শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪

ইন্টারনেটের দাম কমছে শীঘ্রই

ইন্টারনেটের দাম কমছে শীঘ্রই Feb 15, 2014  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, তথ্যপ্রযুক্তির প্রসারে শিক্ষার্থীরা ল্যাপটপ কেনার ক্ষেত্রে ঋণসুবিধা পাবে। তারা আউট সোর্সিং করে যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে। 
 
 
এ ছাড়া শিগগির ইন্টারনেটের দাম কমবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আউট সোর্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবে। প্রতিমন্ত্রী জানান, ল্যাপটপ কিনতে শিক্ষার্থীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক ও পিকেএসএফ সম্মতি দিয়েছে। এ কার্যক্রমে আরো কয়েকটি ব্যাংক ও দাতা সংস্থাকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের দিয়েই এ কার্যক্রমের সূচনা হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ার সময় বা পড়াশোনা শেষ করে যাতে ঋণ শোধ করতে পারে, এ কার্যক্রমে সেই সুবিধাও থাকবে। তিনি আরো বলেন, ‘সামাজিক নেটওয়ার্ক ফেইসবুক ও সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটের মূল্য কমানোর দাবি জানানো হচ্ছে। এসব দাবি যুক্তিসংগত। এসব দাবির ব্যাপারে সরকার সজাগ আছে। শিগগির ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা আসবে। আমরা কাজের মাধ্যমে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে চাই।’ সরকারের পরিত্যক্ত ভবন ও জমিতে সফটওয়্যার টেকনোলজির কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে- জানিয়ে পলক আরো বলেন, দেশের প্রতিটি জেলায় একটি আইটি ভিলেজ বা সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের উদ্যোগ 
নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন