রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪

মোবাইলে সবচাইতে বেশি ব্যবহৃত শব্দগুলো

মোবাইলে সবচাইতে বেশি ব্যবহৃত শব্দগুলো

girl-with-mobile-phone-sb 
ডেস্ক: প্রতিদিনই আমরা মোবাইল ফোন কিংবা কম্পিউটারের কি-বোর্ডের কি চেপে কত কথাই না লিখি। SwiftKey নামের একটি প্রতিষ্ঠানের গবেষকদের একটি দল ইন্টারনেট থেকে তাদের বিপুল তথ্য ভাণ্ডার ঘেঁটে জানিয়েছে কোন শব্দ কিংবা শব্দ সমষ্ঠি মোবাইল ফোন ব্যবহারকারীরা টাইপ করার সময় সবচেয়ে বেশি লিখেন। আর তিন শব্দের বাক্যাংশ হিসেবে এক নম্বরে রয়েছে “I love you”!
শুধু তাই নয়, আরো দেখা গিয়েছে একজন ব্যক্তি বাস্তবে যেমনই হোক না কেন মোবাইলে টাইপিং করার সময় যথেষ্ঠ নম্র, ভদ্র, বিনয়ী! কারণ এক শব্দের যে কথাটি আমরা সবচেয়ে বেশি লিখি তার শীর্ষে রয়েছে Thanks। আর দুই শব্দের বাক্যাংশের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Thank you। আর এসব তথ্য আহরণের জন্য প্রতিষ্ঠানটি machine learning algorithm নামে একটি প্রযুক্তির সাহায্য নিয়েছে। চার শব্দের বাক্যাংশের ক্ষেত্রে এগিয়ে রয়েছে What do you think ও পাঁচ শব্দের বাক্যের মাঝে সবচেয়ে বেশি লেখা হয় Thank you for your time.

বাংলা নিউজ 26.com /১৫.০২.২০১৪/ রানা

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন