বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

চরিত্র হারিয়ে নিজের থুতু নিজেই চেটে খেয়েছে এরশাদ

চরিত্র হারিয়ে নিজের থুতু নিজেই চেটে খেয়েছে এরশাদ

kaji_jafor-sb
ক্যাপশন যুক্ত করুন
ঢাকাঃজাতীয়পার্টির একাংশের সভাপতি কাজী জাফর আহমেদ বলেন, ‘গত ৫ জানুয়ারি নির্বাচনে গিয়ে এরশাদ নিজের চরিত্র হারিয়েছেন। নির্বাচনের আগেও তার কোনো চরিত্র ছিল না, কোনো কমিটমেন্টও ছিল না। তিনি নিজের থুতু নিজেই চেটে খেয়েছেন।’
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৮টায় গুলশানের নিজ বাসভবনে আইনজীবীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধান হুসেইর মুহাম্মদ এরশাদকে মন্ত্রীর পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিয়োজিত করা হয়েছে। তিনি এ পদ গ্রহণ করে নির্লজ্জতার পরিচয় দিয়েছেন। তিনি আসলেই বিশ্ব বেহায়া। তিনি নির্বাচনে না গেলে এত মানুষ মারা যেত না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজনীতি হচ্ছে নীতি হারা। কিন্তু নীতির প্রশ্নে আপষহীন নেত্রী হলেন খালেদা জিয়া।’
তিনি আরো বলেন, ‘বিএনপিসহ ১৮ দলা নির্বাচানে গেলে নীল নকশার মাধ্যমে তাদের হারিয়ে দেয়া হত। তখন আম-ছালা দুটোই যেত।’
মত বিনিময় সভায় অ্যাডভোটেক সফিউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, অ্যাডভোটেক রুহুল আমীন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, আক্তারুজ্জামান চৌধুরী প্রমুখ।
পরে অ্যাডভোটেক সফিউদ্দিন ভূঁইয়াকে আহ্বায়ক করে ‘জাতীয় আইনজীবী ফেডারেশন’ নামে ৪১ সদস্যের একটি আহ্বাবায়ক কমিটি গঠন করা হয়।
বাংলা নিউজ 26.com/১৮.০২.২০১৪/হাবিব
http://banglanews26.com

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন