রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪

প্রাথমিক বৃত্তির ফল আজ

প্রাথমিক বৃত্তির ফল আজ

ক্যাপশন যুক্ত করুন
198ঢাকা:প্রাথমিক বৃত্তি ২০১৩ এর ফলাফল আজ প্রকাশিত হবে। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন। মেধার ভিত্তিতে এদের মধ্য থেকে ট্যালেন্টপুল কোটায় ২২ হাজার ও সাধারণ কোটায় ৩৩ হাজার বৃত্তি প্রদান করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করবেন।
মেধা বিকাশের লক্ষ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার মাধ্যমে উপজেলা ভিত্তিক এ বৃত্তি প্রদান করা হয়। সব শিক্ষার্থী বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষার ফলাফলে এ ধরনের ভিত্তিতে বৃত্তি দেয়া হচ্ছে।  পূর্বে বিদ্যালয় থেকে প্রথম সারির কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেত।

বাংলা নিউজ 26.com /ঢাকা/কু/মাহাবুব

 

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন