বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪

খোলা মাঠে ভোটগ্রহণ

খোলা মাঠে ভোটগ্রহণ

savar-sbসাভার: উপজেলার একটি নির্বাচনী কেন্দ্রে খোলা মাঠে ভোটগ্রহণ শুরু করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে ওই এলাকার স্থানীয় ভোটার, প্রার্থী ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
বৃহস্পতিবার সকাল থেকে সাভার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের লোটাস প্রিক্যাডেট স্কুলের মহিলা ভোটকেন্দ্রে এ ভোট কার্যক্রম শুরু করা হয়।
সাভার পৌর ৮নং ওয়ার্ডের সালমা নামের এক ভোটার, ও বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থক রহিমসহ একাধিক ভোটার অভিযোগ করে বলেন, ‘রাজাশন এলাকায় ভোটগ্রহণের জন্য একাধিক স্কুল থাকার পরও খোলা মাঠে ভোটগ্রহণ করছেন। এতে ব্যালট বাক্স ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে লোটাস প্রি ক্যাডেট স্কুলের প্রিজাইর্ডিং অফিসার মো. আব্দুল কাদের জানান দুটি কেন্দ্র তবে এই স্কুলের ভেতরে জায়গা কম থাকায় দুই নম্বর কেন্দ্রটি বাইরে নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তার নাজিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
http://banglanews26.com/২৭.০২.২০১৪ /রাহিম

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন