শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

এটা জাতীয় নির্বাচন নয়, জনপ্রিয়তা যাচাইয়ের: এরশাদ

এটা জাতীয় নির্বাচন নয়, জনপ্রিয়তা যাচাইয়ের: এরশাদ

ershad-sbগাইবান্ধা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ উপজেলা নির্বাচন প্রসঙ্গে বলেছেন, এই নির্বাচন কোনো জাতীয় নির্বাচন নয়। এ নির্বাচন জনপ্রিয়তা যাচাই-বাছাইয়ের নির্বাচন।
আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা মনিরাম গ্রামে নেতা-কর্মীদের উদ্দেশে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ দ্যূত এরশাদ বলেন, দলের লাভ হবে না একাধিক প্রার্থী হলে। তাই চিন্তাভাবনা করে একক প্রার্থী মনোনীত করে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি ধরে রাখতে হবে।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, তৃণমূল পর্যায়ে দুর্বল সংগঠন ও দলীয় কোন্দল থাকায় গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা অনেক কিছুই হারিয়েছি। কিন্তু হতাশ হবার কারণ নেই। যে নির্বাচন হয়েছে তা আপনারা দেখেছেন।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন