বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪

চরফ্যাশনে ৫০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ


 
 
 
 
 
 
 
 
 
ডেস্ক রিপোর্ট

ভোলার চরফ্যাশন উপজেলায় ৫০টি কেন্দ্র থেকে ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন আলমগীর মালতিয়া।

তিনি বলেন, বৃহস্ত্রতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরম্নর পুর্বেই চরফ্যাশনের ১১০টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে যেতে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বাধা দেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা। ৫০টি কেন্দ্রে এজেন্ট দিতে পারলেও এক ঘণ্টার মধ্যে সকল কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়।

জানা গেছে, আওয়ামী লীগ কর্মীরা কেন্দ্রের আশপাশের সড়কে পাহারা বসিয়ে ভোটারদের ভোট কেন্দ্রের প্রবেশ পথে ঢুকতে বাধা দিচ্ছে। তাদের হামলায় আহমদপুর, আবু বকরপুর, নীলকমল, জাহানপুর, আছলামপুরের আবুগঞ্জ, রসুলপুর, হাজারীগঞ্জ, চরকলমী, নজরম্নল নগর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন