শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪

মৃতদের সঙ্গে চ্যাট করুন স্কাইপিতে

মৃতদের সঙ্গে চ্যাট করুন স্কাইপিতে

188এবার থেকে মৃত মানুষদের সঙ্গেও কথা বলা যাবে স্কাইপিতে। যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট নিয়ে আসছে এমনই এক ভার্চুয়াল ব্যবস্থা যার দ্বারা প্রিয় মৃত মানুষটির সঙ্গে স্কাইপিতে কথা বলতে পারবেন আপনি।
ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজির এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই ওয়েবসাইটের নাম ‘ইন্টার্নি ডট মি’।
জানা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো মানুষের মৃত্যুর পর তাকে ডিজিটালি পূণর্গঠন করা যাবে। সেই মানুষের জীবিত অবস্থার চ্যাট লগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য, ছবি, ই-মেইলের সাহায্যে সেই মানুষের স্মৃতি ও তার আদব কায়দা বানানো যাবে।
ওয়েবসাইটটি জানাচ্ছে, একজন মৃত ব্যক্তির জীবদ্দশায় সৃষ্ট সমস্ত তথ্য সংগ্রহ করে জটিল কৃত্রিম ইন্টালিজেন্স অ্যালগরিদম ব্যবহার করে পূণর্গঠন করা হবে প্রিয় মানুষটিকে। সেখান থেকেই সৃষ্ট হবে নতুন চরিত্র। কথা বলা, তথ্য দেয়া, কোনো ব্যপারে পরামর্শ দেয়া সবকিছুই করতে পারবে এই ভার্চুয়াল চরিত্রটি। এটি এমন একটি স্কাইপি যে চ্যাট করবে অতীত থেকে।

বাংলা নিউজ 26.com /সানজানা

0
Share

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন