সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

পঞ্চম দফার উপজেলা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে

পঞ্চম দফার উপজেলা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে

ecঢাকা : নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের ধারাবাহিকতায় চলতি সপ্তাহে পঞ্চম দফায় তফসিল দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, চলতি সপ্তাহে তফসিল দিয়ে মার্চে উপজেলা নির্বাচন শেষ করা হবে। সামান্য কিছু বাকি থাকলে এইচএসসি পরীক্ষার পর সেগুলো করা হবে।
উপজেলা নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের আগে ও পরেসহ মোট ৫ দিন সেনা মোতায়েন থাকবে।
আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে সিইসি বলেন, উপজেলাগুলোতে আইন শৃংখলা ভালো। এখন পর্যন্ত কোন সহিংসতা হয়নি। গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী আমরা আশা করছি কোন সহিংসতা হবে না।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, উপজেলাগুলোতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে ব্যব¯’া নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের আমরা নির্দেশ দিয়েছি।
বিভিন্ন উপজেলায় আচরণবিধি লংঘনের অভিযোগ এবং বিএনপি প্রার্থীদের হয়রানির বিষয়ে তিনি বলেন, অনেক রাজনৈতিক বক্তব্য আসছে। আমরা বলেছি, সুনির্দিষ্টভাবে রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে।
১৭.২১/

বাংলা নিউজ 26.com /হাবিব                     

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন