার ১ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৪৩৭ জন। এতে ১ হাজার ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪২৯ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫০৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পার্থীর সংখ্যা ৩২৫ জন। এসব ভোটাররা প্রায় ৬ হাজার ৯০০টি ভোটকেন্দ্রের ৪৩ হাজার ২০০টি ভোটকক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


 

জামায়াতকে কেন ভোট দিল তা আমি জানি না : ইনু

জামায়াতকে কেন ভোট দিল তা আমি জানি না : ইনু

স্টাফ রিপোর্টার
ক্যাপশন যুক্ত করুন
বেশির ভাগ উপজেলায় বিএনপি-জামায়াত জয়ী হওয়ায় সরকারের জনপ্রিয়তা কমেছে কিনা তা গবেষণা করে বলতে হবে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের জয়প্রিয়তা হ্রাস এত সহজ নয়। এটা ব্যাপক গবেষণার বিষয়। গবেষণা করে বলতে হবে। জামায়াতকে সরকার জনবিচ্ছিন্ন দল হিসেবে আখ্যায়িত করলেও তারা ১৩টি উপজেলা কিভাবে নির্বাচিত হলো— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, জামায়াতকে জনগণ কেন ভোট দিয়েছে আমি জানি না। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোট জালিয়াতির যে অভিযোগ ছিল এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সব নির্বাচনেই কিছু না কিছু অভিযোগ থাকে।এ নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু ও উত্সবমুখর হয়েছে।” বিএনপির সব অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

বাংলা নিউজ 26.com




মেয়েদের ভালোভাবে বুঝতে ছেলেদের জন্য টিপস

মেয়েদের ভালোভাবে বুঝতে ছেলেদের জন্য টিপস

 মেয়েদের ভালোভাবে বুঝতে ছেলেদের জন্য টিপসঢাকা: চির রহস্যময়ী নারীকে বুঝতে জরিপ চালিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। জরিপের ওপর ভিত্তি করে পুরুষদের জন্য ৭টি পরামর্শ দিয়েছে তারা। এতে করে আরেকটু ভালো করে বোঝা যাবে নারীকে।
প্রথমত, যোগাযোগের জন্য পুরুষকে একটু অনুনয়-বিনয় করতেই হয়। তবে যেকোনো বিশেষ কথোপকথোনের জন্য মুখোমুখি দেখা করাটাই পছন্দ করেন মেয়েরা। তবে তা সম্ভব না হলে মোবাইলে মেসেজ পাঠানো গ্রহণযোগ্য হবে।
দ্বিতীয়ত, প্রশসংসা কার না ভালো লাগে। তবে নারীদের একটু বেশিই ভালো লাগে। দু-একটি বিশেষণ তাদের দারুণ খুশী করে তোলে। আবার দু-একটি বাক্য খারাপ মুহূর্তেও তাদের মনটাকে ফুরফুরে করে দেবে। যেমন- তোমার চুলের স্টাইলটা সুন্দর হয়েছে বা এটা কি তোমার নতুন ড্রেস, দারুণ মানিয়েছে ইত্যাদি।
তৃতীয়ত, ডেটিং বা অন্য ক্ষেত্রে খরচের ভারটা ছেলেদের বহন করা উচিত। অন্তত একটা ডেটিংয়ে একবার খরচ করে পরের খরচটা মেয়েটা করবে তা আশা করা উচিত নয়।
চতুর্থত, তাদের নিজেদের সামাজিক জীবনটাকে গোছগাছ করে নেওয়া ভালো। এক্ষেত্রে দুটি সমস্যা দেখা দিবেই- এক. যে পুরুষরা নিজের উদ্যোগে কিছু করতে চান না, তারা বিশেষ উপলক্ষে বিশেষ কিছু করলে নারীরা বেজায় খুশী হন।
দুই. আবার যে পুরুষরা সব কাজ ঠিকমতো করতে অতিরিক্ত ব্যস্ত থাকেন, তারা যদি সঙ্গিনীর জন্য কিছু বাঁচিয়ে রাখেন তাহলেই সন্তুষ্ট মেয়েরা। পঞ্চমত, সঙ্গিনীকে সঙ্গে নিয়ে নিজের চিন্তা-ভাবনা কিছুটা আদান-প্রদান করা উচিত।
ষষ্ঠত, কিছুটা স্টাইলিশ হতে হয়। উপলক্ষ অনুযায়ি ভালো মানের রুচিশীল পোশাক মেয়েদের নজর কাড়ে।  সপ্তমত, কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সময় যখন ছেলেরা স্থান নির্বাচনের দায়িত্ব মেয়েটির ওপর ছেড়ে দেন এবং সঙ্গিনীর পছন্দের ওপর কোনো সন্দেহ রাখেন না।
http://banglanews26.com/ঢাকা/রাহিম


ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাত ১২টা ১ মিনিটে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের পক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্যরা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিকরা শহীদ মিনারে তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করেন।
/ঢাকা/মাহাবুব                                




                                            
0
Share

পায়ুপথে বেরোলো এক হাজার ইয়াবা

পায়ুপথে বেরোলো এক হাজার ইয়াবা

241 
চট্টগ্রাম: নগরীতে এক ইয়াবা বিক্রেতাকে আটক করে তার পায়ুপথে করে নিয়ে আসা এক হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আটক ইয়াবা বিক্রেতার নাম ওসমান গণি (১৮)। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আইস ফ্যাক্টরি রোডে সিটি কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার ধোয়াপালং এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, ‘সন্দেহের ভিত্তিতে ওসমানকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। পরে তার শরীরে ইয়াবা আছে, না দিলে পেট অপারেশন করা হবে, এ কথা বললে সে বিশেষ ব্যবস্থায় পায়ুপথ দিয়ে আনা ইয়াবাগুলো বের করে।’
তিনি আরো বলেন, ‘সে এ পন্থায় তিনবার ইয়াবা এনেছে এবং মায়ানমার থেকে ইয়াবা এনে নগরীর বিক্রেতাদের কাছে সরবরাহ করে বলে জানিয়েছে। এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
স্বাধীনবাংলা  টোয়েন্টিফোর ডটকম/ঢাকা/কু/শুভ্র


ইলিয়াসের বাড়ি নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত

ইলিয়াসের বাড়ি নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত

19iliasসিলেট : নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশ্বনাথ উপজেলা নির্বাচনে সুহেল আহমদ চৌধুরী জয়লাভ করে। জয়লাভের এর পর থেকেই বিএনপির নেতা-কর্মীদের ভীড় বাড়তে থাকে ইলিয়াস আলীর গ্রামের বাড়ি রামধানায়।
বুধবার গভীর রাত থেকে বৃহষ্পতিবার পর্যন্ত নেতা-কর্মীদের পদচারণায় অনেকদিন পর মুখরিত ছিল ইলিয়াসের এই বাড়িটি।
বুধবারের উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেন। বিজয়ী প্রার্থীরা বুধবার রাতেই ইলিয়াস আলীর বাড়িতে ছুটে যান। এদিকে, বৃহস্পতিবার ইলিয়াসপতœী ফের ঢাকায় ফিরে গেলেও দিনভর নেতাকর্মীরা ভীড় জমান এ বাড়িতে।
সম্প্রতি বিএনপির হাইকমান্ডের নির্দেশে ইলিয়াসপতœী লুনা ঢাকা থেকে বাড়িতে এসে উপজেলা নির্বাচনের জন্য প্রার্থী ঠিক করে যান। একই সাথে নেতা-কর্মীদেরকেও তাঁর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন। লুনা নিজেও ঢাকা থেকে টেলিকন্ফারেন্সে সুহেল আহমদ চৌধুরীর বিভিন্ন নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন।
সর্বশেষ ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে সন্তানদেরকে নিয়ে উপজেলা নির্বাচনকে উপলক্ষে বাড়িতে আসেন নিখোঁজ ইলিয়াসের স্ত্রী লুনা। এসেই উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। দল সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ঢাকা থেকে লুনার এই আগমন এবং তাঁর দিকনির্দেশনায় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে থাকেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। তারই ধারবাহিকতায় শেষ পর্যন্ত বুধবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সুহেল আহমদ চৌধুরী ৭ হাজার ৩৩৩ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত হেভিওয়েড প্রার্থী ফিরোজ খান পংকিকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
বুধবার সন্ধ্যার পর যখন বিভিন্ন ভোট কেন্দ্রের ফলাফল আসতে শুরু করে, এবং যখন দেখা যায় বেশিরভাগ কেন্দ্রেই সুহেল আহমদ চৌধুরী এগিয়ে আছেন, তখনই বিএনপি নেতা-কমীদের মধ্যে শুরু হয়ে যায় উল্লাস। তৎক্ষণাত অনেকেই ছুটে যান ইলিয়াস আলীর বাড়িতে, যেখানে উপজেলা নির্বাচনের ফলাফল জানতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। রাত প্রায় দশটার দিকে যখন সুহেল চৌধুরীর বিজয় নিশ্চিত হয়ে যায়, তখন বিএনপি নেতা-কর্মীদের ঢল নামে ইলিয়াসের বাড়িতে। ইলিয়াসের বসার ঘর অনেক দিন পর পরিপূর্ণ হয়ে যায় নেতা-কর্মীদের পদচারণায়। ঘরে জায়গা না হওয়ায় বাড়ির আঙ্গিনা ও আশেপাশে অবস্থান নেন নেতা-কর্মীরা।
একপর্যায়ে রাত ১১টার দিকে বিজয়ী উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আহমদ নুর উদ্দিন ও মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন ইলিয়াসের বাড়িতে উপস্থিত হলে সেখানে আনন্দের বন্যার বাঁধ ভেঙ্গে যায়। উল্লাসে ফেটে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। চলে মিষ্টি খাওয়ার ধুম। ইলিয়াসের মা সূর্যবান বিবি মাথায় হাত বুলিয়ে নব নির্বাচিতদের জন্য দোয়া করেন।
বৃহস্পতিবার দিনভরও নেতাকর্মীরা আসতে থাকেন ইলিয়াস আলীর বাড়িতে। নিখোঁজ হওয়ার ২২ মাস পর আবারো নেতাকর্মীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে ইলিয়াস আলীর বাড়ি।
০২.৪৯/http://banglanews26.com/জলিল 

কি ছিল ভোটারদের বিবেচনায়?

কি ছিল ভোটারদের বিবেচনায়?

vote bdনিউজ ডেস্ক : আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকার উপজেলা নির্বাচনে কারচুপি করেও ভরাডুবি ঠেকাতে পারেনি বলে জানিয়েছে বাংলাদেশে অন্যতম একটি প্রধানদল বিএনপি।
প্রথম দফায় ৯৭টি উপজেলার নির্বাচনে ৫৬টির বেশি উপজেলায় বিএনপি এবং জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে ।
স্থানীয় সরকার ব্যবস্থার এই নির্বাচনে এবার জাতীয় রাজনীতি অগ্রাধিকার পেয়েছে বলে বিশ্লেষকদের অনেকে বলেছেন।
তাঁরা মনে করেন, গত পাঁচ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে হওয়ায় ভিন্ন প্রেক্ষাপটে এই উপজেলা নির্বাচনে জাতীয় রাজনীতির প্রভাব এবার বেশি পড়েছে।
প্রথম পর্যায়ে ৯৭টি উপজেলায় ভোটগ্রহণের দিনে বুধবার বিএনপি ঢাকায় দু’দফায় সংবাদ সম্মেলন করে নির্বাচনে কারচুপির নানান অভিযোগ তুলেছিল।
৬/৭টি উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনও করেছিলেন ভোটগ্রহণের মাঝপথে।
তবে গণমাধ্যমে বেসরকারি যে ফলাফল প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিএনপি এবং জামায়াত সমর্থিত প্রার্থীরা ৫০টির বেশি উপজেলায় জয়ী হয়েছেন।
আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এসেছেন ৩০ টির মতো উপজেলায়।
সংবাদ মাধ্যমে এমন ফলাফল প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ৯৫ শতাংশ উপজেলাতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হতেন।
স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান। তাঁর মতে, ৫ই জানুয়ারির একতরফা নির্বাচনের কারণে এই উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের প্রভাব বেশি পড়েছে।
তিনি বলছিলেন, সাধারণত স্থানীয় ইস্যূ এবং প্রার্থীর ব্যক্তিত্ব ভূমিকা বেশি থাকে। এবার নির্বাচনটা যেহেতু একটা ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে এবং ৫ই জানুয়ারির সংসদ নির্বাচনে মানুষ অংশ নিতে পারেনি। তার একটা রাজনৈতিক মাত্রা যোগ করেছে এই নির্বাচনে। আর সেকারণে অন্যান্য যে কোন সময়ের তুলনায় এই নির্বাচনে জাতীয় রাজনীতির প্রভাব অনেক বেশি পড়েছে বলে আমার ধারণা।
প্রথম ধাপে যে ৯৭টি উপজেলায় নির্বাচন হলো, তার বেশিরভাগ উপজেলা পড়েছে উত্তরাঞ্চলে।
উত্তরের দিনাজপুর জেলা থেকে স্থানীয় সাংবাদিক আসাদুল্লাহ সরকার বলেছেন, তাদের অঞ্চলে উপজেলা নির্বাচন পুরোপুরি রাজনৈতিক চেহারা পেয়েছিল।
তিনি বলছিলেন, মানুষ আসলে ব্যক্তি বা যোগ্যতাকে যত না গুরুত্ব দিয়েছে, তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দলীয় পরিচয়কে। প্রার্থী আওয়ামী লীগ করে কিনা, বা বিএনপির সাথে জড়িত কিনা অথবা জামায়াতের কিনা সেটিই ভোটাররা বেশি বিবেচনা করেছেন।
তিনি মনে করেন, দিনাজপুর অঞ্চলে ভোটাররা যখন রাজনৈতিক বিবেচনায় এগিয়েছেন। সেখানে বিএনপি এবং জামায়াত ছিল ঐক্যবদ্ধ। কিন্তু আওয়ামী লীগের কয়েকজন করে প্রার্থী ছিল।
ফলে আওয়ামী লীগ সমর্থকদের ভোট অনেক ভাগে ভাগ হয়েছে। অন্যদিকে বিএনপি, জামায়াত তাদের ভোট ঠিক মত তারা আদায় করতে পেরেছে বলে তাঁর ধারণা।
এই একইচিত্র পাওয়া যাচ্ছে অন্যান্য অনেক জায়গা থেকে। দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে যশোর, ঝিনাইদহ, খুলনা, মাগুরা এবং বরিশাল অঞ্চলেও ভোটারদের মধ্যে স্থানীয় ইস্যুর চেয়ে রাজনৈতিক বিষয় অগ্রাধিকার পেয়েছে। এমন ধারণাই পাওয়া যাচ্ছে।
কুষ্টিয়া থেকে স্থানীয় সাংবাদিক তারিক উল ইসলাম বলছিলেন, ভোটারদের সাথে কথা বলে আমার মনে হয়েছে, তারা দল দেখে ভোট দিয়েছে এবং জাতীয় রাজনীতির অনেক বিষয় তারা বিবেচনায় নিয়েছে।
তিনি আরও বলেছেন, দলগুলোর অবস্থান নিয়ে কুচ্ছিা সদর উপজেলার দিকে যদি তাকাই, এখানে জামায়াতের থেকে উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনিও প্রার্থী হয়েছিলেন। বিএনপির একক প্রার্থী ছিল। কিন্তু জামায়াত প্রার্থী এবার ভোট বেশি না পাওয়ায় স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, জামায়াত বিএনপিকে সমর্থন দিয়েছিল।
আর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ছিল না এবং তাদের কয়েকজন প্রার্থী ছিল। ফলে বিএনপি জয়ী হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এই উপজেলা নির্বাচন যখন রাজনৈতিক চেহারা পেয়েছে। তখন সেটাকে কাজে লাগাতে বিএনপি মাঠপর্যায়ে বেশ ঐক্যবদ্ধ ছিল।
কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল দলটিকে অনেক জায়গায় সমস্যায় ফেলেছে বলে বিশ্লেষকদের অনেকেই মনে করেন।
০৩.০৭/http://banglanews26.com/রাহিম



আজকের রাশিফল: ২১ ফেব্রুয়ারি, ২০১৪

আজকের রাশিফল: ২১ ফেব্রুয়ারি, ২০১৪

rashiআজ ২১ ফেব্রুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। শুভ রং—হালকা নীল, বেগুনি, ধূসর। শুভ রত্ন—ল্যাপিস ল্যাজুলি, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী হেনরিক ড্যাম, অভিনেতা সোহেল রানা, ফাল্গুনী হামিদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে
পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। রাজনীতি থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। আজ কাউকে প্রেম নিবেদন করলে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ আপনার অর্থভাগ্য শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ আগের ব্যর্থতা ঘুচে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিভিন্ন পরীক্ষার ফলাফল জেনে শিক্ষার্থীদের কারও কারও মুখে হাসি ফুটতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

http://banglanews24.com