বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪

চর দখলের মতো ভোটকেন্দ্র ‘দখল’ হয়েছে: ফখরুল

উপজেলা নির্বাচনের প্রথম পর্বে এগিয়ে থাকা বিএনপি দ্বিতীয় পর্বের ভোট নিয়ে ব্যাপক অসন্তোষ জানিয়েছে।


বৃহস্পতিবার ১১৫টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে এই প্রতিক্রিয়া জানান।তিনি বলেন, “উপজেলা নির্বাচনে আজকে ভোটকেন্দ্র দখলের ঘটনার মাধ্যমে আওয়ামী লীগের স্বরূপ উন্মোচিত হয়েছে। তারা চর দখলের মতো স্থানীয় সরকারের একটি নির্বাচনকেও জবর দখল করেছে।”

বৃহস্পতিবারের নির্বাচনে ‘দখল’ হওয়া কেন্দ্রগুলোতে নতুন করে ভোট গ্রহণের দাবি জানান দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির মুখপাত্র।
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম পর্বে ৯৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্যেও অনিয়মের অভিযোগ তুলেছিল বিএনপি। ওই উপজেলাগুলোর মধ্যে ৪৫টিতে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়।
ফখরুল নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, ভোটকেন্দ্র ‘দখলের’ পরও আজ্ঞাবহ নির্বাচন কমিশন কার্যকর কোনো ভূমিকা গ্রহণ করছে না। আইনশৃঙ্খলা বাহিনীও নিরব দর্শকের ভূমিকায়।
“আমরা মনে করি, ভোটারবিহীন নির্বাচনে গঠিত অবৈধ সরকারেরর অধীনে কেবল জাতীয় নির্বাচনই নয়, কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।”
অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচনের দাবি তুলে ধরে ফখরুল বলেন, “অতিদ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আজ আমরা শহীদ জিয়ার মাজারে শপথ গ্রহণ করেছি, দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাব।”
দলের ভাইস চেয়ারম্যান সদ্য কারামুক্ত হাফিজ উদ্দিন আহমেদকে নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেয়ার পর নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।
হাফিজ তার জেলা ভোলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন উপজেলায় ভোটগ্রহণের অনিয়মের অভিযোগ জানান।
“সকাল থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী এক হয়ে ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। বিরোধী দলের সমর্থিত প্রার্থীর নেতা-কর্মী-সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেয়া হয়নি।”
 


যে সাতটি খাবার যৌন সক্ষমতা বাড়াবে


যে সাতটি খাবার যৌন সক্ষমতা বাড়াবে

http//banglanews26.com


sex-food-sbবাংলা নিউজ26 ডেস্ক :  এক পরিসংখ্যানে দেখা গিয়েছে মানুষ তার স্বাভাবিক জীবন যাপনে যে বিষয়গুলো নিয়ে বেশি চিন্তিত এবং হতাশ থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যৌনতা বিষয়ক ভাবনা। শারীরিক সুস্থতার যেমন দরকার আছে তার সাথে মানসিক সুস্থতাও প্রয়োজন। 

প্রভার ভিডিও আবার ইন্টারনেটে

প্রভার ভিডিও আবার ইন্টারনেটে

provaঅনেকদিন ধরেই অনেকটা পর্দার আড়ালে ছিলেন একসময়ের জনপ্রিয় টিভি অভিনত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় থেকে দুরে সরে ব্যস্ত ছিলেন স্বামী-সংসার নিয়ে। কিন্তু বেশিদিন আর আড়ালে থাকতে পারলেন না তিনি। আবারও আলোচনায় এসেছেন বিতর্কীত এই অভিনেত্রী।
ক্যারিয়ারের শুরুতেই নগ্ন ভিডিও প্রকাশ পেলে সর্বত্র ব্যাপক সমালোচনার মুখে পরেন প্রভা। এবার আরেকটি নগ্ন ভিডিও দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। নতুন এ ভিডিওটিতে মডেল প্রভার ড্রেস খোলার নতুন সিক্রেট ভিডিও ফাঁস হয়ে গেছে।
জানা যায়, প্রভার নতুন আরেকটি ভিডিও প্রকাশ করেছে ইউটিউব। তবে এটি ঠিক কবে রেকর্ড করা তা পরিষ্কার বুঝা যাচ্ছে না। এটি আপলোড করা হয়েছে কিছুদিন আগে। এতে দেখা যাচ্ছে- প্রভা একে একে তার পরনের শাড়ী খুলছেন।
প্রভার এ ভিডিও নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে। এর আগেই এ কান্ড ঘটানো প্রভা কথা দিয়েছিলেন এমন ভুল আর হবে না। এমনকি এক টকশোতে মা সহ হাজির হয়ে সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। এরই পরই প্রভার নতুন ভিডিও ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
banglanews26.com/ঢাকা/pintu

ক্যাম্পাসে সিনেমার অশ্লীল শ্যুটিং!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের সামনে বাণিজ্যিক সিনেমার শ্যুটিং নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে। ক্যাম্পাসের কার্জন হলে সিনেমার শ্যুটিং নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন।শিক্ষার্থীদের দাবি, পরীক্ষা চলাকালে হলের ঠিক সামনেই শ্যুটিংটি চলছিল এবং অশ্লীল গানের দৃশ্যায়নও করা হচ্ছিল। এটা শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্ন করবে।
জানা যায়,গত শনিবার সকালে বাণিজ্যিক ধারার ‘বন্ধু যে তুমি’ চলচ্চিত্রের কয়েকটি মারপিটের দৃশ্য ও গানের শুট নেয়া হয়। এক পর্যায়ে পরীক্ষার হলে দায়িত্বরত এক শিক্ষক এসে তাদের বাঁধা দেন। এ সময় কথাকাটাকাটি হলে ছাত্রদের তোপের মুখে তারা সরে যেতে বাধ্য হন। পরে ছাত্ররা এক পর্যায়ে কার্জন হলের সামনে করা সকল দৃশ্য মুছে ফেলার দাবিও জানান।

বাগেরহাটে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে পিটুনি, গৌরনদীতে প্রতিবন্ধীকে ধর্ষণ : কুবিতে ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
বাগেরহাটের চিতলমারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও মোবাইলে ছবি তোলার প্রতিবাদ করায় ছাত্রী ও তার ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত ওই স্কুলছাত্রী ও তার ভাইকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বরিশালের গৌরনদীতে এক মানসিক প্রতিবন্ধীকে বখাটেদের ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের জের ধরে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা। আমার দেশ-এর প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর :
কুমিল্লা (উত্তর) : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের জের ধরে অবস্থান ধর্মঘট করে কুবির শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ৯টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ কোটবাড়ীতে অবস্থান ধর্মঘট শুরু করে। এ সময় তারা কোটবাড়ী সড়কে যান চলাচল বন্ধ রাখে এবং কোটবাড়ী জাদুঘর মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সিএনজি চালকের বিচার ও ভাড়া কমানোর দাবিতে তাদের এই আন্দোলন। শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘটের প্রতিবাদে চাঙ্গিনী মোড়ে অবস্থান করে পাল্টা কর্মসূচি পালন করে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। দু’পক্ষের অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আইনুল হকের নেতৃত্বে প্রক্টোরিয়াল বডির সব সদস্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর দক্ষিণ থানার ওসি, ছাত্রনেতা মাহমুদুর রহমান মাসুমসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে সিএনজি মালিক সমিতির সভাপতি, স্থানীয় কাউন্সিলর ও ড্রাইভারদের উপস্থিতিতে ছাত্রদের দাবির প্রেক্ষিতে টমছম ব্রিজ-কোটবাড়ী রাস্তার ভাড়া ১৫ থেকে কমিয়ে ১২ টাকা, কোটবাড়ী থেকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া ১০ থেকে কমিয়ে ৫ টাকা করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে কুবির এক ছাত্রীর সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভার অশোভন আচরণ করাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি সিএনজি ভাংচুর করে।
বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও মোবাইলে ছবি তোলার প্রতিবাদ করায় ছাত্রী ও তার ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত ওই স্কুলছাত্রী ও তার ভাইকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর খালা রাহিলা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাঠিপাড়া গ্রামের মানসিক প্রতিবন্ধী হাসিনা বেগমের মেয়ে মিনারা (১৪) ও ছেলে রাসেল (১৮) দরিদ্রতার কারণে খালার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছে। মিনারা স্থানীয় নবপল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী (রোল নং-১)। একই গ্রামের এলেম উদ্দিন শেখের ছেলে হারেজ শেখ তাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েকবার সালিশি বৈঠকও হয়। এর জের ধরে বুধবার সকাল সাড়ে ৭টায় মিনারা স্কুলে যাওয়ার পথে কাঠিপাড়া ব্রিজের ওপর জোরপূর্বক হারেজ মোবাইলে তার ছবি তুলতে যায়। এতে মিনারা বাধা দিলে তাকে বেধড়ক মারপিট করে মাটিতে ফেলে দেয়া হয়। মিনারার চিত্কারে তার ভাই রাসেল ছুটে এলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় ভাই-বোন গুরুতর আহত হয়। আহত দুজনকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একটি প্রভাবশালী মহল ন্যক্কারজনক এ ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে এবং অভিযোগ না করতে নানা হুমকি দিচ্ছে বলে মিনারার পরিবার জানিয়েছে।
নবপল্লী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী হাজরা জানান, ঘটনার খবর শুনে তাত্ক্ষণিক তিনি আহত ছাত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান। নিন্দনীয় এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল পরিচালনা পর্ষদ জরুরি সভা আহবান করেছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য কাজী মাহাতাব হোসেন চান্নু জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।
তবে চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামে মঙ্গলবার রাতের আঁধারে অজ্ঞাত এক পাগলী (২৫)-কে ধর্ষণকালে হাতেনাতে ধরে ইউনুস হাওলাদার (৫৫) নামের এক বৃদ্ধকে গণধোলাই দিয়েছে জনতা। ঘটনা ভিন্নখাতে প্রবাহের জন্য গ্রামের একাধিক যুবকের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় গ্রামপুলিশ সরোয়ার হাওলাদার, মোকসেদ মীর, আবুল হাসানাতসহ একাধিক ব্যক্তি জানান, ওইদিন মধ্যরাতে স্থানীয় একটি কলই ক্ষেতে (খেসারির ক্ষেত) নিয়ে শাহজিরা গ্রামের বখাটে ইউনুস হাওলাদার অজ্ঞাত এক পাগলীকে ধর্ষণ করে। এ সময় গ্রামবাসী তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে স্থানীয়দের অনুরোধে ২০ বার কানধরে ওঠবস করিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ওই এলাকার একটি কুচক্রী মহল ইউনুস হাওলদারকে হাসপাতালে ভর্তি করে এলাকার একাধিক যুবকের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেতে গ্রামবাসী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

চরফ্যাশনে ৫০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ


 
 
 
 
 
 
 
 
 
ডেস্ক রিপোর্ট

ভোলার চরফ্যাশন উপজেলায় ৫০টি কেন্দ্র থেকে ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন আলমগীর মালতিয়া।

তিনি বলেন, বৃহস্ত্রতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরম্নর পুর্বেই চরফ্যাশনের ১১০টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে যেতে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বাধা দেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা। ৫০টি কেন্দ্রে এজেন্ট দিতে পারলেও এক ঘণ্টার মধ্যে সকল কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়।

জানা গেছে, আওয়ামী লীগ কর্মীরা কেন্দ্রের আশপাশের সড়কে পাহারা বসিয়ে ভোটারদের ভোট কেন্দ্রের প্রবেশ পথে ঢুকতে বাধা দিচ্ছে। তাদের হামলায় আহমদপুর, আবু বকরপুর, নীলকমল, জাহানপুর, আছলামপুরের আবুগঞ্জ, রসুলপুর, হাজারীগঞ্জ, চরকলমী, নজরম্নল নগর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

মাথাব্যথা দূর করুন মাত্র ৫ মিনিটে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে

মাথাব্যথা দূর করুন মাত্র ৫ মিনিটে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে


যারা নিয়মিত মাথাব্যথার সমস্যায় ভোগেন তারাই জানেন মাথাব্যথা কতোটা দুর্বিষহ যন্ত্রণার। একটি দিন মাথাব্যথা নিয়ে কাটানো অনেক বেশি কষ্টদায়ক। যারা এই যন্ত্রণা নিয়মিত সহ্য করেন তাদের কষ্ট বলে বোঝানো যাবে না। মাথাব্যথা যে কোনো কারণে হতে পারে। সাধারণত ঠাণ্ডা লাগলে কিংবা জ্বর হলে মাথাব্যথা হয়। আবার অনেকে মাইগ্রেনের সমস্যার কারণে মাথাব্যথায় ভুগে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় রোদ সরাসরি মাথায় পড়লে, টিপটিপ বৃষ্টি মাথায় পড়লে, অতিরিক্ত শব্দের কারণে, ঘুম কম বা বেশি হলে মাথাব্যথা শুরু হয়।

কেমন আছেন,কোথায় আছেন শ্রাবস্তী দত্ত তিন্নি?

কেমন আছেন,কোথায় আছেন শ্রাবস্তী দত্ত তিন্নি?

tinniএক ঝলমলে নক্ষত্রের মতন মিডিয়া জগতে প্রবেশ, রাতারাতি বনে যাওয়া দর্শকের হৃদয়ের রানী। রাতারাতি তারকা হয়ে যাওয়া তিন্নি কি বেসামাল হয়ে পড়েছিলেন নিজের তারকা খ্যাতিতেই? সমালোচকদের ধারণা তেমনই। আকাশচুম্বী জনপ্রিয়তা, ছোট পর্দা হতে বড় পর্দায় প্রবেশ, নেশায় আসক্তি, হিল্লোলের সাথে ডিভোর্স… শ্রাবস্তী দত্ত তিন্নির ক্ষেত্রে এইসবই এখন পুরনো সংবাদ। বহুকাল যাবত মিডিয়ার চোখের আড়ালে আছেন এই তারকা। কোথায় আছেন? আর কেমন আছেন?
শেষবার তিন্নির দেখা মিলেছিল ফেসবুকে। লম্বা বিরতি ভেঙে ২ও১৩ সালে ফেসবুকে নিজের একটি ছবি প্রকাশ করে ব্যাপকভাবে আলোচনায় আসেন শ্রাবস্তী দত্ত তিন্নি। ফেসবুকে তাঁর কঙ্কালসার ছবিটি সারাদেশে ভক্ত-দর্শক-সমালোচকদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছিল সে সময়ে। এখনও তাঁর ফেসবুক টাইমলাইনে সেই ছবিটিই দেখা যায়।

আজকের রাশিফল: ২৭ ফেব্রুয়ারি, ২০১৪

আজকের রাশিফল: ২৭ ফেব্রুয়ারি, ২০১৪

rashifol-sbবাংলা নিউজ ডেস্ক :   আজ ২৭ ফেব্রুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা সবুজ, সোনালি, ধূসর। শুভ রত্ন—রক্ত প্রবাল, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী জন স্টাইনবেক, হেনরি লংফেলো, অভিনেতা রহমান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও কারো মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। ভেঙে যাওয়া পুরোনো বন্ধুত্ব আজ জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
http://banglanews26.com/২৭.০২.২০১৪ /হিমু নীল

খোলা মাঠে ভোটগ্রহণ

খোলা মাঠে ভোটগ্রহণ

savar-sbসাভার: উপজেলার একটি নির্বাচনী কেন্দ্রে খোলা মাঠে ভোটগ্রহণ শুরু করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে ওই এলাকার স্থানীয় ভোটার, প্রার্থী ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
বৃহস্পতিবার সকাল থেকে সাভার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের লোটাস প্রিক্যাডেট স্কুলের মহিলা ভোটকেন্দ্রে এ ভোট কার্যক্রম শুরু করা হয়।
সাভার পৌর ৮নং ওয়ার্ডের সালমা নামের এক ভোটার, ও বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থক রহিমসহ একাধিক ভোটার অভিযোগ করে বলেন, ‘রাজাশন এলাকায় ভোটগ্রহণের জন্য একাধিক স্কুল থাকার পরও খোলা মাঠে ভোটগ্রহণ করছেন। এতে ব্যালট বাক্স ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে লোটাস প্রি ক্যাডেট স্কুলের প্রিজাইর্ডিং অফিসার মো. আব্দুল কাদের জানান দুটি কেন্দ্র তবে এই স্কুলের ভেতরে জায়গা কম থাকায় দুই নম্বর কেন্দ্রটি বাইরে নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তার নাজিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
http://banglanews26.com/২৭.০২.২০১৪ /রাহিম