বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪

মানিকগঞ্জে চলন্ত বাসে নারী ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে চলন্ত বাসে নারী ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে গার্মেন্ট নারী শ্রমিক ধর্ষণ মামলার রায়ে দু’জন পরিবহন শ্রমিকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান এই রায় দেন। ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাসের সহকারী কাশেম আলীকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরে কারাদণ্ড দেয়া হয়। 
অপরদিকে ধর্ষণে সহযোগিতা করায় বাসের চালক দিপু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
গত বছরের ২৪ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তরা ব্রিজের মধ্যবর্তী স্থানে চলন্ত বাসে ধর্ষনের শিকার হন সাভারের একটি গার্মেন্ট কারখানার নারী শ্রমিক। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আটক করা হয় বাসচালক দিপু মিয়া ও বাসের সহকারী কাশেমকে। আটককৃত অভিযুক্তরা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে ঘটনার ১৪ দিন পর ৮ ফেব্রুয়ারি আদালতে দু’জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়। ১৪ জনের সাক্ষ্য নেয়া হয় এই চাঞ্চল্যকর মামলায়।
রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত থাকলেও বাদী বা তার কোনো আত্মীয়স্বজন উপস্থিত ছিল না।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন আহমদে বুলবুল এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা বলেছ ।
 


 
 




 

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন